Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রোমন্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গিলিত
(p. 250) gilita বিণ. গলাধঃকরণ করা হয়েছে এমন; গেলা হয়েছে এমন; ভক্ষিত (গিলিতান্ন)। [সং. √গৃ + ত]। ̃ চর্বণ বি. রোমন্হন, জাবর কাটা, ভক্ষিত বস্তু উগরে পুনরায় মুখের মধ্যে এনে চর্বণ। 10)
চর্বণ
(p. 279) carbaṇa বি. দাঁত দিয়ে চূর্ণ করা বা পেষা, চিবানো। [সং. √চর্ব্ + অন]। চর্বণীয়, চর্ব্য বিণ. চর্বণযোগ্য, চিবিয়ে খেতে হয় এমন; চিবানো যায় এমন। চর্বিত বিণ. 1 চিবানো হয়েছে এমন; 2 ভক্ষিত, খাওয়া হয়েছে এমন। গিলিত-চর্বণ, চর্বিত-চর্বণ বি. 1 ভক্ষিত বস্তু উগরে পুনরায় চর্বণ, জাবর কাটা, রোমন্হন; 2 (আল.) পূর্বে আলোচিত বিষয় নিয়ে পুনরায় আলোচনা, একই বিষয়ের বারবার আলোচনা। 42)
ছাগল
(p. 303) chāgala বি. শিং ও ছোট লেজবিশিষ্ট তৃণভোজী এবং রোমন্হক পশুবিশেষ, অজ, ছাগ। [সং. ছগল + অ]। ছাগলাদ্য ঘৃত নপুংসক ছাগ অর্থাত্ খাসির চর্বিতে প্রস্তুত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। স্ত্রী. ছাগলী।
জাবর
(p. 322) jābara বি. গোরু-মোষের চর্বিতচর্বণ। [জাব দ্র]। জাবর কাটা ক্রি. বি. 1 রোমন্হন করা; 2 (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা। 31)
ভেড়া2
(p. 670) bhēḍ়ā2 বি. তৃণভোজী রোমন্হনকারী ও গায়ে পুরু কোঁচকানো লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণীবিশেষ, মেষ। [সং. ভেড়, ভেড়ক]। ̃ .কান্ত বি. 1 আস্ত বোকা, বোকার সেরা; 2 অতি নিরীহ ও অতিবোকা লোক। ভেড়ি বি. (স্ত্রী.)-ভেড়া। ভেড়ুয়া, ভেড়ো বিণ. বি. 1 ভেড়ার তুল্য কাপুরুষ; 2 স্ত্রৈণ। ভেড়ে বি. বিণ. অপদার্থ বা বোকা লোক; কাপুরুষ; স্ত্রৈণ। 30)
রোঁয়া
(p. 749) rōm̐ẏā বি. 1 লোম (ভালুকের রোঁয়া); 2 তন্তু। [সং. রোমন্]। 36)
রোমন্হ, রোমন্হন
(p. 750) rōmanha, rōmanhana বি. 1 গিলিত বস্তু উদ্গার করে পুনরায় চিবানো, চর্বিতচর্বণ, জাবর কাটা; 2 (আল.) পুরোনো কথা ভাবা (স্মৃতি রোমন্হন)। [সং. রোগ + √ মন্হ্ + অ, অন]। রোমন্হক, রোমন্হিক বি. রোমন্হনকারী পশু অর্থাত্ গবাদি পশু। 34)
রোমাঞ্চ
(p. 750) rōmāñca বি. উত্তেজনা ভয় বিস্ময়াদিহেতু দেহের লোম খাড়া হওয়া, গায়ে কাঁটা দেওয়া, শিহরণ, রোমহর্ষ, পুলক। [সং. রোমন্ + √ অন্চ্ + অ]। ̃ .কর বিণ. রোমাঞ্চজনক, শিহরণ জাগায় এমন, লোমহর্ষক। রোমাঞ্চিত বিণ. রোমাঞ্চযুক্ত, পুলকিত (দেহ রোমাঞ্চিত হওয়া)। স্ত্রী. রোমাঞ্চিতা। 35)
রোমাবলি, লোমাবলি
(p. 750) rōmābali, lōmābali বি. 1 রোমরাজি, রোমসমূহ; 2 নাভির ঊর্ধ্বভাগ পর্যন্ত প্রসারিত উদরের লোমশ্রেণি। [সং. রোমন্ লোমন্ + আবলি]। 37)
রোমোদ্গম, রোমোদ্ভেদ
(p. 750) rōmōdgama, rōmōdbhēda বি. 1 লোম গজানো; 2 লোমহর্ষ। [সং. রোমন্ + উদগম, উদ্ভেদ]। 39)
স্মৃতি
(p. 855) smṛti বি. 1 মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; 2 স্মরণশক্তি; 3 স্মারকচিহ্ন; 4 বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। ̃ কথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। ̃ চারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। ̃ চিহ্ন বি. স্মারকচিহ্ন। ̃ পট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। ̃ পথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। ̃ বার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। ̃ বিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। ̃ বিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। ̃ ভাণ্ডার বি. 1 স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; 2 স্মরণ করে রাখা বিষয়সমূহ। ̃ ভ্রংশ, ̃ লোপ, ̃ হানি বি. স্মরণশক্তিলোপ। ̃ ভ্রষ্ট বিণ. বিস্মৃত। ̃ মান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন। ̃ রক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা। ̃ রোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা। ̃ শক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা। ̃ শাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534927
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140465
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730680
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942880
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883582
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603083

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us