Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমতল]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-ত্যকা
(p. 17) adhi-tyakā বি. পর্বতের সমতল উপরিভাগ। [সং. অধি+√ ত্যক্+আ (স্ত্রী.)]। 65)
অনুদ্ঘাত
(p. 28) anudghāta বি. বন্ধুর বা উচুনিচু নয় এমন, স্হান। [সং. ন (অন্) + উদ্ + √ হন্ + অ]। অনুদ্ঘাতী (-তিন্) বিণ. উঁচুনিচু বা বন্ধুর নয় এমন, সমতল। 11)
অবন্ধুর
(p. 45) abandhura বিণ. বন্ধুর বা অসমতল নয় এমন; সমতল। [সং. ন + বন্ধুর]। 9)
অমসৃণ
(p. 57) amasṛṇa বিণ. মসৃণ নয় এমন, কর্কশ; এবড়োখেবড়ো, অসমতল। [সং. ন + মসৃণ]। ̃ তা বি. কর্কশতা, রুক্ষতা, এবড়োখেবড়ো অবস্হা। 13)
অসম
(p. 67) asama বিণ. 1 সমান নয় এমন, অসমান; সাদৃশ্যহীন, অসদৃশ; অন্যরকম; 2 অসমতল; উঁচু-নিচু। [সং. ন + সম]। বি. ̃ তা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পক্ষপাত করে এমন, সকলকে সমান দেখে না এমন; একচোখো। বি. ̃ দর্শিতা। ̃ সাহস বি. দুর্জয় সাহস; নির্ভিয়তা, ভয়ের সম্পূর্ণ অভাব। ̃ সাহসিক, ̃ সাহসী (-সিন্) বিণ. দুঃসাহসী. নির্ভীক, দুর্জয় সাহস আছে এমন।
অসম-তল
(p. 70) asama-tala বিণ. তল সমান নয় এমন; বন্ধুর, এবড়োখেবড়ো, উঁচু-নিচু। [সং. ন + সমতল]। 6)
অসমান
(p. 70) asamāna বিণ. 1 সমান বা একরকম নয় এমন; 2 অসমতল (অসমান পথ); 3 বাঁকা, বক্র (লাইনটা অসমান হল)। [সং. ন + সমান]। 15)
উপ-ত্যকা
(p. 132) upa-tyakā বি. 1 পর্বতের নীচের দিকের ভূভাগ; দুই পর্বতের মধ্যবর্তী নিচু সমতলভূমি; 2 নদীর অববাহিকা (গাঙ্গেয় উপত্যকা)। [সং. উপ + √ ত্যকন্ + আ]। 4)
গড়1
(p. 236) gaḍ়1 বি. 1 দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য); 2 খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ; 3 ধান ভানার সময় মুষলের আঘাত যে গহ্বরের মধ্যে পড়ে। [সং. গর্ত গড্ড]। ̃ খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা। [গড় + খাত খাই]। গড়ের বাদ্যি বি. 1 কেল্লার সৈন্যদলের বাজনা ; 2 বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা। গড়ের মাঠ বি. 1 নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade; 2 (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)। 31)
চোস্ত
(p. 299) cōsta বিণ. 1 সমতল; 2 মসৃণ; 3 নির্দোষ; 4 চটপটে, চৌকস (চোস্ত বাংলা বলে); 5 আঁটসাট। বি. খুব আঁটসাট পায়জামাবিশেষ। [ফা. চুস্ত্]। 4)
চৌপট
(p. 299) caupaṭa বিণ. 1 সমতল; 2 ধ্বংস, নষ্ট (সম্পত্তি সম্মান সবই চৌপট হয়ে গেল)। [হি. চৌপট্]। 15)
চৌরস
(p. 299) caurasa বিণ. 1 প্রশস্ত; 2 সমতল; 3 চারকোনা। [সং. চতুরস্র]। 24)
তট
(p. 364) taṭa বি. 1 তীর, কূল (সমুদ্রতট, নদীতট); 2 স্হল, উঁচু স্হান (কটিতট, ললাটতট); 3 পর্বতের উপরের সমতলভূমি (গিরিতট)। [সং. √ তট্ + অ]। 17)
তল
