Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শাড়িটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্চল
(p. 8) añcala বি. 1 শা়ড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল ('করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল': রবীন্দ্র); 2 প্রান্তভাগ ('নয়নক অঞ্চল': ভা. চ.); 3 কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]। ̃ নিধি বি. 1 যে মূল্যবান সম্পদকে আঁচলে ঢেকে সংরক্ষিত করতে হয়; 2 (আদরে) সন্তান বা পুত্র; 3 স্বামী। ̃ প্রভাব বি. স্ত্রীর প্রভুত্ব। 136)
কলপ
(p. 169) kalapa বি. 1 পাকা চুল কালো করবার রং; 2 মাড় (শাড়ির পাড়ে কলপ দেওয়া)। [আ. কলফ্]। 50)
কাতান বেনারসি
(p. 181) kātāna bēnārasi বি. বেনারসি শাড়িবিশেষ। [দেশি কাতান + বাং.বেনারস + ই]। 5)
কোটা2
(p. 209) kōṭā2 বি. 1 মিহি বস্ত্রবিশেষ; 2 মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) সং. কোষ্ট]।
খোল2
(p. 234) khōla2 বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]। 32)
গুল-বাহার
(p. 253) gula-bāhāra বি. বুটিদার শাড়িবিশেষ। [ফা. গুলবাহার]। 46)
জমি
(p. 312) jami বি. 1 ভূমি (জমিতে পড়ে আছে); 2 কৃষিক্ষেত্র (চাষের জমি); 3 ভূ-সম্পত্তি (সমস্ত জমি ক্রোক হয়েছে); 4 ভূতল, ভূপৃষ্ঠ (সর্বত্র বন্যার জল, কোথাও জমি দেখা যায় না); 5 বস্ত্রাদির বুনুনি (শাড়ির জমি)। [ফা. জমীন্]। ̃ জমা বি. ভূ-সম্পত্তি। ̃ জিরাত, ̃ জিরেত বি. চাষবাসের উপযুক্ত জমি; কৃষিজমি। ̃ দার বি. জমির মালিক, ভূস্বামী। ̃ দারি বি. 1 জমিদারের পদ; 2 জমিদারের সম্পত্তি (এত বড় জমিদারি সামলায় কে?); 3 (আল.) দাপট, খবরদারি, মাতব্বরি (এখানে তোমার জমিদারি মানব না)। বিণ. 1 জমিদারসংক্রান্ত (জমিদারি কায়দা); 2 জমিদারিসংক্রান্ত (জমিদারি আয়)। 113)
তাঞ্চোই
(p. 373) tāñcōi বি. সূক্ষ্ম কারুকার্যময় শাড়িবিশেষ।[তু. ফা. তন্জেব (তনু শোভনকারী সূক্ষ্ম বস্ত্রবিশেষ)]। 37)
নীবি
(p. 475) nībi বি. 1 (প্রধানত স্ত্রীলোকের) কটিবন্ধন, কোমরের কাছে পরিধেয় বস্ত্রের গিঁট বা বাঁধন; 2 মূলধন, পুঁজি। [সং. নি + √ ব্যে + ই]। ̃ বন্ধ বি. স্ত্রীলোকের কোমরের শাড়ির বাঁধন ('তনু দেহে রক্তাম্বর নীবিবন্ধে বাঁধা': রবীন্দ্র)। 83)
পরি-হিত
(p. 502) pari-hita বিণ. পরিধান করা হয়েছে এমন (নববেশ পরিহিত); সজ্জিত। [সং. পরি + √ ধা + ত]। স্ত্রী. পরি-হিতা (মেঘনীল শাড়িপরিহিতা)। 8)
পেটি-কোট
(p. 532) pēṭi-kōṭa বি. (শাড়ির নীচে পরিধেয়) স্ত্রীলোকের অন্তর্বাসবিশেষ, কোমর থেকে গোড়ালি পর্যন্ত ঝুলবিশিষ্ট অন্তর্বাস, শায়া। [ইং. petticoat]। 8)
ফাঁসা
(p. 563) phām̐sā ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া ('পেটটি যাবে ফেঁসে': রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ̃ নো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। বিণ. উক্ত সব অর্থে।
বর্ডার
(p. 580) barḍāra বি. 1 প্রান্ত (শাড়ির বর্ডার); 2 সীমান্ত (ভারতপাকিস্তান বর্ডার)। [ইং. border]। 96)
বহর
(p. 580) bahara বি. 1 পোত নৌকা জাহাজ প্রভৃতির শ্রেণি (নৌবহর); 2 জলযানসমূহ, fleet; 3 সৈন্যদল ('ঘরে ফেরে পোলিশ বহর': বিষ্ণু); 4 প্রস্হ (ধুতির বহর, শাড়িটা বহরে ছোটো); 5 বাহার, ঘটা (রূপের বহর)। [আ. বহ্র্]। 234)
বাদলা2
(p. 598) bādalā2 বি. জরির সুতো (শাড়িতে বাদলার কাজ)। [হি. বাদলা]। 13)
বালু-চরি
(p. 602) bālu-cari বি. বিণ. সূক্ষ্ম কারুকার্যখচিত জমকালো সিল্কের শাড়িবিশেষ। [বাং. বালুচর + ই]। 84)
বাহার
(p. 605) bāhāra বি. 1 শোভা, সৌন্দর্য, মনোহারিতা (শাড়ির বাহার, পোশাকের বাহার); 2 সংগীতের রাগিণীবিশেষ। [ফা. বহার্]। বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)। বাহারে বিণ. সুন্দর; জমকালো। 42)
বেগম
(p. 633) bēgama বি. মুসলমান রানি বা সম্ভ্রান্ত মহিলা। [তুর. বেগ্ম্]। ̃ পুরি বি. তাঁতের শাড়িবিশেষ। ̃ বাহার বি. বাহারি তাঁতের শাড়িবিশেষ। ̃ সাহেবা বি. সম্ভ্রান্ত মুসলমান মহিলাকে সম্বোধনবিশেষ। 125)
ম্যাট-ম্যাট
(p. 721) myāṭa-myāṭa বি. নিষ্প্রভতা বা অনুজ্জ্বলতার ভাব (শাড়ির রংটা ম্যাটম্যাট করছে)। [ধ্বন্যা.]। ম্যাট-মেটে বিণ. ম্যাটম্যাট করছে এমন, অনুজ্জল। 18)
শায়া
(p. 773) śāẏā বি. স্ত্রীলোকের শাড়ির নীচে পরিধেয় অন্তর্বাসবিশেষ, পেটিকোট। [পো. saia]। 82)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534984
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140514
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730758
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942951
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us