Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্যচ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঘোর2
(p. 8) aghōra2 বিণ. 1 অতি ঘোর, ভীষণ, প্রচণ্ড, অত্যধিক ('অঘোর বাদল': ধ. ম.); 2 বেহুঁশ, অচেতন, সংজ্ঞাহীন ('পড়ে আছে হইয়ে অঘোর'; দে. সে.)। [বাং. অ (অতি বা সম্যক অর্থে) + সং. ঘোর]। 22)
অপলকা
(p. 39) apalakā বিণ. পলকা, ভঙ্গুর, ঠুনকো। [বাং. অ (সম্যক অর্থে) + পলকা]। 17)
অভই-ব্যপ্তি
(p. 50) abhi-byapti বি. সম্যক বিস্তৃতি, পুরোপুরি ছড়িয়ে থাকা। [সং. অভি + ব্যপ্তি]। অভি-ব্যপ্ত বিণ. পরিব্যপ্ত, সমগ্রভাবে বিস্তৃত। 103)
আধি
(p. 89) ādhi বি. মানসিক পীড়া; দুশ্চিন্তা ('ব্যাধির চেয়ে আধি হল বড়ো': রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + ̃ধা + ই] ̃ক্ষীণ বিণ. মনঃপীড়ায় কাতর। ̃. ব্যাধি বি. মানসিক ও দৈহিক পীড়া। 97)
আপীত2
(p. 97) āpīta2 বিণ. সম্যক পান করা হয়েছে এমন, ভালোভাবে পান করা হয়েছে এমন। [সং. আ + √ পা + ত]। 10)
আহব2
(p. 111) āhaba2 বি. যজ্ঞ। [সং. আ + √ হু + অ]। আহবনীয় বিণ. সম্যক হোম করার যোগ্য, উত্তমরূপে হোম করার যোগ্য। বি. গার্হপত্য থেকে যে সংস্কৃত যজ্ঞাগ্নি উদ্ধার করা হয়। 14)
আ৩
(p. 77) ā3 অব্য. ঈষত্ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)। 4)
তাড়ু2
(p. 373) tāḍ়u2 বি. বিণ. 1 আনাড়ি; 2 (খেলাধুলায়) অসংযতভাবে বা তেড়ে-হেঁকে খেলে এমন (তাড়ু ব্যাট্সম্যান)। [বাং. তাড়া2 + উ]। 56)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
পরি-জ্ঞাত
(p. 497) pari-jñāta বিণ. বিশেষভাবে বা সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত। [সং. পরি + জ্ঞাত]। 28)
পরি-জ্ঞান
(p. 497) pari-jñāna বি. 1 সম্যক জ্ঞান বা পরিচয়; 2 অন্তর্দৃষ্টি, insight (বি.প.)। [সং. পরি + জ্ঞান]। 29)
পরি-প্লুত
(p. 499) pari-pluta বিণ. সম্যক প্লাবিত; সম্পূর্ণরূপে প্লাবিত বা সিক্ত বা নিমজ্জিত (অশ্রুপরিপ্লুত নেত্রে, করুণাপরিপ্লুত হৃদয়)। [সং. পরি + √ প্লু + ত]। 11)
পরি-ভুক্ত
(p. 499) pari-bhukta বি. 1 সম্ভোগ করা হয়েছে এমন; 2 সম্যক উপভোগ করা হয়েছে এমন। [সং. পরি + ভুক্ত]। 44)
পরি-ভোগ
(p. 499) pari-bhōga বি. 1 সম্ভোগ; 2 সম্যক উপভোগ।[সং. পরি + ভোগ]। বিণ. পরি-ভুক্ত। 46)
পরি-শীলন
(p. 499) pari-śīlana বি. 1 সম্যক চর্চা, অনুশীলন; 2 আলিঙ্গন। [সং. পরি + √ শিল্ + অন]। পরি-শীলিত বিণ. 1 চর্চা বা অনুশীলন করা হয়েছে এমন; 2 মার্জিত, শিষ্টতাসম্পন্ন (পরিশীলিত রুচি, পরিশীলিত ব্যবহার)। 67)
