Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সন্ন্যাসীদের) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আখড়া
(p. 82) ākhaḍ়ā বি. 1 (ব্যায়াম, গানবাজনা প্রভৃতি) অনুশীলনের স্হান; সন্ন্যাসীদের (বিশেষত বৈষ্ণব বৈরাগীদের) আশ্রম; 1 আড্ডা। [সং. অক্ষবাট, হি. আখড়া]। ̃ ই বি. অভিনয়ের মহলা, মহড়া, রিহার্সাল, rehearsal. ̃ .ধারী বি. আখড়া বা মঠের প্রধান বা অধ্যক্ষ। 19)
কমঠ
(p. 164) kamaṭha বি. 1 কচ্ছপ; 2 সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের জলপাত্রবিশেষ; 3 বাঁশ। [সং. √ কম্ + অঠ]। বি. (স্ত্রী.) কমঠী। 39)
কমণ্ডলু
(p. 164) kamaṇḍalu বি. সন্ন্যাসীদের ব্যবহৃত মাটির বা কাঠের বা ধাতব জলপাত্রবিশেষ। [সং. ক + √ মণ়্ড্ + লা + উ]। 40)
গেরুয়া
(p. 256) gēruẏā বিণ. গৈরিক বর্ণযুক্ত বা গৈরিক বর্ণে রঞ্জিত (গেরুয়া কাপড়)। বি. সাধারণত বৈরাগী বা সন্ন্যাসীদের পরিধেয় গেরুয়া রঙের বস্ত্র (গেরুয়া পরা লোক)। [সং. গৈরিক]। 30)
চীবর
(p. 290) cībara বি. সন্ন্যাসীদের, বিশেষত বৌদ্ধভিক্ষুদের পরিধেয় গৈরিক বসন, কৌপীন; চীর। [সং. √চি + বর]। 60)
পুরী
(p. 526) purī বি. 1 ভবন, গৃহ, আলয় (রাজপুরী); 2 নগরী; 3 ওড়িশার সমুদ্রতীরস্হ জগন্নাথক্ষেত্র (পুরীধাম); 4 সন্ন্যাসীদের উপাধিবিশেষ (ঈশ্বরপুরী)। [সং. পুর2 + ঈ]। 50)
বহির্বাস
(p. 589) bahirbāsa বি. 1 উত্তরীয়; 2 (বৈষ্ণব বা সন্ন্যাসীদের) কৌপীনের উপর পরবার বস্ত্র। [সং. বহিস্ + বাস]। 7)
বাবা
(p. 600) bābā বি. 1 পিতা, জনক; 2 পুত্রস্হানীয়কে স্নেহসম্বোধন (না বাবা, ওখানে যেয়ো না); 3 সাধুসন্ন্যাসীর ও দেবতার উপাধিবিশেষ (পওহারি বাবা, বাবা তারকনাথ); 4 বৃহত্তর প্রবলতর বা ভীষণতর কিছু (এ তো কলম নয়, কলমের বাবা)। অব্য. বিরক্তি, বিতৃষ্ণা প্রভৃতি সূচক উক্তি (না বাবা, আর ওখানে যাচ্ছি না)। ['<' সং. বপ্র]। ˜ জি বি. 1 সাধুসন্ন্যাসীদের উপাধি; 2 পুত্রস্হানীয়ের সম্মানজনক উপাধিবিশেষ। ̃ জীবন বি. পুত্রস্হানীয়কে (বিশেষত জামাতাকে) স্নেহসম্বোধন। বাবাঃ, বাব্বাঃ অব্য. ভয় বিস্ময় বিরক্তি বিদ্রুপ প্রভৃতি জ্ঞাপক। 12)
ভাণ্ডারা
(p. 661) bhāṇḍārā বি. সাধু-সন্ন্যাসীদের জন্য যে ভোজ দেওয়া হয়। ভাণ্ডার]। 28)
ল্যাঙট
(p. 767) lyāṅaṭa বি. (প্রধানত মল্লযোদ্ধা ও সন্ন্যাসীদের ব্যবহৃত) পুরুষের লজ্জাস্হামাত্র আবৃত করে এমন কৌপীনবিশেষ। [সং. লিঙ্গপট্ট]। লেংটি, নেংটি বি. ক্ষদ্র ল্যঙট। 5)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
সংঘারাম
(p. 792) saṅghārāma বি. বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের আবাসস্হান, বৌদ্ধ মঠ। [সং. সংঘ + আরাম]। 57)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534906
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140448
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730667
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942866
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883579
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us