(p. 60) ayōni বিণ. জন্মহীন। বি. যোনি ব্যতীত অন্য স্হান। [সং. ন + যোনী]। ̃ জ, ̃ .সম্ভব, ̃ .সম্ভৃত বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন; যোনী থেকে উত্পন্ন হয়নি এমন। বি. 1 ব্রহ্মা; 2 পরমেশ্বর। ̃ জা, ̃ .সম্ভবা, ̃ .সম্ভূতা স্ত্রী. বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন। বি. 1 সীতা; 2 দ্রৌপদী। 17)