পরি-শোধন
(p. 499) pari-śōdhana বি. 1 সম্যক শোধন বা পরিষ্করণ; 2 ভালভাবে ধোয়া-মোছা করা। [সং. পরি + শোধন]। পরি-শোধ্য বিণ. পুরোপুরি শোধ করা হয়েছে এমন; ভালোভাবে শোধিত বা পরিষ্কৃত। 72)
পরি1
(p. 496) pari1 সম্যক ব্যাপ্তি বিশিষ্টতা বিরোধ নিন্দা প্রভৃতি সূচক উপসর্গবিশেষ (পরিমাণ, পরিবাদ, পরিণাম)। [সং. √ পৃ + ই]। 18)
পরিদর্শন
(p. 498) paridarśana বি. 1 সম্যক দর্শন; 2 পর্যবেক্ষণ; 3 তত্ত্বাবধান; 4 অবস্হা ও ক্রিয়াকলাপ বোঝার জন্য দর্শন, inspec tion (স. প.)। [সং. পরি + দর্শন]। পরি-দর্শী (-র্শিন্) বিণ. পরিদর্শন করে এমন, inspecting (স.প.)। 17)
পরিদৃষ্ট
(p. 498) paridṛṣṭa বিণ. সম্যক দৃষ্ট। [সং. পরি + দৃষ্ট]। 19)
পরিবর্ধন
(p. 499) paribardhana বি. 1 সম্যক বর্ধন, বৃদ্ধি বা সম্প্রসারণ. enlargement (স.প.); 2 লালনপালন; 3 উন্নতিসাধন। [সং. পরি + বর্ধন]। পরি-বর্ধিত বিণ. পরিবর্ধন করা হয়েছে এমন। 17)
পরিবৃত
(p. 499) paribṛta বিণ. সম্যক পরিবেষ্টিত বা আবৃত (শত্রুসৈন্য পরিবৃত, শ্যালক-শ্যালিকা পরিবৃত হয়ে)। [সং. পরি + √ বৃ + ত]। পরিবৃতি বি. সম্যক বেষ্টন বা আবরণ। 24)
প্রদর্শন
(p. 546) pradarśana বি. 1 সম্যক দর্শন, ভালোভাবে দেখা, পর্যবেক্ষণ। [সং. প্র + √ দৃশ্ + অন]; 2 দর্শন করানো, দেখানো; 3 উল্লেখ করা। [সং. প্র + √ দৃশ্ + ণিচ্ + অন]। প্রদর্শনী বি. যেখানে বিভিন্ন বস্তু বা প্রাণী বা ক্রী়ড়া-কৌতুকাদি দেখানো হয়, exhibition. প্রদর্শিত বিণ. দেখানো হয়েছে এমন। 20)
প্রদান
(p. 546) pradāna বি. 1 সম্যক দান; 2 সমর্পণ; 3 বিতরণ। [সং. প্র + √ দা + অন]। প্রদাতা (-তৃ), প্রদায়ক, প্রদায়ী (-য়িন্) বিণ. প্রদানকারী। স্ত্রী. প্রদাত্রী, প্রদায়িকা, প্রদায়িনী। 24)
প্রপতন
(p. 546) prapatana বি. 1 পতন; 2 সম্যক পতন ও মৃত্যু; 3 বিনাশ, ধ্বংস। [সং. প্র + √ পত্ + অন]। 38)
প্রযত্ন
(p. 550) prayatna বি. 1 বারংবার বা সম্যক চেষ্টা, অধ্যবসায় (প্রযত্ন ছাড়া সাফল্য আসে না); 2 (বাং.) তত্ত্বাবধান। [সং. প্র + যত্ন]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140477
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730691
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942900
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us