Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শোভিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্কিত
(p. 8) aṅkita বিণ. 1 চিহ্নিত; দাগ-দেওয়া; 2 শোভিত; 3 চিত্রিত; 4 গ্রথিত। [সং. √অঙ্ক্+ত]। 28)
অব-দাত
(p. 44) aba-dāta বি. সাদা রং, শ্বেত বর্ণ। বিণ. 1 সাদা; 2 শোভিত; 3 নির্মল। [সং. অব + √ দা + ত]। 17)
অশোভন
(p. 66) aśōbhana বিণ. শোভা পায় না এমন; মানায় না এমন, বেমানান (অশোভন আচরণ); সুদৃশ্য বা সুসজ্জিত নয় এমন। [সং. ন + শোভন]। স্ত্রী. অশোভনা। ̃ তা বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি। অশোভিত বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন। 15)
কিরীট
(p. 190) kirīṭa বি. মুকুট, শিরোভূষণ। [সং. √ কৃ + ঈট]। কিরীটী (-টিন্) বিণ. মুকুটধারী। বি. অর্জুন। কিরীটিনী বিণ. (স্ত্রী.) 1 মুকুটধারিণী; 2 যার ঊর্ধ্বদেশ মণ্ডিত বা শোভিত ('শুভ্রতুষারকিরীটিনী': রবীন্দ্র)। 34)
কুমুদ, (কাব্যে) কুমুদী
(p. 198) kumuda, (kābyē) kumudī বি. 1 লালপদ্ম; 2 শ্বেতপদ্ম; 3 শালুক, সুঁদি; 4 দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ। [সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]। কুমুদ-নাথ, কুমুদ-বান্ধব বি. চাঁদ। কুমুদ-বতী, কুমুদ্বতী বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)। কুমুদিনী বি. 1 কুমুদের ঝাড়; 2 কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী। কুমুদ্বান (দ্বত্) বিণ. কুমুদশোভিত (স্হান)। 10)
খচা1
(p. 221) khacā1 বিণ. খচিত, শোভিত ('তাকাও যখন তারাখচা মহাকাশে': সু. দ.)। [সং. √ খচ্ + বাং. আ]। 15)
খচিত
(p. 221) khacita বিণ. 1 জড়িত; 2 মধ্যে মধ্যে স্হাপিত (মণিরত্নখচিত হার); 3 গ্রথিত; 4 পরিব্যাপ্ত; 5 শোভিত (নক্ষত্রখচিত আকাশ)। [সং. √ খচ্ + ত]। 18)
ছুরিত
(p. 304) churita বিণ. 1 লিপ্ত, জ়ড়িত; 2 শোভিত, খচিত; 3 পরিব্যাপ্ত। [সং. √ ছুর্ + ত]। তু. বিচ্ছুরিত। 116)
জমক
(p. 312) jamaka বি. 1 আড়ম্বরপূর্ণ শোভা; 2 সমারোহ; 3 জেল্লা। [হি. ঝমক, তু. সং. চমক]। জমকানো বি. ক্রি. জাঁকানো; জমজমে হওয়া; শোভিত হওয়া বা করা। বিণ. উক্ত সব অর্থে। জমকালো বিণ. জাঁকালো, আড়ম্বরপূর্ণ, জাঁকজমকবিশিষ্ট। 100)
জাঁকা
(p. 320) jān̐kā ক্রি. 1 জমকালো হওয়া; 2 চেপে বসা (জেঁকে বসেছে); 3 এঁটে ধরা। বি. উক্ত সব অর্থে। [বাং. জাঁক + আ]। ̃ নো ক্রি. বি. শোভিত করা, শোভামণ্ডিত করা; 2 জমকালো হওয়া। বিণ. জমকালো, সরগরম; গুলজার। বি. জমকালো ভাব বা অবস্হা। 4)
দ্রুম
(p. 426) druma বি. বৃক্ষ, গাছ ('দ্রুমদলশোভিনীম্': ব.চ.)। [সং. √ দ্রু (=ঊর্ধ্বগতি) + ম]। ̃ রাজ বি. বড় গাছ, মহাদ্রুম, মহীরুহ। 72)
ধম্মিল্ল
(p. 430) dhammilla বি. 1 খোঁপা, অলংকারে বা ফুলে শোভিত খোঁপা; 2 ঝুঁটি; 3 চূড়া। [সং. ধম + √ মিল্ + অ]।
প্রতি-ভাস
(p. 541) prati-bhāsa বি. 1 মনের মধ্যে আকস্মিক প্রকাশ; 2 প্রকাশ; 3 উজ্জ্বলতা, দীপ্তি। [সং. প্রতি + √ ভাস্ (=দীপ্তি) + অ]। প্রতি-ভাসিত বিণ. ব্যক্ত, প্রকাশিত; শোভিত; প্রভাযুক্ত; দীপ্ত। 55)
ফুল2
(p. 567) phula2 বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ̃ কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ̃ কপি দ্র কপি। ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ̃ কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ̃ কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ̃ খড়ি দ্র খড়ি। ̃ ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ̃ ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ̃ টুসকি, ̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ̃ ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ̃ দার বিণ. ফুলের নকশাযুক্ত। ̃ দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া। ̃ বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ̃ বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ̃ শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুলছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ̃ শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃ সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ̃ সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ̃ হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া। 20)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বাগান
(p. 591) bāgāna বি. উদ্যান, উপবন। [ফা. বাগ]। ̃ বাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন। 63)
বিমণ্ডিত
