Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্ভব]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঘটন
(p. 8) aghaṭana বি. 1 অসম্ভব বি অপ্রত্যাশিত ঘটনা; 2 না ঘটা, সংঘটিত না হওয়া। [সং. ন (অ)+√ ঘট্+অন]। 15)
অঘটন-ঘটন-পটীয়সী
(p. 8) aghaṭana-ghaṭana-paṭīẏasī বিণ. (স্ত্রী) অসাধ্যসাধনে পটু, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী) (সাধারণত 'মায়া' বা শক্তির বিণ. রূপে ব্যবহৃত)। অঘটনীয় বিণ. যা ঘটবার নয়; ঘটা সম্ভব নয় এমন। 16)
অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অচিকিত্সা
(p. 8) acikitsā বি. 1 চিকিত্সার অভাব বা যথোচিত চিকিত্সার অভাব; 2 কুচিকিত্সা (রোগীটি অচিকিত্সায় মারা গেছে)। [সং. ন+চিকিত্সা]। অচিকিত্সনীয়, অচিকিত্স্য বিণ. যার চিকিত্সা সম্ভব নয়, দুরারোগ্য; যে রোগের চিকিত্সা নেই। অচিকিত্সিত বিণ. চিকিত্সা করা হয়নি এমন। 64)
অত-এব
(p. 14) ata-ēba অব্য. এইজন্য, সুতরাং, কাজেকাজেই (সে অসুস্হ, অতএব তার পক্ষে যাওয়া সম্ভব নয়)। [সং. অতঃ+এব]। 10)
অধিকারূঢ়-বৈশিষ্ট্য
(p. 17) adhikārūḍh়-baiśiṣṭya বি. (ব্যাক.) রূপকালংকারবিশেষ, যাতে উপমানে কোনো অসম্ভব ধর্মের কল্পনা করে সেই অসম্ভব ধর্মযুক্ত উপমানটি উপমেয়তে আরোপ করা হয় (যথা, 'বয়ন শারদসুধানিধি নিষ্কলঙ্ক') [সং. অধিক + আরূঢ় + বৈশিষ্ট্য]। 54)
অনি-বার্য
(p. 25) ani-bārya বিণ. 1 নিবারণ করা বা রোধ করা সম্ভব নয় এমন (জীবনে দুঃখকষ্ট একরকম অনিবার্য, অনিবার্য কারণে); 2 প্রতিহত বা প্রতিরোধ করা যায় না এমন (অনিবার্য গতি, অনিবার্য বেগ)। [সং. ন + নি + √ বৃ + ণিচ্ + য]। 36)
অপ্রাপ্ত
(p. 43) aprāpta বিণ. পাওয়া যায়নি এমন, অলব্ধ। [সং. ন + প্রাপ্ত]। ̃ বয়স্ক বিণ. নাবালক, পূর্ণবয়স্ক নয় এমন। ̃ যৌবন বিণ. এখনও যৌবন লাভ করেনি এমন। স্ত্রী. ̃ যৌবনা। অপ্রাপ্তি বি. না পাওয়া, প্রাপ্তি বা পাওয়ার অভাব; অলাভ। অপ্রাপ্য বিণ. পাওয়া সম্ভব নয় এমন, দুষ্প্রাপ্য। 6)
অবিশ্বাস
(p. 49) abiśbāsa বি. বিশ্বাসের অভাব, বিশ্বাসহীনতা, অনাস্হা; সন্দেহ। [সং. ন + বিশ্বাস]। অবিশ্বাসী (-সিন্) বি. বিণ. বিশ্বাস করে না এমন, সন্দিগ্ধ; বিশ্বাসভাজন নয় এমন। অবিশ্বাস্য বিণ. বিশ্বাসের অযোগ্য; অসম্ভব। 25)
অযোনি
(p. 60) ayōni বিণ. জন্মহীন। বি. যোনি ব্যতীত অন্য স্হান। [সং. ন + যোনী]। ̃ জ, ̃ .সম্ভব, ̃ .সম্ভৃত বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন; যোনী থেকে উত্পন্ন হয়নি এমন। বি. 1 ব্রহ্মা; 2 পরমেশ্বর। ̃ জা, ̃ .সম্ভবা, ̃ .সম্ভূতা স্ত্রী. বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন। বি. 1 সীতা; 2 দ্রৌপদী। 17)
অলৌকিক
(p. 65) alaukika বিণ. মনুষ্যলোকে অসম্ভব, মানুষের পক্ষে অসম্ভব; পৃথিবীতে ঘটে না এমন; লোকাতীত (অলৌকিক সৌন্দর্য, অলৌকিক শক্তি)। [সং. ন + লৌকিক]। বি. ̃ তা। 10)
অসম্ভব
(p. 70) asambhaba বিণ. 1 ঘটে না বা ঘটেনো যায় না এমন; 2 অদ্ভুত, বিষ্ময়কর (এ কী অসম্ভব কথা)। বি. অস্বাভাবিক ঘটনা (অসম্ভবকে সম্ভব করা)। [সং. ন + সম্ভব]। অসম্ভাবনা বি. সম্ভাবনার অভাব। অসম্ভাবনীয়, অসম্ভাব্য বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন। অসম্ভাবিত বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected. অসম্ভাব্যতা বি. সম্ভাবনার অভাব, অসম্ভাবনা। অসম্ভূত বিণ. 1 ঘটেনি এমন; 2 জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন। 35)
অসাধ্য
(p. 70) asādhya বিণ. 1 সম্পন্ন করা বা সাধন করা যায় না এমন (এ কাজ আমার অসাধ্য); সাধনার অতীত; 2 প্রতিকার করা যায় না এমন (অসাধ্য রোগ)। [সং. ন + সাধ্য]। ̃ সাধন বি. অসম্ভবকে সম্ভব করা। শিবের অসাধ্য একেবারেই অসম্ভব কাজ, এমন কাজ বা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না। 53)
আজ-গুবি, আজ-গবি
(p. 85) āja-gubi, āja-gabi বিণ. অবিশ্বাস্য, অসম্ভব, অদ্ভুত ('আজগুবি চাল বেঠিক বেতাল': সু. রা)। [ফা. অজ্ + আ. গায়েব]। 27)
