Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহযোগিতা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসহ-যোগ, অসহ-যোগিতা
(p. 70) asaha-yōga, asaha-yōgitā বি. 1 সহযোগ না করা; অন্যের কাজে সাহায্য না করা; 2 অনাদর; 3 উপেক্ষা। [সং. ন + সহযোগ, সহযোগিতা]। অসহযোগ আন্দোলন বি. রাজ্যশাসনের কাজে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয় জনগণের সহযোগিতা না করার জন্য গান্ধিজির নেতৃত্বে আন্দোলন, non-cooperation movement. অসহ-যোগী (-গিন্) বিণ. সহযোগ বা সহযোগিতা করে না এমন। 41)
আঁতাঁত
(p. 79) ān̐tān̐ta বি. বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে সদ্ভাব ও সহযোগিতা; মৈত্রী (অশুভ আঁতাঁত)। [ফ. entente]। 27)
কাঁধ
(p. 174) kān̐dha বি. স্কন্ধ; ঘাড়, শরীরের যে-অংশের সঙ্গে দুই হাত যুক্ত থাকে। [সং. স্কন্ধ]। কাঁধ দেওয়া ক্রি. বি. বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে অপরের কাঁধে পালাক্রমে বোঝা দেওয়া। কাঁধে কাঁধে মিলানো ক্রি. বি. পরস্পরের সহায়তায় কাজে অগ্রসর হওয়া; পরস্পরের সঙ্গে সহযোগিতা করা। কাঁধা-কাঁধি বি. পরস্পরের কাঁধে বহন করা। ক্রি-বিণ. একজনের কাঁধের উপরে বা পাশে একজন, তার কাঁধের উপরে বা পাশে আর একজন, এইভাবে (কাঁধাকাঁধি দাঁড়াও); একবার এর কাঁধে এবং আরেকবার অন্যজনের কাঁধে এইভাবে (কাঁধাকাঁধি বয়ে নিয়ে যাওয়া)। কাঁধে নেওয়া ক্রি. বি. (আল.) দায়িত্ব গ্রহণ করা। 82)
দায়2
(p. 405) dāẏa2 বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় বাং. অর্থান্তরে]। ̃ সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)। 30)
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
সমাজ
(p. 808) samāja বি. 1 পরস্পরের সহযোগিতায় অবস্হানকারী মানুষের সংঘ (সমাজে মিলেমিশে বাস করতে হয়); 2 একজাতীয় প্রাণীর দল বা যুথ (পশুসমাজ, পক্ষীসমাজ); 3 জাতি, সম্প্রদায় (ক্ষত্রিয়সমাজ, শিখসমাজ); 4 সংঘ, সভা; 5 কালক্রমাগত ব্যবস্হা (সমাজবিরুদ্ধ আচরণ); 6 (বাং.) বৈষ্ণবদের সমাধিস্হান। [সং. সম্ + √ অজ্ + অ]। ̃ চ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা। ̃ তত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, soci ology. ̃ তাত্ত্বিক বিণ. 1 সমাজবিজ্ঞানে পণ্ডিত; 2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological. ̃ তন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উত্পাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্হা, socialism. ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বিণ. 1 সমাজতন্ত্রের মতবাদ বিশ্বাস ও সমর্থন করে এমন, socialist; 2 সমাজতন্ত্রের নীতিঅনুসারী, socialistic. ̃ পতি বি. 1 গ্রাম বা সম্প্রদায়ের সামাজিক বিধিনিয়মের প্রধান সংরক্ষক, সমাজের নেতা; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। ̃ বদ্ধ বিণ. একত্রে সমাজে বাসকারী। ̃ বন্ধু বি. সমাজের উপকার করে এমন ব্যক্তি। ̃ বিজ্ঞান, ̃ বিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক -এর অনুরূপ। ̃ বিদ্যা বি. সমাজতত্ত্ব -র অনুরূপ। ̃ বিধি বি. সমাজের আইনকানুন। ̃ বিরোধী (-ধিন্) বিণ. 1 সমাজজীবনের পক্ষে বিপজ্জনক; 2 আইনশৃঙ্খলাভঙ্গকারী; 3 দুষ্কৃতকারী। ̃ ব্যবস্হা বি. সমাজের গঠন বা নিয়ম। ̃ শাসন বি. সমাজের বিধিনিয়ম। ̃ সংস্কার বি. সমাজের দোষত্রুটি দূরীকরণ। ̃ সংস্কারক বিণ. সমাজসংস্কারকারী। ̃ সেবা বি. জনগণের কল্যাণসাধন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী। 89)
সহযোগ
(p. 820) sahayōga বি. 1 সংযোগ, মিলন (নানাদ্রব্যসহযোগে); 2 (কাজকর্মে) পরস্পর সাহায্য, সহায়তা। [সং. সহ + √ যুজ্ + অ]। সহ-যোগী (-গিন্) বিণ. 1 সাহায্যকারী; 2 সহকর্মী; 3 সহকারী (সহযোগী সম্পাদক)। সহ-যোগিতা বি. 1 সহযোগীর ভাব বা কাজ; 2 সাহায্য (স্ত্রীর সহযোগিতা)। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534950
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730713
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942917
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883586
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us