Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রূপান্তর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-বাদ
(p. 29) anu-bāda বি. 1 ভাষান্তর, তরজমা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর; 2 পুনঃ পুনঃ কথন (গুণানুবাদ); 3 অনুকরণ। [সং. অনু + √ বদ্ + অ]। ̃ ক বি. বিণ. ভাষান্তরকারী। অনূদিত বিণ. ভাষান্তরিত, অনুবাদ করা হয়েছে এমন। অনু-বাদিত (বাং. বর্ত. অপ্র.) বিণ. অন্যের দ্বারা অনুবাদ করিয়ে নেওয়া হয়েছে এমন। অনুবাদী (-দিন্) বিণ. 1 অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; 2 রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; 3 অনুরূপ। বি. (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর। 21)
অব্যয়
(p. 50) abyaẏa বিণ. ক্ষয় নেই এমন, ক্ষয়হীন; লয়প্রাপ্ত হয় না এমন; অবিনাশী; পরিবর্তনহীন। বি. 1 ব্রহ্ম; 2 (ব্যাক.) লিঙ্গ কিংবা কারক ভেদে যে শব্দের কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না। [সং, ন+ব্যয়]। 33)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
তঞ্চন
(p. 364) tañcana বি. 1 সংকোচন; 2 সংক্ষেপ; 3 (রসা.) তরল পদার্থের ঘন পিণ্ডাকারে রূপান্তর, coagulation (বি. প.), ঘনীভবন। [সং. √ তঞ্চ্ (=সংকোচন) + অন]। 15)
পরি-বর্তন
(p. 499) pari-bartana বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)। [সং. পরি + √ বৃত্ + অন]। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন। পরি-বর্ত-মান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)। ̃ শীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)। পরি-বর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন। পরি-বর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)। 15)
প্রতিক্রিয়া
(p. 538) pratikriẏā বি. 1 (ওষুধ খাদ্য শক্তি প্রভৃতি) প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় (বিষের প্রতিক্রিয়া); 2 ক্রিয়ার পরিণাম (বিরুপ প্রতিক্রিয়া); 3 উত্তেজনার শেষে অবসাদ (ব্যর্থ আন্দোলনের প্রতিক্রিয়া); 4 বাইরের ঘটনায় মানসিক অবস্হার রূপান্তর (এই সংবাদে তার মনের প্রতিক্রিয়া লক্ষণীয়); 5 প্রগতিবিরুদ্ধ ক্রিয়া বা আচরম; 6 প্রতিবিধান। [সং. প্রতি + ক্রিয়া]। ̃ শীল বিণ. প্রগতিবিরুদ্ধ, reactionary. 73)
বাঙ্-ময়, বাঙ্ময়
(p. 591) bāṅ-maẏa, bāṅmaẏa বিণ. 1 শব্দপূর্ণ, বাক্য বা শব্দ দ্বারা গঠিত; 2 ভাষায় বা বাক্যে রূপান্তরিত (এই কাব্য কবির কল্পনার বাঙ্ময় রূপ)। [সং. বাক্ (বাচ্) + ময়]। বাঙ্ময়ী, বাঙ্ময়ী বিণ. বাঙ্ময়-এর স্ত্রীলিঙ্গ। বি. সরস্বতী দেবী। 81)
বানানো
(p. 599) bānānō ক্রি. বি. 1 গঠন বা প্রস্তুত করা (বাড়িঘর বানানো, পুতুল বানানো); 2 কল্পনা করা, রচনা করা (গল্প বানানো); 3 প্রতিপন্ন করা, রূপান্তরিত করা, পরিণত করা (বোকা বানানো, ভেড়া বানানো); 4 রান্নার উপযুক্ত করে কোটা (সবজি বানানো, মাংস বানানো); 5 রান্না করা (কোর্মা বানানো)। বিণ. উক্ত সব অর্থে (বাপের পয়সায় বানানো ঘর, বানানো গল্প, নিজের হাতে বানানো কোর্মা)। [বানা দ্র]। 19)
