Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রুত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অক্রূর
(p. 4) akrūra বিণ. অকুটিল, সরল, ক্রূরতাহীন। বি. শ্রীকৃষ্ণের পিতৃব্য (ইনি কিশোর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন)। [সং. ন+ক্রূর]। 19)
অগুণ
(p. 6) aguṇa বি. অহিত, দোষ, অপরাধ ('কিবা তার কৈলোঁ অগুণ': শ্রীকৃ)। বিণ. গুণহীন। [সং. ন+গুণ]। অগুণ করা ক্রি. ক্ষতি করা, অপকার করা (ঔষধাদি সম্বন্ধে)। 27)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অগ্রিম
(p. 8) agrima বিণ. 1 প্রথম, জ্যেষ্ঠ; 2 প্রধান, শ্রেষ্ঠ; 3 আগাম, অগ্রে দেয় বা দেওয়ার। [সং. অগ্র+ইম]। ̃ ক বি. কার্যারম্ভের পূর্বেই মূল্যের বা পারিশ্রমিকের যে অংশ দেওয়া হয়, আগাম, বায়না, advance (স.প.)। অগ্রিম চুক্তি আগাম চুক্তি, forward contract. 11)
অগ্র্য
(p. 8) agrya বিণ. 1 আদ্য, প্রথম; 2 শ্রেষ্ঠ; প্রধান। [সং. অগ্র+য]। 13)
অঙ্গী-কার
(p. 8) aṅgī-kāra বি. 1 প্রতিজ্ঞা; 2 প্রতিশ্রুতি; 3 স্বীকার। [সং. অঙ্গী+√ কৃ+অ]। অঙ্গী-কৃত বিণ. প্রতিশ্রুত; স্বীকৃত। 46)
অজাত
(p. 8) ajāta বিণ. 1 জন্মায়নি এমন; জন্মহীন (এই অর্থে শব্দটি অজাতো উচ্চারিত হয়); 2 হীনজাতীয়, নীচজাতীয়; 3 জারজ (এই অর্থে শব্দটি অজাত্ উচ্চারিত হয়)। বি. নীচ জাতি বা বংশ, অঘর, যে জাতি বা বংশের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ চলে না। [সং. ন+জাত়]। ̃ কুজাত বি. (অজাত্ কুজাত্ উচ্চারিত) নীচ জাতি, অনাচরণীয় জাতি বা বংশ। ̃ শত্রু বিণ. শত্রু জন্মায়নি এমন, শত্রুহীন (তিনি ছিলেন প্রকৃতই একজন অজাতশত্রু লোক)। বি. 1 মগধের হর্ষঙ্কবংশীয় রাজা, বিম্বিসারের পুত্র; 2 যুধিষ্ঠির। ̃ .শ্মশ্রু বিণ. দাড়ি গজায়নি এমন; (আল.) অল্পবয়সী। 110)
অতিথি
(p. 14) atithi বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। [সং. অত+ইথি]। ̃ .পরায়ণ, ̃ .বত্সল বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব। ̃ .শালা বি. অতিথির থাকবার স্হান বা গৃহ। ̃ .শিল্পী বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে। ̃ .সত্কার, ̃ .সেবা বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা। 25)
অদ্বিতীয়
(p. 17) adbitīẏa বিণ. 1 যার দ্বিতীয় অর্থাত্ সদৃশ বা সমান কেউ নেই; 2 অতুলনীয়; 3 শ্রেষ্ঠ। [সং. ন+দ্বিতীয়]। 23)
অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অধরিক
(p. 17) adharika বিণ. নিচুস্তরের, নিম্নশ্রেণীর, inferior (স. প.)। ̃ কৃত্যক বি. নিম্নশ্রেণীর সরকারি চাকরি, inferior service (স. প.)। 41)
অধি-শ্রয়, অধি-শ্রয়ণ
(p. 17) adhi-śraẏa, adhi-śraẏaṇa বি. 1 স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; 2 রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; 3 রান্না, রন্ধন। [সং. অধি+ √ শ্রি+ও, অন]। 94)
অধি-শ্রয়ণী
(p. 17) adhi-śraẏaṇī বি. উনুন, চুল্লি। [সং. অধি+ √ শ্রী+অন+ঈ (স্ত্রী.)]।
অধিষ্ঠান
