Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লগ্না। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ-মৃত্যু
(p. 34) apa-mṛtyu বি. অস্বাভাবিকভাবে বা অপঘাতে মৃত্যু। [সং. অপ + মৃত্যু]। অপ-মৃত বিণ. অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ('অপমৃত বিধাতার লগ্নভ্রষ্ট প্রেত': সু. দ.)। 118)
অসংগত, অসঙ্গত
(p. 67) asaṅgata, asaṅgata বিণ. সংগত বা যুক্তিযুক্ত নয় এমন, অযৌক্তিক (অসংগত আচরণ); অবান্তর; অন্যায্য (অসংগত দাবি)। [সং. ন + সংগত]। অসংগতি, অসঙ্গতি বি. যুক্তি বা সম্বন্ধের অভাব; অসংলগ্নতা (কথার মধ্যে অসংগতি); (প্রধানত আর্থিক) অভাব, অসচ্ছলতা। 37)
আসক্ত
(p. 108) āsakta বিণ. 1 একান্ত অনুরক্ত বা প্রীত; 2 অতিশয় লিপ্ত; 3 অতিশয় প্রবণতাযুক্ত, নেশাগ্রস্ত (পানাসক্ত)। [সং. আ + √ সনজ্ + ত]। আসক্তি বি. 1 অনুরাগ, অনুরক্তি; 2 লিপ্সা; প্রবণতা; 3 নেশা (পানাসক্তি); 4 লিপ্ততা, সংলগ্নতা; 5 ভোগবাসনা (বিষয়াসক্তি)। 46)
কেন্দ্র
(p. 206) kēndra বি. 1 মধ্যবিন্দু (ভূকেন্দ্র); 2 মূল বা প্রধান স্হান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্হান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্হান; 4 সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান; 5 (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু। [সং. গ্রি. কেন্ত্রন kentron]। ̃ গত বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্হানে অবস্হিত। ̃ বিন্দু বি. প্রধান স্হান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)। ̃ বিমুখ, কেন্দ্রাতিগ বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal. কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal. কেন্দ্রিক বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)। কেন্দ্রিত বিণ. কেন্দ্রগত। কেন্দ্রী (-ন্দ্রিন্) বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত। কেন্দ্রীয় (অপ্র.) কৈন্দ্রিক বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)। কেন্দ্রীভূত বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত। 23)
পরি-পৃক্ত
(p. 499) pari-pṛkta বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 আর্দ্র, সিক্ত, saturated (বি.প.); 3 সম্পূর্ণরূপে লগ্ন, সংযুক্ত। [সং. পরি + √ পৃচ্ + ত]। পরি-পৃক্তি বি. 1 সম্পর্ক; সংলগ্নতা; 2 মিশ্রণ; 3 আর্দ্রতা, সিক্ততা। 6)
বিনি-যুক্ত
(p. 618) bini-yukta বিণ. 1 নিযুক্ত (চাকুরিতে বিনিযুক্ত); 2 প্রেরিত; 3 অর্পিত; 4 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা লগ্নি করা হয়েছে এমন। [সং. বি + নিযুক্ত]। 4)
ব্যাংক
(p. 648) byāṅka বি. টাকা গচ্ছিত রাখার ও লগ্নির প্রতিষ্ঠানবিশেষ। [ইং. bank]। 51)
লগন
(p. 753) lagana বি. লগ্ন -র কথ্য রূপ (বিয়ের লগন)। ̃ সা বি. যে সময়ে নানান উত্সব-অনুষ্ঠানের লগ্ন নির্দিষ্ট আছে (লগনসার সময় জিনিসপত্রের দাম তো বাড়বেই)। [সং. লগ্নসময়]। ̃ .চাদা বিণ. সৌভাগ্যবান (লগনচাঁদা ছেলে)। 34)
লগ্ন1
(p. 753) lagna1 বিণ. 1 সংযুক্ত, সংসক্ত (কণ্ঠলগ্ন); 2 আসক্ত। [সং. √ লগ্ + ত]। স্ত্রী. লগ্না। 39)
লগ্ন2
(p. 753) lagna2 বিণ. (জ্যোতিষ) 1 রাশির উদয়কাল; 2 সূর্যের রাশিসংক্রমণের মুহুর্ত; 3 উপযুক্ত বা শুভ সময় (বিয়ের লগ্ন)। [সং. √ লগ্ + ত]। ̃ .পত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে। ̃ .ভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন। স্ত্রী. ̃ .ভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)। লগ্নাচার্য বি. দৈবজ্ঞ, জ্যোতিষী। 40)
লগ্নি
(p. 753) lagni বি. সুদে টাকা খাটানো (টাকা লগ্নি করা)। বিণ. লগ্নি করা হয়েছে এমন (লগ্নি টাকা)। [তু. বাং. লাগানো সং. লগ্ন]। লগ্নী-করণ বি. লগ্নি করা। 41)
শেয়ার
(p. 784) śēẏāra বি. 1 অংশ, ভাগ (সম্পত্তিতে তারও শেয়ার আছে); 2 ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বা লগ্নির অংশ। [ইং. share]। ̃ মার্কেট বি. ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বিক্রয়ের বাজার; ফাটকা-বাজার। 22)
সংযুক্ত
(p. 795) saṃyukta বিণ. 1 সংযোগবিশিষ্ট; 2 মিলিত, একত্রীকৃত; 3 মিশ্র; 4 সংলগ্ন (সংযুক্ত ব্যঞ্জনবর্ণ)। [সং. সম্ + যুক্ত]। সংযুক্তি বি. 1 সংলগ্নতা; 2 সম্পর্ক; 3 মিলন (দুই বাংলার সংযুক্তি), merger. 20)
সংযোগ
(p. 795) saṃyōga বি. 1 মিলন; 2 সংলগ্নতা; 3 মিশ্রণ; 4 সম্পর্ক, যোগাযোগ। [সং. সম্ + যোগ]। সংযোগী (-গিন্) বিণ. সংযোগবিশিষ্ট। 21)
সংসক্ত
(p. 796) saṃsakta বিণ. 1 আসক্ত (রাজনীতিতে সংসক্ত); 2 সংলগ্ন (পরস্পর-সংসক্ত); 3 সম্পৃক্ত, বিশেষভাবে সম্পর্কিত, সংযুক্ত বা জড়িত। [সং. সম্ + √ সন্জ্ + ত]। সংসক্তি বি. 1 আসক্তি; 2 সংলগ্নতা; 3 (বিজ্ঞা.) আকর্ষণশক্তিবিশেষ যার প্রভাবে পরমাণুসমূহ পরস্পর সংলগ্ন থাকে, cohesion. (বি. প.)। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943152
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us