(p. 621) bimaṇḍita বিণ. বিশেষভাবে সজ্জিত বা অলংকৃত বা শোভিত। [সং. বি + মণ্ডিত]। 57)
বিরাজ
(p. 621) birāja বি. সগৌরবে অবস্হান (হৃদয়ে বিরাজ করা)। [সং. বি + √ রাজ্ + অ]। ̃ মান বিণ. শোভমান; বিরাজ করছে এমন। বিরাজা ক্রি. (কাব্যে) বিরাজ করা, শোভা পাওয়া ('জননী দুহিতা জায়া অন্তরে বিরাজে': রবীন্দ্র)। বিরাজিত বিণ. শোভমান হয়ে বিরাজ করছে এমন; সম্যক শোভিত; প্রকাশিত। 102)
বিলসন
(p. 625) bilasana বি. 1 বিলাস, লীলা; 2 ক্রীড়া; 3 হাবভাবপ্রদর্শন; 4 শোভা; 5 স্ফুরণ, প্রকাশ, বিকাশ। [সং. বি + √ লস্ + অন]। বিলসা ক্রি. (কাব্যে) বিলাস করা; লীলাভরে বিচরণ করা ('দ্যুলোকে ভূলোকে বিলসিছ': রবীন্দ্র)। বিলসিত বিণ. শোভিত; ক্রীড়িত; স্ফুরিত; বিকশিত। বি. বিলসন। 21)
ভূষণ, ভূষা
(p. 670) bhūṣaṇa, bhūṣā বি. 1 অলংকার, গহনা; 2 সজ্জা (বেশভূশা); 3 শোভা; 4 অলংকৃত করা। [সং. √ ভূষ্ + অন, অ + আ]। ভূষিত বিণ. অলংকৃত; সজ্জিত; শোভিত। স্ত্রী. ভূষিতা। 3)
ভেনিয়ু, ভেনিউ
(p. 76) bhēniẏu, bhēniu বি. 1 দুই পাশে ছায়াতরুশোভিত প্রশস্ত রাজপথ; 2 প্রশস্ত রাজপথ। [ইং. avenue]। 26)
মঙ্গল
(p. 676) maṅgala বি. 1 শুভ, কল্যাণ, হিত (মঙ্গলময়, মঙ্গল হোক); 2 (জ্যোতিষ.) সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহবিশেষ, ভৌমগ্রহ (মঙ্গলের সূর্যপ্রদক্ষিণ); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (বাং.) লৌকিক দেবতাদের কাহিনি ও মাহাত্ম্যবিষয়ক কাব্যবিশেষ (মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল)। বিণ. শুভদায়ক, হিতকর (মঙ্গালাচার মঙ্গলমুহূর্ত)। [সং √ মঙ্গি + অল]। ̃ .কাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য। ̃ .কামনা বি. শুভকামনা, শুভেচ্ছা। ̃ .কামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন। ̃ .ঘট বি. মঙ্গল-কামনায় স্হাপিত ডাব আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট বা কলসি। ̃ .চণ্ডী বি দুর্গা। ̃ .দায়ক বিণ. কল্যাণকর, শুভকর। স্ত্রী. ̃ .দায়িকা। ̃ .ময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উত্সস্বরূপ; মঙ্গলজনক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .সমাচার, ̃ .বার্তা বি. সুসংবাদ, কুশলসংবাদ। ̃ .সূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ। মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী। বি (স্ত্রী.) দুর্গা। মঙ্গলাচার, মঙ্গ লাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান। মঙ্গলিতা বি. শুভ অনুষ্ঠান। মঙ্গলোত্-সব বি. শুভ অনুষ্ঠান। মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)। স্ত্রী. মঙ্গল্যা। 4)
মণি
(p. 676) maṇi বি. 1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন); 2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি): 3 চোখের তারা; 4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)। [সং √ মণ্ + ই়] । ̃ ক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা। ̃ .কর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট। ̃ .কাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা। ̃ .কাঞ্চন-যোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন। ̃ .কা বি. 1 মণি; 2 মাটির জালা। ̃ .কার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী। ̃ .কুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে। ̃ .কোঠা বি মণিময় গৃহ। ̃ .মণ্ডিত, ̃ .ময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত। ̃ .মঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা। ̃ .মাণিক্য বি. বিভিন্ন রত্নাদি। ̃ .মালা বি. মণিময় হার। ̃ .রাগ বি হিঙ্গুল। ̃ .হার বি. মণিময় কণ্ঠহার। ̃ .হারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি। 48)
মণ্ডন
(p. 676) maṇḍana বি. 1 অলংকরণ, প্রসাধন; 2 অলংকার। [সং √ মণ্ড্ + অন]। মণ্ডিত বিণ. 1 অলংকৃত; 2 পরিশোভিত, খচিত (গৌরবমণ্ডিত, মণিমণ্ডিত বলয়)। স্ত্রী. মণ্ডিতা। 53)
রঙিন
(p. 731) raṅina বিণ. 1 রঞ্জিত; 2 রংযুক্ত (রঙিন ছবি); 3 নানারঙে শোভিত (রঙিন শাড়ি)। [বাং. রং + ইন]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534529
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140046
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730174
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942339
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883437
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696573
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us