Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সত্যাপন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গোয়েন্দা
(p. 256) gōẏēndā বি. 1 গুপ্তচর; 2 রহস্যসন্ধানী; সত্যান্বেষী, ডিটেকটিভ। [ফা. গোইন্দা]। ̃ গিরি বি. গোয়েন্দার কাজ বা বৃত্তি। 129)
চক্ষু
(p. 275) cakṣu (চক্ষুঃ) বি. 1 চোখ, অক্ষি, নয়ন; 2 দৃষ্টি, নজর। [সং. √চক্ষ্ + উস্]। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা ক্রি. বি. কানে-শোনা বিষয় স্বচক্ষে দেখে তার সত্যাসত্য সম্বন্ধে নিশ্চিত হওয়া। চক্ষু খুলে যাওয়া ক্রি. বি. অজ্ঞতা দূর হওয়া। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টির বিষয়ীভূত। ̃ দান, ̃ দান বি. 1 দৃষ্টিশক্তি দান; 2 প্রতিমাদির চোখে জ্যোতি দান করে প্রাণপ্রতিষ্ঠা; 3 (আল.) অজ্ঞানকে জ্ঞানদান; 4 সতর্কীকরণ; 5 (ব্যঙ্গে) চূরি। ̃ রুন্মীলন বি. 1 চক্ষু উন্মুক্ত করা, চোখ মেলা, চেয়ে দেখা; 2 (আল.) অর্ন্তদৃষ্টি; অর্ন্তদৃষ্টির ক্ষমতার উন্মেষ। ̃ রোগ, চক্ষূ-রোগ বি. চোখের অসুখ। ̃ র্লজ্জা, ̃ লজ্জা বি. অন্যের সামনে কিছু করতে বা বলতে সংকোচ। ̃ শূল, চক্ষুঃশূল বি. 1 চোখের বেদনা; 2 (আল.) দেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি। ̃ ষ্মান, ̃ ষ্মান্ (-ষ্মত্) বিণ. 1 বিণ. 1 চক্ষুযুক্ত; দৃষ্টিশক্তিবিশিষ্ট; 2 (আল.) সত্য উপলব্ধি করতে সমর্থ, সত্যদ্রষ্টা। স্ত্রী. ̃ ষ্মতী। চক্ষুস্হির হওয়া ক্রি. বি. ভয়ে বা বিস্ময়ে হতবুদ্ধি হওয়া। 6)
জেরা
(p. 327) jērā বি. আদালতে কারও উক্তির সত্যাসত্য বিচারের জন্য সাক্ষীকে উকিলের কূট প্রশ্ন; উকিলের কূট প্রশ্নের মতো প্রশ্নের পর প্রশ্ন। [হি. জেরা আ. জির্হ্]। 80)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
ধুঁকনি
(p. 433) dhun̐kani বি. 1 ঘনঘন শ্বাসত্যাগের অব্যক্ত শব্দ; 2 ঘনঘন নিশ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের জন্য বুকের উত্থান-পতন; 3 হাঁপ। [ধুঁকা দ্র]। 108)
পরীক্ষা
(p. 502) parīkṣā বি. 1 দোষগুণ ভালোমন্দ যোগ্যতা ইত্যাদির বিচার (রক্তপরীক্ষা, ভাগ্যপরীক্ষা, স্বাস্হ্যপরীক্ষা); 2 বিদ্যাচর্চায় পারদর্শিতা নির্ণয় (বার্ষিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা); 3 যাচাই (গ্রহরত্নাদি পরীক্ষা করা); 4 সত্যাসত্য নিরূপণ (সাক্ষীকে পরীক্ষা করা); 5 স্বরূপ নির্ণয় (অবস্হাটা পরীক্ষা করে দেখা দরকার); 6 গবেষণা বা তত্ত্বানুসন্ধান (বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে)। [সং. পরি + √ ঈক্ষ্ + অ + আ]। পরীক্ষক বিণ. বি. পরীক্ষাকারী; পরীক্ষাগ্রহণকারী। পরীক্ষণ বি. পরীক্ষা করা। পরীক্ষণীয় বিণ. পরীক্ষা করে দেখা যায় বা উচিত এমন; বিচার্য (পরীক্ষণীয় বিষয়)। ̃ গার বি. 1 যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়; 2 বিদ্যার্থীদের পরীক্ষা দেওয়ার স্হান; 3 বৈজ্ঞানিক গবেষণাগার, laboratory. ̃ ধীন বিণ. পরীক্ষিত হচ্ছে এমন; বিচার্য; পরীক্ষাসাপেক্ষ (বিষয়টি এখনও পরীক্ষাধীন রয়েছে)। ̃ র্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন। স্ত্রী. ̃ র্থিনী। পরীক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন (পরীক্ষিত সত্য)। পরীক্ষোত্তীর্ণ বিণ. পরীক্ষায় সন্তোষজনক বা আশানুরূপ বলে বিবেচিত হয়েছে এমন, পরীক্ষায় সফল হয়েছে এমন। 12)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
প্রাণায়াম
(p. 554) prāṇāẏāma বি. যোগসাধনার প্রক্রিয়াবিশেষ, নির্দিষ্ট রীতিতে পূরক (শ্বাসগ্রহণ), কুম্ভক (শ্বাসধারণ) ও রেচক (শ্বাসত্যাগ)-এই প্রক্রিয়ার শাস্ত্রীয় নাম। [সং. প্রাণ + আ + √ যম্ + অ]। 25)
বিতর্ক
(p. 611) bitarka বি. 1 আলোচনা, তর্ক, বিচার; 2 বাদানুবাদ; 3 সংশয়; 4 অনুমান। [সং. বি + তর্ক]। বিতর্কিত বিণ. 1 বাদ-বিসংবাদের বিষয়ীভূত, আলোচিত; যা নিয়ে তর্ক ও বিচার চলছে অর্থাত্ যার গুণাগুণ বা সত্যাসত্য এখনও নিষ্পন্ন হয়নি (বিতর্কিত বিষয়); 2 অনুমিত; 3 অনিশ্চিত। বিতর্কিকা বি. 1 সামান্য তর্কাতর্কি; 2 তর্কবিতর্কের আসর, সংবাদপত্রাদিতে আলোচনা বা তর্কাতর্কি প্রকাশের স্হান বা কলাম। [সং. বিতর্ক + বাং. ইকা (ক্ষুদ্রার্থে)]। 78)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দু ও মুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞ ও উদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578157
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185971
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786211
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027440
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848224
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708683
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620478

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us