Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লেখ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুল্লেখ
(p. 31) anullēkha বি. উল্লেখ না করা বা না থাকা, উল্লেখের অভাব। [সং. ন + উল্লেখ]। 18)
আলেখ্য
(p. 106) ālēkhya বি. ছবি. অঙ্কিত চিত্র (আলেখ্যদর্শন); অঙ্কিত প্রতিমূর্তি। [সং. আ + √লিখ্ + য]। 54)
উল্লেখ
(p. 139) ullēkha বি. 1 প্রসঙ্গত কোনো বিষয় সম্পর্কে উক্তি বা কথন; বর্ণন; 2 অর্থালংকারবিশেষ, allusion. [সং. উদ্ + √ লেখ্ + অ]। ̃ ন বি. উল্লেখ করা, কথন। উল্লেখনীয়, উল্লেখ্য বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য। ̃ যোগ্য বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত। 3)
এক
(p. 142) ēka বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ̃ ক বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ̃ কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ̃ কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ̃ কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ̃ খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ̃ গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ̃ গাছা, ̃ গাছি বি. একটি. একখানা। ̃ গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ̃ গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ̃ গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ̃ ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ̃ ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ̃ চক্ষু, (বর্জি.) ̃ চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ̃ চত্বারিংশত্ (কথ্য) ̃ চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ̃ চর বি. গণ্ডার। বিণ. একাকী বিচরণ করে এমন। ̃ চালা বি. একটি চালাযুক্ত ঘর। বিণ. একটি চালাযুক্ত। ̃ চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ̃ চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ̃ চেটিয়া, ̃ চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ̃ চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ̃ চোখোমি বি. পক্ষপাতিত্ব। ̃ চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ̃ চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ̃ ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ̃ জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ̃ জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ̃ টা, ̃ টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটাকিছু গোলমাল আছে এখানে)। বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ̃ টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ̃ টু, ̃ টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ̃ তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ̃ তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ̃ তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ̃ তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ̃ তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ̃ তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ̃ তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ̃ তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল, ̃ তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ তিল-তিল দ্র। ̃ ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ̃ ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত। ̃ ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ̃ ত্রিংশ বিণ. 31 সংখ্যক। &tilde ; ত্রিংশত্ (কথ্য) ̃ ত্রিশ বি. 31 সংখ্যা। ̃ ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ̃ দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ̃ দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ̃ দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ̃ দৃষ্টি বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। বি. একনজর। ̃ দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ̃ দেশ বি. এক অংশ। ̃ দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ̃ ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ̃ নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ̃ নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ̃ নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ̃ নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ̃ নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ̃ নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy. ̃ নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ̃ নিষ্ঠতা। ̃ নিষ্ঠা। ̃ পঞ্চাশত্ বি. 51 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ̃ পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ̃ পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ̃ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ̃ পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ̃ পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ̃ পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ̃ প্রস্হ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)। ̃ বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ̃ বর্গা, ̃ বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ̃ বর্ণ বিণ. একরঙা। বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ̃ বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ̃ বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ̃ বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ̃ বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ̃ বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ̃ ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ̃ মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ̃ মনা (বর্জি.) ̃ মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ̃ মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ̃ মাত্র বিণ. কেবল একটি। ̃ মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ̃ মুঠ, ̃ মুঠো, ̃ মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ̃ মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ̃ মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ̃ যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ̃ রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ̃ রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ̃ রতি, ̃ রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ̃ রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ̃ রূপ বিণ. একরকম এর অনুরূপ। ̃ রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ̃ লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)। ̃ লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ̃ শত, ̃ শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ̃ শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ̃ শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ̃ শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ̃ শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ̃ সহস্র, ̃ হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ̃ হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ̃ হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা। 17)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কলমচি
(p. 169) kalamaci বি. 1 লিপিকর, scribe; 2 শ্রুতিলেখক, শুনে শুনে যে লেখে। [ফা. কলম্চী]। 57)
গণ্য
(p. 239) gaṇya বিণ. 1 গণনীয়, গণনার যোগ্য (অগণ্য); 2 গ্রাহ্য, স্বীকৃত (পণ্ডিত বলে গণ্য, মূল্যবান বলে গণ্য); 3 বিবেচ্য; 4 উল্লেখের যোগ্য। [সং. √গণ্ + য]। ̃ মান্য বিণ. সম্ভ্রান্ত; বিশেষরূপে মান্য। 4)
গল্প
(p. 244) galpa বি. 1 কাহিনি, উপকথা (তিনি গল্প লেখেন); 2 কথাবার্তা, আলাপ (তাঁরা গল্পে মত্ত) ; 3 অতিরঞ্জিত বর্ণনা, আতিশয্যমূলক বর্ণনা (এ তোমার গল্প, এ কি আর সত্যি হতে পারে?)। [তু-সং. জল্প]। গল্প করা ক্রি. বি. ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলা; আড্ডা দেওয়া। গল্প গেলা ক্রি. বি. তন্ময় হয়ে গল্প শোনা। ̃ গুজব, ̃ সল্প বি. কথাবার্তা, আলাপ। গল্পে, (কথ্য) গপ্পে বিণ. গল্পবাজ, যে গল্প করতে ভালোবাসে। 15)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
ছবি2
(p. 301) chabi2 বি. চিত্রিত মূর্তি, প্রতিমূর্তি; আলেখ্য। [আ. শবীহ্-তু. আ. তস্বীর]। 44)
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
দেবী
(p. 421) dēbī বি. 1 দেব -এর স্ত্রীলিঙ্গ; 2 দুর্গা, ভগবতী, পরমেশ্বরী, আদ্যাশক্তি; 3 মহিলাদের বিশেষত প্রণম্যাদের নাম বা সম্পর্ক উল্লেখের পরে প্রযোজ্য সম্মানসূচক শব্দ (মাতৃদেবী, বাসন্তীদেবী)। [স. দেব +ঈ]। ̃ পক্ষ বি. মহালয়ার পর প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে পক্ষকালে দেবী দুর্গার পূজা হয়। ̃ পুরাণ বি. চণ্ডীমাহাত্ম্য সম্বন্ধীয় উপপুরাণবিশেষ। ̃ মাহাত্ম্য বি. মার্কণ্ডের পুরাণের যে অংশে চণ্ডিকাদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডী। ̃ সূক্ত বি. মহালক্ষ্মীদেবীর স্তুতিরূপ মন্ত্র। 15)
পুতুল
(p. 523) putula বি. (প্রধানত খেলার সামগ্রীরূপে নির্মিত) মানুষ ও জীবজন্তুর প্রতিমূর্তি; (ব্যঙ্গে) প্রতিমা (পুতুলপূজা)। [সং. পিত্তল]। ̃ খেলা বি. পুতুল নিয়ে খেলা; (আল.) ছেলেখেলা, অতি সহজ বা অকিঞ্চিত্কর ব্যাপার। ̃ নাচ বি. খেলাবিশেষ বা নাটকাভিনয় যাতে আড়াল থেকে সুতোয় টান মেরে এমনভাবে পুতুলগুলিকে নাচানো হয় যে তাদের জীবন্ত মনে হয়। 51)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বিশেষণ
(p. 627) biśēṣaṇa বি. 1 গুণ নির্দেশ ('বিশেষণে সবিশেষ কহিবারে পারি': ভা. চ.); 2 বিশেষিতকরণ; 3 বিশেষ ধর্ম বা চিহ্ন; 4 (ব্যাক.) বিশেষ্য বা সর্বনামের গুণ অথবা অবস্থা নির্দেশক পদ। [সং. বি + √ শিষ্ + অন]। বিশেষিত বিণ. বিশেষণ বা বিশেষ গুণোল্লেখের দ্বারা নির্দিষ্ট; পৃথক্কৃত। 13)
মুত-ফরাক্কা
(p. 710) muta-pharākkā বিণ. 1 বিবিধ; 2 নগণ্য। বি. বিশেষ উল্লেখের যোগ্য নয় এমন বিবিধ দ্রব্য। [আ. মুত্ফর্রিক্]। 38)
লিখিয়ে
(p. 760) likhiẏē বিণ. বি. 1 লেখে এমন; 2 লেখক, রচনাকারী; 3 লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া ইয়ে]। 41)
লিপি
(p. 760) lipi বি. 1 চিঠি, পত্র; 2 লিখন (বিধিলিপি); 3 অক্ষর, ভাষার লেখ্যরূপ, বর্ণমালা (দেবনাগরী লিপি, ব্রাহ্মীলিপি) [সং. √ লিপ্ + ই]। ̃ .কর, ̃ .কার বি. 1 নকলবিশ; 2 লেখক। ̃ .কর-প্রমাদ বি. লেখার ভুল; নকলনবিশের লেখার ভুল। ̃ কা বি. ক্ষুদ্র পত্র; পত্র। ̃ .কুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ। ̃ .কৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা। ̃ .চাতুর্য বি. পত্রাদি রচনায় পটুতা। ̃ .বদ্ধ, ̃ .ভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)। 51)
লিপ্যন্তর
(p. 760) lipyantara বি. এক ভাষার লিপি বা লেখ্যরূপকে অনয ভাষার লিপিতে বা অন্য লিপিতে লিখন, transliteration [সং. লিপি + অন্তর]। লিপ্যন্তরিত বিণ. লিপ্যন্তর করা হয়েছে এমন। 53)
লেখক
(p. 763) lēkhaka বি. 1 লিপিকার, যে লেখে বা নকল করে; 2 গ্রন্হাদির রচয়িতা। [সং. √ লিখ্ + অক]। স্ত্রী. লেখিকা। 5)
লেখ্য
(p. 763) lēkhya বিণ. 1 লিখতে হবে বা লেখা উচিত এমন; 2 লেখার যোগ্য; 3 শুধু লেখার জন্যই ব্যবহৃত হয় অর্থাত্ কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। বি. 1 লিখিত পত্র বা চিত্র (তু. আলেখ্য); 2 দলিল। [সং. √ লিখ্ + য]। 15)
লেখ্যোপ-করণ
(p. 763) lēkhyōpa-karaṇa বি. কাগজ কলম দোয়াত কালি প্রভৃতি লেখবার সরঞ্জাম। 16)
লৈখিক
(p. 764) laikhika বিণ. লেখা-সম্বন্ধীয়, লেখ্য, লিখিত (লৈখিক পরীক্ষা, লৈখিক ভাষা)। [সং. লেখা + ইক]। 27)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140647
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730952
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us