Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লাজভয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশ্ব
(p. 67) aśba বি. 1 শিলা, প্রস্তর, পাথর; 2 শিলাজতু, bitumen; 3 পর্বত। [সং. √ অশ্ + মন্]। ̃ ক বি. 1 দক্ষিণ ভারতের প্রাচীন জাতিবিশেষ; 2 দক্ষিণ ভারতের প্রাচীন দেশ। ̃ জ বিণ. পাহাড়ে জাত বা উত্পন্ন। বি. লোহা। ̃ .মন্ডল বি. পৃথিবীর প্রস্তরময় স্তর, lithosphere (বি. প.)। ̃ র বিণ. প্রস্তরময়, পাথুরে। ̃ রী বি. পাথুরিরোগ। অশ্বী-ভবন বি. পাথরে পরিণত হওয়া। অশ্বী-ভূত বিণ. পাথরে পরিণত, শিলীভূত, fossilized. 5)
আভীর
(p. 99) ābhīra বি. আহির, গোয়ালাজাতিবিশেষ। [সং. আ + ভী + √রা + অ; তু. হি. অহীর]। বি. (স্ত্রী.) আভীরী, আভীরা, আভীরিণী। ̃পল্লি বি. যে পল্লিতে আভীররা বাস করে, গোয়ালপাড়া। 48)
ইয়ারিং
(p. 114) iẏāri বি. কানের বালাজাতীয় গয়নাবিশেষ। [ইং. earring]। 59)
কাবা1
(p. 181) kābā1 বি. আলখাল্লাজাতীয় মুসলমানি জামাবিশেষ। [আ. ক'বা]। 70)
কালাজিন
(p. 186) kālājina বি. কৃষ্ণসারের চামড়া। [সং. কাল3 + অজিন]। 41)
খাদা
(p. 226) khādā বি. 1 জমির পরিমাণবিশেষ, 16 বিঘা; 2 কাঠের বা পাথরের তৈরি গামলাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]। 34)
গোপ
(p. 256) gōpa বি. 1 গোয়ালা জাতি; গোপালক; 2 (পৃথিবীর পালক) অর্থে) রাজা; 3 ভূম্যধিকারী। [সং. গো (গোরু, পৃথিবী, ভূমি) + √পা + অ]। ̃ নারী বি. গোয়ালাজাতীয়া নারী। 88)
গোপা
(p. 256) gōpā বি. 1 গোয়ালাজাতীয়া স্ত্রীলোক, গোপিনী; 2 গয়লানি; 3 বুদ্ধদেবের পত্নী। [সং. গো + √পা + অ + আ]। 91)
চিলমচি
(p. 290) cilamaci বি. খাওয়ার পর হাত-মুখ ধোয়ার জন্য গামলাজাতীয় পাত্রবিশেষ। [তুর. চিলম্চী]। 53)
জলা
(p. 312) jalā বি. জলময় নিম্নভূমি, বিল। বিণ. জলময় ও নিচু; জলে ডুবে থাকে এমন (জলাভূমি, জলাজায়গা)। [সং. জল + বাং. আ]। ̃ ভূমি বি. নিচু জলা জায়গা। 158)
ডহর
(p. 354) ḍahara বি. 1 দহ, খাল; 2 জলাজমি; 3 গভীর গর্ত; 4 জাহাজের খোল। বিণ. গভীর (ডহরপানি)। [হি. ডহর (=জলাশয়)]। 25)
তিন
(p. 375) tina বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তিন্ন]। ̃ কাল বি. শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)। ̃ কুল বি. পিতৃবংশ, মাতৃবংশ ও শ্বশুরবংশ (তার তিনকুলে কেউই নেই)। তিন লাফে ক্রি-বিণ. (আল.) অতি দ্রুত, সাততাড়াতাড়ি। ̃ সন্ধ্যা - ত্রিসন্ধ্যা -র অনুরূপ। তিনাঞ্জলি, (প্রা. বাং.) তিনাঞ্জলী বি. তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ ('আজি লাজক দিআ তিনাঞ্জলি': শ্রীকৃ.)। [তু. তিলাঞ্জলি]। 127)
তেজা, ত্যজা
(p. 375) tējā, tyajā ক্রি. (কাব্যে) ত্যাগ করা ('রোষে লাজভয় তাজি': মধু.)। [বাং. √ তেজ্ (সং. √ তাজ্) + আ]। তেজই (ব্রজ.) ক্রি. ত্যাগ করে। তেজলি (ব্রজ.) ক্রি. ত্যাগ করল। তেজলু, তেজলুঁ ক্রি. (ব্রজ.) ত্যাগ করলাম। তেজাব ক্রি. (ব্রজ.) ত্যাগ করব। 276)
থুতু, থুথু
(p. 394) thutu, thuthu বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল। [সং. থুত্]। 10)
পুঁটে
(p. 523) pun̐ṭē বি. 1 বালাজাতীয় গয়নার মুখ; 2 ঘুণ্টি। বিণ. খুব ছোটো (পুঁটে পেরেক)। [দেশি]। 26)
বাউটি
(p. 590) bāuṭi বি. মণিবন্ধে পরিধেয় বালাজাতীয় অলংকারবিশেষ। [সং. বাহু + প্রাকৃ. টী]। 21)
বাটি1
(p. 596) bāṭi1 বি. কানা-উঁচু ছোটো পাত্রবিশেষ, হাতলবিহীন পেয়ালাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]। বাটি চালা ক্রি. বি. চোর বা অন্যপ্রকার অজ্ঞাত অপরাধীকে শনাক্ত করার বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে গতিবিশিষ্ট করা অর্থাত্ চালিয়ে দেওয়া, চোরাই জিনিসের হদিশ করার জন্য মন্ত্রবলে বাটি চালিয়ে দেওয়া। 12)
বেসিন
(p. 642) bēsina বি. 1 নদীর অববাহিকা; 2 মুখ ধোয়ার গামলাজাতীয় পাত্রবিশেষ। [ইং. basin]। 54)
মোসম্বি, মোসাম্বি
(p. 719) mōsambi, mōsāmbi বি. কমলাজাতীয় লেবুবিশেষ। [দেশি ?]। 36)
রুলি
(p. 747) ruli বি. বালাজাতীয় হাতের গহনাবিশেষ। [হি. রোলি]। 11)
রেশম
(p. 749) rēśama বি. 1 গুটিপোকার লালাজাত তন্তু; 2 তা থেকে প্রস্তুত সুতো (রেশমবস্ত্র)। [ফা. রেশম্]। ̃ .কীট বি. তুঁতপোকা। ̃ .রেশমি বিণ. রেশম সুতোয় তৈরি। 24)
লা-জবাব
(p. 759) lā-jabāba বিণ. 1 তুলনাহীন, অপূর্ব; 2 নিরুত্তর।[ফা. লাজওয়াব্]। 4)
লাজ-বন্তি
(p. 759) lāja-banti বি. সংগীতের রাগিণীবিশেষ।[হি. লাজবন্তী]। 3)
লাজ2
(p. 759) lāja2 বি. খই; ভাজা ধান [সং. √ লাজ্ + অ]। ̃ .বর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো। লাজাঞ্জলি বি. 1 মুঠো-ভরতি খই; 2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি। 2)
শমি
(p. 769) śami বি. বাবলাজাতীয় গাছবিশেষ, শাঁই গাছ যার কাঠ দিয়ে যজ্ঞাগ্নি জ্বালানো হয়। [সং. √ শম্ + ই]। 50)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614791
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227947
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839917
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098976
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916375
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856870
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719492
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us