(p. 20) adhiṣṭhāna বি. 1 উপস্হিতি, স্হিতি, অবস্হান ('শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল': রবীন্দ্র); 2 উপবেশন; 3 আবির্ভাব (এমন সময় হঠাত্ তাঁর অধিষ্ঠান হল); 4 নগর; 5 দেবতার আবির্ভাবস্হান বা আশ্রয়স্হান; 6 (মনোবিদ্যায়) স্বভাবগত হওয়া, inherence (বি. প.)। [সং অধি+ √ স্হা+অন]। অধিষ্ঠিত বিণ. অধিষ্ঠান করেছে এমন; অবস্হিত; আবির্ভূত; অধিকৃত। 4)
অনঙ্গ
(p. 21) anaṅga বিণ. দেহহীন। বি. 1 কন্দর্প, মদন, কামদেব; 2 আকাশ; 3 চিত্ত। [সং. ন+অঙ্গ]। ̃ মোহন বি. শ্রীকৃষ্ণ। অনঙ্গারি বি. শিব। 18)
অনন্য
(p. 22) ananya বিণ. 1 অভিন্ন; অদ্বিতীয়, একক; 2 নিঃসঙ্গ। [সং. ন+অন্য]। বিণ. (স্ত্রী.) অনন্যা। ̃ কর্মা (-র্মন্) বিণ. অন্য কর্ম নেই যার; অন্য কাজ মনোযোগ দেয় না এমন; একাগ্র। ̃ গতি বিণ. অন্য গতি বা উপায় নেই এমন, গত্যন্তরহীন। ̃ চিত্ত বিণ. অন্য দিকে মন নেই যার, একাগ্র। ̃ দৃষ্টি বিণ. অন্য দিকে নজর বা দৃষ্টি নেই এমন; স্হিরদৃষ্টি। ̃ বৃত্তি বিণ. অন্য কর্ম বা প্রচেষ্টা নেই এমন। ̃ ব্রত বিণ. অন্য ব্রত বা কর্ম নেই যার। ̃ মনা বিণ. একাগ্রচিত্ত। ̃ শরণ বিণ. অন্য আশ্রয় বা রক্ষক নেই যার। ̃ সহায় বিণ. অন্য সহায় বা অবলম্বন বা আশ্রয় নেই যার। ̃ সাধারণ বিণ. যা সাধারণ নয়; অন্যকিছুর সঙ্গে যার তুলনা চলে না; অসাধারণ (অনন্যসাধারণ প্রতিভা)। 17)
অনব-লম্ব, অনব-লম্বন
(p. 23) anaba-lamba, anaba-lambana বিণ. অবলম্বন বা আশ্রয় নেই এমন; নিরাশ্রয়। বি. আশ্রয়হীনতা; অবলম্বনের অভাব। [সং. ন+অবলম্ব, অবলম্বন]। 5)
অনাথ
(p. 24) anātha বিণ. বি. সহায়হীন, সম্বলহীন; নিরাশ্রয়। [সং. ন + নাথ]। অনাথা, (অশু. কিন্তু প্রচলিত) অনাথিনী (স্ত্রী.) বিণ. সহায়হীনা, যে নারীর কোনো অবলম্বন নেই। ̃ আলয়, ̃ নিবাস, অনাথাশ্রম বি. অনাথ শিশুদের অর্থাত্ মাতা-পিতাহীন শিশুদের থাকার জায়গা বা আশ্রয়। 15)
অনাশ্রয়
(p. 25) anāśraẏa বিণ. আশ্রয় নেই যার, নিরাশ্রয়। বি. আশ্রয়ের অভাব। [সং. ন + আশ্রয়]। বিণ. অনাশ্রিত। 18)
অনাহত
(p. 25) anāhata বিণ. 1 আঘাত পায়নি এমন, অক্ষত; 2 বাজানো হয়নি এমন ('অনাহত মোর বীণা': রবীন্দ্র)। বি. তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র; যোগীদের শ্রুতিগোচর দেহাভ্যন্তরস্হ ধ্বনিবিশেষ (তু. 'অণহা ডমরু': চর্যা.)। [সং. ন + আহত]। 23)
অনিকেত, অনিকেতন
(p. 25) anikēta, anikētana বিণ. 1 গৃহহীন, নিকেত বা নিকেতন অর্থাত্ গৃহ নেই এমন; 2 নিরাশ্রয় ('নিরন্তর কাকে যেন যাচে অনিকেত চক্ষুদ্বয়': সু. দ.)। [সং. ন + নিকেত, নিকেতন]। 27)
অনিরূদ্ধ
(p. 25) anirūddha বিণ. রোধ করা হয়নি এমন; দমন করা হয়নি এমন; অনিবারিত; অবাধ। বি. শ্রীকৃষ্ণের পৌত্র ও প্রদ্যুম্নের পুত্র। [সং. ন + নিরুদ্ধ]। 45)
অনু-জীব্য
(p. 25) anu-jībya বিণ. 1 আশ্রয় করার যোগ্য; 2 সেব্য। [সং. অনু + √ জীব্ + য]। 92)
অনু-লিখন, অনু-লিপি, অনু-লেখ
(p. 31) anu-likhana, anu-lipi, anu-lēkha বি. 1 অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; 2 লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; 3 শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. [সং. অনু + লিখন, লিপি, লেখ]। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us