(p. 700) māmā বি. মায়ের ভাই বা তত্স্হানীয় ব্যক্তি, মাতুল। [সং. মামক]। মামি বি. (স্ত্রী.) মামার পত্নী। ̃ তো বিণ. নিজের অথবা পতি বা পত্নীর মামার সন্তানরূপে সম্পর্কবদ্ধ (মামাতো ভাই)। মামার জোর (ব্যাঙ্গে) বি. মুরুব্বির জোর, খুঁটির জোর, প্রভাবশালী ব্যক্তির সহায়তার ভরসা। ̃ .শ্বশুর বি. পতি বা পত্নীর মামা। মামি-শাশুড়ি বি. মামাশ্বশুরের স্ত্রী। 8)