বাষ্প, বাস্প
(p. 602) bāṣpa, bāspa বি. 1 তরল পদার্থের বায়বীয় অবস্হা; 2 ভাপ; 3 ধোঁয়া ('ঘরদ্বার মোর বাষ্পসমান, মন হল সব মিছে': রবীন্দ্র); 4 অশ্রু (বাষ্পপূর্ণ নয়ন, বাষ্পাকুল নয়ন); 5 (আল.) আভাসমাত্র (ব্যাপারটির বাষ্পও জানতাম না)। [সং. √ বাধ্ + প (নি.)]। ̃ পোত বি. বাষ্পচালিত জাহাজ বা স্টিমার। ̃ যান, ̃ রথ, ̃ শকট বি. বাষ্পচালিত গাড়ি; রেলগাড়ি। ̃ স্নান বি. (প্রধানত রোগপ্রতিকারের জন্য) সর্বাঙ্গে গরম ধোঁয়া বা ভাপ প্রয়োগ, vapour bath. বাষ্পাকুল বিণ. অশ্রুপূর্ণ (বাষ্পাকুল নয়ন)। বাষ্পায়ন বি. বাষ্পে পরিণত বা রূপান্তরিত করা। বাষ্পী-ভবন বি. বাষ্পে রূপান্তরিত বা পরিণত হওয়া। বাষ্পীয় বিণ. 1 বাষ্পসংক্রান্ত; 2 বাষ্পচালিত (বাষ্পীয় পোত)। 91)
বিকার1
(p. 605) bikāra1 বি. 1 স্বাভাবিক অবস্হার অন্যথা, বিকৃতি বা বৈগুণ্য, অস্বাভাবিক রূপান্তর বা ভাব (মনোবিকার, চিত্তবিকার); 2 অস্বাস্হ্য, রোগ; 3 ব্যাধির ঘোরে উচ্চারিত প্রলাপ ও মস্তিষ্কবিকৃতি (জ্বরবিকার); 4 বিকৃতি, মন্দ হওয়া, পচ ধরা (আদর্শের বিকার, ধর্মের বিকার); 5 বিকৃতির জন্য অবস্হান্তর (দুধের বিকার দই); 6 পরিবর্তনের ফলে উত্পন্ন বস্তু। [সং. বি + √ কৃ অ]। ̃ গ্রস্ত বিণ. 1 বিকার হয়েছে এমন, বিকৃত; 2 প্রলাপ বকছে এমন। ̃ হীন বিণ. 1 বিকৃতি নেই এমন; 2 (বাং.) নির্লিপ্ত, নির্বিকার, সমস্তরকম মানসিক চাঞ্চল্য বা উত্তেজনা থেকে মুক্ত। বিকারী (-রিন্) বিণ. 1 বিকারযুক্ত; 2 পরিবর্তনশীল। বিকার্য বিণ. 1 বিকারযোগ্য; 2 পরিবর্তনীয়। 94)
বৈপ্লবিক
(p. 644) baiplabika বিণ. 1 বিপ্লবসংক্রান্ত, বিপ্লববিষয়ক (বৈপ্লবিক দিনগুলি, বৈপ্লবিক আদর্শ); 2 সম্পূর্ণ নতুন অবস্হার প্রবর্তনকারী, বিপ্লবসাধক (বৈপ্লবিক রূপান্তর, বৈপ্লবিক পরিবর্তন)। [সং. বিপ্লব + ইক]। 45)
ভূমিকা
(p. 668) bhūmikā বি. 1 মুখবন্ধ, সূচনা (আর ভূমিকা না করে আসল কথাটা বলো) 2 প্রস্তাবনা (বইয়ের ভূমিকা); 3 বেশধারণ; রূপান্তর-পরিগ্রহ; 4 অভিনয়ের অংশ বা চরিত্র (রামের ভূমিকায় অভিনয় করেছে)। [সং. ভূমি + ক + আ]। 35)
রূপান্তর
(p. 747) rūpāntara বি. 1 ভিন্ন রূপ বা মূর্তি বা অবস্হা; 2 ভিন্ন আকৃতি ধারণ, ভিন্ন অবস্হা প্রাপ্তি। [সং. রূপ + অন্তর]। রূপান্তরিত বিণ. ভিন্ন মূর্তি ধারণ করেছে বা ভিন্ন অবস্হা লাভ করেছে এমন।
সমীহ
(p. 808) samīha বি. সম্মানপূর্ণ ব্যবহার, খাতির, সশ্রদ্ধ সংকোচ প্রদর্শন (গুরুজনকে সমীহ করা)। [সং. 'সমীহা' র রূপান্তর]। 137)
হুলু, উলু
(p. 872) hulu, ulu বি. পূজা শুভকর্ম প্রভৃতিতে হিন্দু নারীরা জিহ্বা ও তালুর সাহায্যে যে-শব্দ করে, জোঁকার (হুলুধ্বনি)। [সং. হুলহুলী শব্দের রূপান্তর। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186069
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786349
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027562
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901293
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848252
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us