Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিকারি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষটি
(p. 4) akṣaṭi (অপ্র.) বি. শিকারি, ব্যাধ। [সং. আখেটিক়]। 26)
আখেটক, আখেটিক
(p. 82) ākhēṭaka, ākhēṭika বি. ব্যাধ, শিকারি। [সং. আ + √ খিট্ + অক]। আখেটি বি. ব্যাধ। [তু. হি. আখেটী] 30)
আহিড়ি
(p. 111) āhiḍ়i বি. ব্যাধ; শিকারি। [আহেরিয়া দ্র]। 23)
ইগল
(p. 113) igala বি. মজবুত ও তীক্ষ্ণ ঠোঁট ও নখযুক্ত বড় শিকারি পাখিবিশেষ। [ইং. eagle]। 22)
উত্-ক্রোশ
(p. 123) ut-krōśa বি. 1 ইগলজাতীয় বড় শিকারিপাখি; 2 কুরর বা কুরল পাখি; 3 চিত্কার। [সং. উত্ + √ ক্রুশ্ + অ]। 13)
উপ-শয়
(p. 133) upa-śaẏa বি. 1 শিকারির লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত গর্ত। 2 শোয়া, শয়ন; 3 পথ্যের সাহায্যে রোগের উপশম। [সং. উপ + √ শী + অ]। উপ-শয়ী, উপ-শায়ী বিণ. শুয়ে আছে এমন ('মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা-সনে': সু.দ.)। 60)
কাবারি, কাবাড়ি
(p. 181) kābāri, kābāḍ়i বি. 1 মাংসবিক্রেতা; 2 শিকারি; 3 বাঁশের বাখারি। [সং. কর্বট]। 76)
চিল
(p. 290) cila বি. বাঁকা মজবুত ঠোঁট ও তীক্ষ্ণ নখযুক্ত শিকারি মাংসাশী পাখিবিশেষ। [সং. চিল্ল]। 51)
জেলে, জেলিয়া
(p. 327) jēlē, jēliẏā বি. ধীবর, মত্স্যশিকারি, মত্স্যব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ। [সং. জাল2 + বাং. ইয়া এ]। স্ত্রী. জেলেনি। ̃ ডিঙি বি. জেলেদের ব্যবহৃত মাছ ধরার ছোট নৌকা। 85)
ডাল-কুত্তা
(p. 355) ḍāla-kuttā বি. ইয়োরোপীয় শিকারি কুকুরবিশেষ, গ্রে-হাউণ্ড। [হি.]। 44)
প্রসহ
(p. 552) prasaha বি. কাক চিল শকুন প্যাঁচা ইত্যাদি শিকারি পাখি। [সং. প্র + √ সহ্ (=সহ্য করা) + অ]। 4)
বাঘ
(p. 591) bāgha বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ̃ ছড়া, ̃ ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ̃ নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ̃ বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল। 76)
বাজ৩
(p. 595) bāja3 বি. বাঁকা, ঠোঁট ও ধারালো নখযুক্ত শিকারি পাখিবিশেষ, শ্যেন। [ফা. বাজ]। ̃ বহরি, ̃ বৈরি বি. বৃহদাকার বাজবিশেষ। 9)
ব্যাধ
(p. 651) byādha বি. 1 শিকারি জাতিবিশেষ; 2 পশুপাখি-বধকারী। [সং. √ ব্যধ্ + অ]। স্ত্রী. ব্যাধিনী। 5)
লক্ষ্য
(p. 753) lakṣya বিণ. 1 দর্শনযোগ্য, দেখার বা লক্ষ করার যোগ্য; 2 জ্ঞে য়; 3 অনুমেয়; 4 লক্ষণাশক্তির দ্বারা বোধ্য (লক্ষ্য অর্থ, লক্ষ্যার্থ); 5 অভিপ্রেত, উদ্দিষ্ট (লক্ষ্যবস্তু)। বি. 1 অভিপ্রেত বা কাম্য বস্তু (চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য); 2 মনোযোগের বিষয়; 3 নজর, দৃষ্টি, উদ্দেশ্য (তাকে লক্ষ্য করে বলা, শিকারি হরিণকে লক্ষ্য করে এগোচ্ছে); 4 তাক, নিশানা (সকলের বিদ্রুপের লক্ষ্য)। [সং. √ লক্ষ্ + য]। ̃ .চ্যুত, ̃.ভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন। ̃ .বেধ, ̃. ভেদ বি. নিশানা বা লক্ষ্যবস্তু বিদ্ধ করা। ̃ .হীন বিণ. উদ্দেশ্যহীন। 29)
শবর
(p. 769) śabara বি. ব্যাধ, কিরাত, ভারতের প্রাচীন শিকারি জাতিবিশেষ। [সং. শব + √ রা + অ]। স্ত্রী. শবরী। শবরীর প্রতীক্ষা 1 রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; 2 (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা। 43)
শাকুন
(p. 773) śākuna বি. পশুপক্ষীর রবদ্বারা মানুষের শুভাশুভ নির্ধারণের শাস্ত্র। বিণ. 1 শকুনজ্ঞ, উক্ত শাস্ত্রে পারদর্শী; 2 পক্ষীসম্বন্ধীয়। [সং. শকুন + অ]। শাকুনিক বি. 1 পাখিশিকারি ব্যাধ; 2 শকুনজ্ঞ ব্যক্তি; 3 শকুনিসমূহ। 38)
শিকার
(p. 776) śikāra বি. 1 অস্ত্রাদির সাহায্যে স্বাধীনভাবে বিচরণকারী জীবজন্তু হত্যা, মৃগয়া; 2 মৃগয়ালব্ধ প্রাণী (সারাদিনে একটিও শিকার জুটল না); 3 (আল.) হত্যা লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য, নিরীহ ব্যক্তি, victim (গুণ্ডামির শিকার)। [ফা. শিকার্]। শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে। 52)
শ্বাপদ
(p. 786) śbāpada বি. 1 (মূলত) যার পা কুকুরের পায়ের মতো; 2 শিকারি বা মাংসাশী হিংস্র পশু (শ্বাপদসংকুল অরণ্য)। [সং. শ্বন্ + পদ]। ̃ সংকুল, ̃ সমাকীর্ণ বিণ. হিংস্র জন্তুতে পূর্ণ। 33)
হস্তী
(p. 862) hastī বি. শুঁড়বিশিষ্ট অতিকায় নিরামিষাশী জন্তুবিশেষ, হাতি, গজ, করী, মাতঙ্গ। [সং. হস্ত + ইন্]। স্ত্রী. হস্তিনী। হস্তী-দন্ত বি. হাতির দাঁত। হস্তিপ, হস্তী-পক বি. হস্তীপালক, মাহুত। হস্তী-মদ বি. হাতি খেপলে তার গণ্ডদেশ শুঁড় ইত্যাদি থেকে যে জল ক্ষরিত হয়। হস্তী-মূর্খ বিণ. আকাট মূর্খ। হস্তী-শালা বি. হাতির আস্তাবল, পিলখানা। হস্ত্যশ্ব বি. হাতি ও ঘোড়া। হস্ত্যজীব বি. হাতিব্যবসায়ী; হস্তীপালক, হাতিশিকারি। হস্ত্যায়ুর্বেদ বি. হাতির চিকিত্সা সম্বন্ধীয় শাস্ত্র। হস্ত্যারোহ বি. 1 হাতির পিঠে আরোহী ব্যক্তি; 2 মাহুত। হস্ত্যারোহী (-হিন্) বিণ. হাতির পিঠে আরূঢ়। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577674
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185354
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026248
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901049
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620031

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us