Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সঞ্চয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

সংক্রান্তি
(p. 792) saṅkrānti বি. 1 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 2 সঞ্চার, গমন; 3 ব্যাপ্তি; 4 বাংলা মাসের শেষ দিন। [সং. সম্ + ক্রান্তি]। 30)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অঙ্কুর
(p. 8) aṅkura বি. 1 বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল; 2 উন্মেষ. সঞ্চার ('ভাবের অঙ্কুর': জ্ঞান.); 3 উদ্ভিন্ন বা নবোদিত বস্তু; 4 আদি, সূত্রপাত, প্রারম্ভ (অঙ্কুরে বিনাশ); 5 আগা, ডগা। (তৃণাঙ্কুর, কুশাঙ্কুর)। [সং. অন্ক্+উর]। 32)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অত্যয়
(p. 14) atyaẏa বি. 1 মৃত্যু, বিনাশ, ধ্বংস (দেহাত্যয়); 2 অতিক্রম, অপগম (কালাত্যয়); 3 অপচয়, 4 দোষ, অপরাধ; 5 বিপদ, আকস্মিক বিপদ; 6 emergency (স.প.)। [সং. অতি + √ ই+অ]। অত্যয় প্রমাণপত্র বি. আকস্মিক বিপত্কালীন প্রমাণপত্র, আপত্কালীন প্রমাণপত্র, emergency certificate. ̃ .সংচিতি বি. জরুরি অবস্হার জন্য সঞ্চয়, emergency reserve (স. প.)। 40)
অনু-প্রাণন
(p. 29) anu-prāṇana বি. শক্তিসঞ্চারণ, প্রেরণাদান; উত্সাহসঞ্চার। [সং. অনু + প্র + √ অন্ + ণিচ্ + অন]। অনু-প্রাণনা বি. শক্তিসঞ্চার, প্রেরণা, inspiration, animation. 12)
অনু-প্রেরণা
(p. 29) anu-prēraṇā বি. অনুপ্রাণনা, শক্তির সঞ্চার; উত্সাহ; উদ্দীপনাসঞ্চার (পিতার কাছ থেকেই তিনি সংগীতে অনুপ্রেরণা লাভ করেন)। [সং. অনু + প্রেরণা]। অনু-প্রেরিত বিণ. উত্সাহ বা উদ্দীপনা পেয়েছে এমন (রবীন্দ্রনাথের কাব্যের দ্বারা অনুপ্রেরিত)। 15)
অনু-ভাব
(p. 30) anu-bhāba বি. 1 প্রভাব; মহিমা; মাহাত্ম্য; 2 মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; 3 সুখ বা আনন্দের অনুভূতি ('কামুক পরশে যতেক অনুভব': গো. দা.) 4 (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]। 4)
অনু-শয়
(p. 31) anu-śaẏa বি. পূর্বে সঞ্জাত বিদ্বেষ, পূর্ববিদ্বেষ, সঞ্চিত বিদ্বেষ; অনুতাপ, অনুশোচনা। [সং. অনু + √ শী + অ]। অনু-শয়িত বিণ. অনুতপ্ত। 19)
অন্তরা
(p. 32) antarā বি. গানের স্হায়ী ও সঞ্চারীর মাঝের অংশ, গানের দ্বিতীয় তুক। [সং. অন্তর্ + আ]। 34)
অরক্ষিত
(p. 60) arakṣita বিণ. 1 রক্ষা করা হয়নি এমন; রক্ষার ব্যবস্হা করা হয়নি এমন, unprotected (অরক্ষিত নগরী, অরক্ষিত অঞ্চল); 2 পালন করা হয়নি এমন (অরক্ষিত আদেশ); 3 অসঞ্চিত; বাজে খরচ করা হয়েছে এমন (অরক্ষিত ধন)। [সং. ন + রক্ষিত]। 26)
অশরণ
(p. 65) aśaraṇa বিণ. আশ্রয়হীন, সহায়সম্বল নেই এমন ('সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে': র. সে)। [সং. ন + শরণ]। 17)
আক্রোশ
(p. 82) ākrōśa বি. বিদ্বেষ, ক্রোধ, গায়ের ঝাল (দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ)। [সং. আ + √ ক্রুশ্ + অ]। 11)
আতর2
(p. 85) ātara2 বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি ('আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে': কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]। 118)
আধান
(p. 89) ādhāna বি 1 স্হাপন (অগ্ন্যাধান); 2 সঞ্চার, বলাধান; 3 গ্রহণ; ধারণ। [সং. আ + √ ধা + অন]। 94)
আনা-গোনা, আনা-গনা
(p. 94) ānā-gōnā, ānā-ganā বি. 1 আসা-যাওয়া; যাতায়াত; 2 (আল.) জন্ম-মৃত্যু; 3 সঞ্চরণ (হৃদয়ে আনাগোনা)। [তু. হি. আনা-যানা]। 17)
আবেগ
(p. 99) ābēga বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ] 27)
আমাশয়, (কথ্য) আমাশা
(p. 101) āmāśaẏa, (kathya) āmāśā বি. 1 পেটে আমসঞ্চয়রোগ এবং তার ফলে উদরাময়; 2 পেটে আমসঞ্চয়ের স্হান, আমস্হলী। [সং. আম1 + আশয়]। 40)
আলম্ব
(p. 106) ālamba বি. অবলম্বন; আশ্রয় (নিরালম্ব)। [সং. আ + √লম্ব্ + অ]। ̃ ন বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ। আলম্বিত বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত। আলম্বী (-ম্বিন্) বিণ. আলম্বনকারী; লম্বমান। 10)
আসঞ্জন
(p. 108) āsañjana বি. 1 আসক্তি, আসঙ্গ; 2 এঁটে থাকার ভাব, আঠালো ভাব; 3 সংযোগ। [সং. আ + √ সনজ্ + অন]। 49)
আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
আস্ফালন
(p. 111) āsphālana বি. 1 বেগে সঞ্চালন বা আন্দোলিত করা; 2 দম্ভপ্রকাশ (শক্তির আস্ফালন)। [সং. আ + √ স্ফল্ + ণিচ্ + অন]। আস্ফালিত বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত। 7)
আহরণ
(p. 111) āharaṇa বি. 1 সংগ্রহ; 2 সংকলন; 3 সঞ্চয়; 4 উপার্জন; 5 আয়োজন; 6 বিবাহাদির উপঢৌকন। [সং. আ + √ হৃ + অন]। আহরক বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক। আহরণী বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology. আহরণীয়, আহর্তব্য বিণ. আহরণযোগ্য। আহর্তা বিণ. বি. আহরণকারী। 15)
আহৃত
(p. 111) āhṛta বিণ. 1 আহরণ করা হয়েছে এমন; 2 সংগৃহীত, সংকলিত; 3 সঞ্চিত; 4 আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]। 30)
উজ্জীবন
(p. 119) ujjībana বি. 1 নবজীবনসঞ্চার; 2 মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; 3 যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত। 71)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us