Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সত্যবতী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তথ্য
(p. 365) tathya বি. 1 যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান); 2 সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)। বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)। [সং. তথা + য]। ̃ চিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film. ̃ পঞ্জি বি. তথ্যের তালিকা। ̃ বাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন। ̃ ভাষী, (-ষিন্), ̃ বাদী (-দিন্) বিণ. সত্যবাদী। তথ্যানু-সন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা। তথ্যানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী। তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন। 14)
দাশ
(p. 407) dāśa বি. ধীবর, জেলে। [সং. √ দাশ্ + অ]। ̃ কন্যা, ̃ নন্দিনী বি. (স্ত্রী.) বেদব্যাসের জননী ও ধীবরকন্যা সত্যবতী। 3)
বাদী
(p. 598) bādī (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]। স্ত্রী. বাদিনী। বি. বাদিতা (সত্যবাদিতা, স্পষ্টবাদিতা)। 27)
বেদ
(p. 633) bēda বি. 1 হিন্দুদের প্রাচীনতম অপৌরুষেয় শাস্ত্রগ্রন্হ ও সাহিত্য যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব এই চার ভাগে বিভক্ত; প্রত্যক্ষ বা অনুমানে দ্বারা অনধিগম্য জ্ঞান যে-গ্রন্হে বিধৃত আছে; 2 বেদবাক্যতুল্য অমোঘ বা সত্যবাক্য ('শূর্পণখা রাণ্ডীর কথা তোরে হল বেদ': কৃত্তি.)। [সং. √ বিদ্ + অ]। ̃ জ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)। ̃ বাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য। ̃ বিত্ বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন। ̃ বিহিত বিণ. বেদের মতে উচিত এমন। ̃ ব্যাস বি. বেদের বিভাগকর্তা ব্যাসমুনি যিনি পরাশর ও সত্যবতীর পুত্র। ̃ মন্ত্র বি. বেদের মন্ত্র। ̃ মাতা (-তৃ) বি. গায়ত্রী। 180)
মত্স্য
(p. 676) matsya বি. 1 মাছ, মীন; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 পুরাণবিশেষ; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বাদশ রাশি; 5 করতল পা পদতলের শুভচিহ্নবিশেষ; 6 প্রাচীন বিরাটরাজ্য। [সং √ মদ্ + স্য] স্ত্রী. মত্সী ̃ .করণ্ডিকা বি. খালুই, চুপড়ি। ̃ .গন্ধ্য মত্স্যোদরী বি. শান্তনুরাজার পত্নী সত্যবতীর নামান্তর। ̃ .জীবী (-বিন্), মত্স্যোপ-জীবী (-বিন্) বিণ. মাছ ধরা যার জীবিকা। বি. ধীবর, জেলে। ̃ .ন্যায় ̃ .নীতি, মাত্স্য-ন্যায় জলাশয়ে মাছদের মধ্যে দুর্বলের উপর প্রবলের আক্রমণ ও অত্যাচার; (আল.) পরস্পর হানাহানি অরাজকতা। ̃ .পুরাণ বি. মত্স্য-অবতারের কাহিনি-সংবলিত পুরাণ। ̃ .মুখ বি. হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খেয়ে নিয়মভঙ্গ করার অনুষ্ঠান। ̃ .রঙ্গ বি. মাছরাঙ্গা পাখি। মত্স্যাশী (-শিন্) বিণ. মত্স্যভোজী। মত্স্যাসন বি. মাছের মতো ভঙ্গির যোগাসনবিশেষ। 66)
যোজন
(p. 728) yōjana বি. 1 একত্র বা যুক্ত করা; 2 জোড়া, সাঁটা; 3 নিয়োগ, নিয়োজন; 4 সংঘটন; 5 চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। ̃ .গন্ধা বি. 1 কস্তুরী; 2 ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা। যোজনা বি. 1 একত্র করা, যুক্ত করা; 2 নিয়োজন; 3 সংযোগ (শব্দযোজনা); 4 রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন। 47)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সাবিত্রী
(p. 828) sābitrī বি. 1 বেদ-মন্ত্রের উত্স, গায়ত্রী (সাবিত্রীমন্ত্র); 2 ব্রহ্মার পত্নী; 3 সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা; 4 দুর্গা; 5 (পুরাণে) সত্যবানের পত্নী, অশ্বপতির কন্যা। [সং. সবিতৃ + অ + ঈ]। ̃ পতিত বিণ. যথাকালে যার উপনয়ন হয়নি। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534973
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730739
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942939
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883597
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us