Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংশোধন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-মার্জিত
(p. 34) apari-mārjita বিণ. পরিমার্জনা অর্থাত্ সংশোধন বা সংস্কার করা হয়নি এমন, অসংশোধিত। [সং. ন + পরিমার্জিত]। 150)
অশুদ্ধ
(p. 66) aśuddha বিণ. 1 অপবিত্র; অশোধিত; 2 ভুল ভ্রমপূর্ণ। [সং. ন + শুদ্ধ]। অশুদ্ধি বি. 1 অপবিত্রতা; 2 ভুল। অশুদ্ধি-পত্র বি. অশুদ্ধ শব্দ ইত্যাদির (সংশোধনসহ) তালিকাপত্র। 9)
অসংশোধন
(p. 67) asaṃśōdhana বি. অসংস্কার, সংস্কার বা শোধনের অভাব; সংশোধন না করা। [সং. ন + সংশোধন]। অসংশোধনীয় বিণ. সংশোধন বা সংস্কার করার অযোগ্য, সংশোধন করা যায় না এমন। অসংশোধিত বিণ. সংশোধন করা হয়নি বা করা যায় নি এমন। 44)
আউট
(p. 77) āuṭa বিণ. 1 সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন ('ও ছেলে একেবারে আউট হয়ে গেছে': শরত্); 2 ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার হারিয়েছে এমন। [ইং. out]। 21)
এডিটর
(p. 146) ēḍiṭara বি. সংবাদপত্র সাময়িকপত্র ইত্যাদির সম্পাদক। [ইং. editor]। এডিট করা ক্রি. বি. সংবাদপত্র ইত্যাদির জন্য প্রাপ্ত বা সংগৃহীত রচনা সংশোধন পরিমার্জন বা সংক্ষেপ করা। এডিটরি বি. এডিটরের বা সম্পাদকের কাজ। 35)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
তর-মিম
(p. 367) tara-mima বি. 1 সংশোধন; 2 পরিবর্তন। [আ. তরমীম্]। 109)
ধারক
(p. 433) dhāraka বিণ. 1 ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); 2 পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; 3 মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; 4 ঋণগ্রহণকারী; 5 দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ̃ তা। 68)
পরি-বর্তন
(p. 499) pari-bartana বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)। [সং. পরি + √ বৃত্ + অন]। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন। পরি-বর্ত-মান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)। ̃ শীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)। পরি-বর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন। পরি-বর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)। 15)
পরি-মার্জনা
(p. 499) pari-mārjanā বি. 1 পরিষ্করণ, পরিষ্কার করা; 2 সংস্কার করা, ত্রুটি সংশোধন (গ্রন্হাদির পরিমার্জনা); 3 পরিশীলন, চর্চা, অনুশীলন। [সং. পরি + মার্জনা]। পরি-মার্জিত বিণ. পরিষ্কৃত; সংস্কার করা হয়েছে এমন। 54)
প্রুফ
(p. 554) prupha বি. সংশোধনের জন্য ছাপাখানায় কম্পোজ করা প্রতিলিপি। [ইং. proof]। 99)
বিশোধন
(p. 627) biśōdhana বি. 1 বিশুদ্ধিকরণ; 2 সংশোধন। [সং. বি (বিশেষ) + শোধন]। বিশোধক বিণ. বিশুদ্ধিকারক। বিশোধনীয়, বিশোধ্য বিণ. বিশোধনযোগ্য। বিশোধিত বিণ. বিশুদ্ধ করা হয়েছে এমন। 18)
ভ্রম
(p. 670) bhrama বি. 1 ভুল, ভ্রান্তি (ভ্রমভঙ্গ, ভ্রমাত্মক); 2 ভুল ধারণা, মিথ্যাজ্ঞান (ভ্রমক্রমে); 3 ধাঁধা; 4 বিস্মৃতি; 5 আবর্ত, ঘূর্ণি। [সং. √ ভ্রম্ + অ]। ̃ .ক্রমে, ̃ .বশত ক্রি-বিণ. ভুল করে, ভুল ধারণার বশবর্তী হয়ে (ভ্রমক্রমে কাগজ তাকে দিয়েছি)। ̃ .নিরসন বিণ. ভুল সংশোধন। ̃ .প্রমাদ বি ভুলত্রুটি। ̃ .বশত দ্র ভ্রমক্রমে। ̃ .সংকুল বিণ ভুলে ভরা। ̃ .সংশোধন বি ভুল ঠিক করা। 115)
ভ্রান্তি