আবৃত্তি
(p. 99) ābṛtti বি. 1 বারংবার পাঠ বা অভ্যাস করা; ছন্দ ভাব ইত্যাদি যথাসম্ভব বজায় রেখে উচ্চকন্ঠে পাঠ; 2 পুনঃপুনঃ আগমন, পুনরায় আগমন। [সং. আ + ̃ বৃত + তি]। 26)
আরোগ্য
(p. 104) ārōgya বি. 1 রোগমুক্তি, অসুখ সেরে যাওয়া (আরোগ্যলাভ); 2 রোগাভাব, সুস্হতা, স্বাস্হ্য। [সং. আরোগ + য]। ̃ নিকেতন বি. রোগমুক্তির চিকিত্সালয়। আরোগ্যাতীত বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়। 28)
কায়
(p. 181) kāẏa বি. শরীর, দেহ। [সং. √ চি + অ]। ̃ কল্প বি. পুনর্যৌবন লাভ বা আয়ুর্বৃদ্ধির জন্য আয়ুর্বেদীয় চিকিত্সাবিশেষ। ̃ ক্লেশ বি. শারীরিক পরিশ্রম। ̃ ক্লেশে ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)। ̃ চিকিত্সা বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা। ̃ ব্যূহ বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া ('ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ': চৈ.চ.)। ̃ মনো-বাক্যে ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে। ̃ সাধনা বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা। ̃ সিদ্ধি বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ। 116)
কিল
(p. 191) kila বি. 1 বদ্ধ মুষ্টি; 2 মুষ্ট্যাঘাত, ঘুসি। [দেশি]। কিল খেয়ে কিল চুরি করা আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে। ̃ গুঁতো বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)। কিলা-কিলি, কিলো-কিলি বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি। কিলানো ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)। বি. মুষ্টিপ্রহার। কিলিয়ে কাঁঠাল পাকানো ক্রি. বি. 1 কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা; 2 কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা। 3)
কুলীন
(p. 199) kulīna বিণ. বি. উচ্চবংশজাত, সত্কুলজাত, (সম্ভবত) বল্লালসেন প্রদত্ত কুলমর্যাদাবিশিষ্ট ব্যক্তিগণের বংশধর। [সং. কুল + ঈন]। বি. কুলীনত্ত্ব। 54)
কূটাভাস
(p. 202) kūṭābhāsa বি. বাক্যালংকারবিশেষ-এই অলংকারে আপাতদৃষ্টিতে বর্ণিত বিষয় পরস্পরবিরোধী বা অসম্ভব মনে হলেও প্রকৃতপক্ষে সত্য, paradox ('বড় যদি হতে চাও, ছোট হও তবে': ঈ.গু.)। [সং. কূট + আভাস]। 32)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চরম
(p. 279) carama বিণ. 1 চূড়ান্ত (চরম শাস্তি, চরম দুর্ভোগ); 2 অন্তিম, মৃত্যুকালীন (চরম দশা); 3 যত বেশি সম্ভব (চরম মূল্য); 4 সর্বশেষ (চরম পরিণতি, চরম লক্ষ্য)। বি. 1 অন্ত, শেষ (এ ব্যাপারে আমি চরম দেখে ছাড়ব); 2 সর্বশেষ অবস্হা বা কঠিনতম অবস্হা (অবস্হা চরমে উঠল)। [সং. √চর্ + অম]। ̃ পত্র বি. 1 ইষ্টিপত্র, ইচ্ছাপত্র, উইল, will; 2 (যুদ্ধঘোষণা ইত্যাদির পূর্বে) প্রতিপক্ষকে প্রেরিত শেষ সতর্কপত্র, ultimatum. ̃ পন্হা বি. (প্রধানত রাজনীতিতে) আপোশহীনতা, উগ্র মতামত, extremism. ̃ পন্হী বি. বিণ. চরমপন্হায় বিশ্বাসী। চরমোত্কর্ষ বি. পরম উন্নতি, উন্নতির পরাকাষ্ঠা। 29)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
ডিম
(p. 357) ḍima বি. 1 ডিম্ব, অণ্ড; 2 হাঁটু ও গোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)। [সং. ডিম্ব]। ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া। ঘোড়ার ডিম অলীক বা অসম্ভব বস্তু। 16)
তপনীয়
(p. 367) tapanīẏa বিণ. 1 উত্তপ্ত করবার উপযুক্ত; 2 উত্তপ্ত করা সম্ভব এমন; 3 দনহীয়। বি. স্বর্ণ। [সং. √ তপ্ + অনীয়]। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535161
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140634
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883659
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603111

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us