(p. 371) tala বি. 1 নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); 2 মূলদেশ (বৃক্ষতল); 3 জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); 4 উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); 5 ক্ষেত্র (সমতল); 6 করতল, হাতের চেটো (তলপ্রহার); 7 অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। ̃ দেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। ̃ পেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। ̃ প্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। ̃ যুদ্ধ বি. 1 মল্লযুদ্ধ; 2 চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছেআমরা তো জানতেই পারিনি)। 11)
দুরস্ত, দোরস্ত
(p. 413) durasta, dōrasta বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]। 19)
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
নিস্তল
(p. 475) nistala বিণ. 1 তলহীন, তলা নেই অর্থাত্ কোনো অংশ সমতল নয় এমন; 2 বর্তুলাকার, নিটোল। [সং. নির্ + তল]। বি. ̃ তা। 54)
পরা-বৃত্ত
(p. 495) parā-bṛtta বি. (জ্যামি.) শঙ্কু ও সমতলের পরস্পর ছেদন থেকে উত্পন্ন বক্ররেখাবিশেষ, hyperbola (বি. প.)। [সং. পরা2 + বৃত্ত]।
পরি-সীমা
(p. 499) pari-sīmā (-মন্) বি. 1 ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই); 2 সমতল ক্ষেত্রের বাহুসমূহের বা চতুঃসীমার সমষ্টি, perimeter (বি.প.)। [সং. পরি + সীমা]। 86)
পাহাড়
(p. 519) pāhāḍ় বি. 1 অপেক্ষাকৃত ছোটো পর্বত; 2 স্তূপ, ঢিবি (বালির পাহাড়, বইয়ের পাহাড়); 3 পাড়, উঁচু তীরভূমি। [হি. পহাড়]। ̃ তলি বি. পর্বতের পাদদেশ বা পাদদেশস্হ সমতলভূমি; উপত্যকা, তরাই। পাহাড়ি বিণ. পাহাড়িয়া, পাহাড়ে (পাহাড়ি বিছে)। বি. 1 পাহাড়িয়া জাতি; 2 সংগীতের রাগবিশেষ। পাহাড়িয়া, পাহাড়ে বিণ. 1 পার্বত, পার্বত্য; 2 পর্বতময় (পাহাড়ে রাস্তা); 3 পর্বতস্হ; 4 পর্বতজাত (পাহাড়ে উদ্ভিদ); 5 পর্বতসম্বন্ধীয়; 6 (আল.) প্রকাণ্ড, মস্ত, ভীষণ। 7)
প্রপাত
(p. 546) prapāta বি. 1 যেখানে নির্ঝর বা ঝরনা পতিত হয়; 2 জলপ্রপাত; 3 ভৃগুদেশ বা পর্বতশিখরস্হ সমতলভূমি; 4 উপর থেকে নীচে জলধারার পতন। [সং. প্র + √ পত্ + অ]। 43)
প্রস্হ2
(p. 552) prasha2 বি. 1 চওড়ার মাপ (দৈর্ঘ্য ও প্রস্হ); 2 বিস্তার, পরিসর; 3 পর্বতের সানুদেশ (হিমাদ্রিপ্রস্হ); 4 সমতল ভূমি (ইন্দ্রপ্রস্হ)। [সং. প্র + √ স্হা + অ]। ̃ চ্ছেদ বি. (বিজ্ঞা.) cross-section. ̃ দেশ বি. পর্বতের সানুদেশ। 27)
প্লেন1
(p. 559) plēna1 বিণ. মসৃণ, সমতল। [ইং. plane]। 18)
বন্ধুর
(p. 575) bandhura বিণ. 1 অসমতল ('পতন-অভ্যুদয়-বন্ধুর পন্হা': রবীন্দ্র; বন্ধুর পথ); 2 উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. √ বন্ধ্ + উর]। বি. ̃ তা। 103)
ভৃগু
(p. 670) bhṛgu বি. 1 পর্বতের উপরের সমতলস্হান: 2 পর্বতের ঢালু জায়গা; 3 অতি উঁচু স্হান; 3 পৌরাণিক মুনিবিশেষ। [সং. √ ভ্রস্জ্ + উ (নি.)]। ̃ .পতন বি. পর্বতের উপর থেকে পতন। ̃ .পদ-চিহ্ন বি. (পুরাণে) বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন। ̃ .বার, ̃ .বাসর বি. শুক্রবার। ̃ .সুত বি. ভৃগুর পুত্র পরশুরাম। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us