(p. 670) bhrānti বি. 1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন); 2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন); 3 বিস্মৃতি, বিস্মরণ। [সং √ ভ্রম্ + তি]। ̃ .জনক, ̃ .প্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন। ̃ .বশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)। ̃ .মান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ .মূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।
মজ্জা
(p. 676) majjā বি. জীবদেহের হাড়ের মধ্যে যে নরম স্নেহজাতীয় পদার্থ থাকে। [সং √ মস্জ্ + অ + আ]। ̃ .গত বিণ. 1 অন্তর্নিহিত, জন্মগত, অবিচ্ছেদ্য (মজ্জাগত সন্দেহ, মজ্জাগত বিদ্বেষ, মজ্জাগত সংস্কার); 2 অসংশোধনীয়। 21)
লাঠি
(p. 759) lāṭhi বি. হাতে ধরার উপযুক্ত মূলত বাঁশ বা কাঠের লম্বা টুকরো, যষ্টি, লগুড়। [প্রা. লট্ঠি সং. ষষ্টি]। ̃ .খেলা বি. লাঠি নিয়ে লড়াই-লড়াই খেলা। ̃ .য়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি। ̃ .য়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি। ̃ .সোঁটা বি. লাঠি ও তত্সদৃশ বস্তু। লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার। 18)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
শুধরানো
(p. 781) śudharānō ক্রি. বি. সংশোধন করা, দোষ মুক্ত করা বা হওয়া (লেখাটা শুধরে দাও, ছেলেটার স্বভাবটা শোধরাল না, সে নিজেকে অনেকটা শুধরে নিয়েছে)। [ সং. √ শুধ্]। 38)
শোধক
(p. 784) śōdhaka বিণ. 1 শোধনকারী; 2 সংশোধনকারী, সংস্কারক। [সং. √ শুধ্ + অক]। 50)
শোধন
(p. 784) śōdhana বি. 1 পবিত্র বা নির্মল করা; 2 সংস্কার; 3 ভুল দূরীকরণ, সংশোধন; 4 (ঋণাদি) পরিশোধ। [সং. √ শুধ্ + অন]। শোধনি বি. (স্ত্রী.) সম্মার্জনী, ঝাঁটা। শোধনীয়, শোধ্য বিণ. শোধনযোগ্য; শোধন বা শোধ করতে হবে এমন। শোধিত বিণ. শোধন বা শোধ করা হয়েছে এমন। 51)
সংশোধক
(p. 796) saṃśōdhaka দ্র সংশোধন। 12)
সংশোধন
(p. 796) saṃśōdhana বি. 1 সংশুদ্ধি; 2 পবিত্রীকরণ; 3 পাপ বা কুঅভ্যাস দূরীকরণ (চরিত্র সংশোধন); 4 ভুল বা ভ্রান্তি দূরীকরণ (ভূল সংশোধন)। বি. শোধন। [সং. সম্ + শোধন] সংশোধক বিণ. বি. সংশোধনকারী। সংশোধনীয় বিণ. সংশোধন করতে হবে বা করা উচিত এমন (সংশোধনীয় আচরণ)। সংশোধিত বিণ. সংশোধন করা হয়েছে এমন। 13)
সংস্করণ
(p. 796) saṃskaraṇa বি. 1 সংস্কারসাধন, সংশোধন, বিশোধন (ত্রুটি সংস্করণ); 2 (বাং.) গ্রন্হাদির মুদ্রিত রূপ, মুদ্রণ, প্রকাশন, edition (প্রথম সংস্করণ)। [সং. সম্ + √কৃ + অন]। 26)
সংস্কার
(p. 796) saṃskāra বি. 1 শুদ্ধি, শোধন; 2 শাস্ত্রীয় অনুষ্ঠানাদির দ্বারা পবিত্র করা বা পতিত অবস্হা থেকে উদ্ধার; 3 বিবাহ গর্ভাধান জাতকর্ম পুংসবন নামকরণ অন্নপ্রাশন উপনয়ন সমাবর্তন সীমন্তোন্নয়ন ও চূড়াকরণহিন্দুদের এই দশ রকমের শাস্ত্রীয় অনুষ্ঠান; 4 পরিষ্কার বা নির্মল করা (অঙ্গসংস্কার, দেহসংস্কার); 5 উন্নতিবিধান, উন্নয়ন, উত্কর্ষসাধন, ত্রুটি বা অপূর্ণতা সংশোধন (সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার); 6 মেরামত (জীর্ণ সংস্কার); 7 ধারণা, বিশ্বাস (কুসংস্কার, সংস্কারবশে)। [সং. সম্ + √ কৃ + অ]। ̃ ক বিণ. বি. সংশোধক, বিশোধক; মেরামতকারী; উন্নতিবিধায়ক, উত্কর্ষসাধক; ভ্রম বা প্রমাদ দূরকারী; কুসংস্কার দূরকারী; সমাজহিতৈষী। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। বি. ̃ বিমুখতা। 28)
সম্মার্জন
(p. 816) sammārjana বি. পরিষ্করণ, সংশোধন। [সং. সম্ + মার্জন]। সম্মার্জক বিণ. পরিষ্কারক। বি. ঝাঁটা। সম্মার্জনী বি. 1 পরিষ্করণ; 2 ঝাঁটা। সম্মার্জিত বিণ. পরিষ্কৃত। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535160
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883655
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us