Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাজিয়ে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গ্রন্হাগার
(p. 261) granhāgāra বি. যে গৃহে পাঠকদের জন্য বহু বই সাজিয়ে রাখা হয়, পাঠাগার, লাইব্রেরি। [সং. গ্রন্হ + আগার]। গ্রন্হাগারিক বি. গ্রন্হাগারের অধ্যক্ষ বা পরিচালক, লাইব্রেরিয়ান। 45)
তাংড়া
(p. 373) tāṇḍ়ā ক্রি. তাংড়ানো। [মরা. √ তাঙ্গড়]। ̃ নো ক্রি. 1 সাজিয়ে গুছিয়ে রাখা (জিনিসপত্র তাংড়ানো, কাজকর্ম তাংড়ানো); 2 সামলে রাখা (ছেলেপিলে তাংড়ানো); 3 আঁটা, স্হানসংকুলান হওয়া। বি. উক্ত অর্থে। 7)
থর
(p. 392) thara বি. 1 স্তর, থাক (থরে থরে সাজানো); 3 লোল মাংস (পেটে থর নেমেছে)। [সং. স্তর]। থরে-বিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে ('সকলি দিলাম তুলে থরে-বিথরে': রবীন্দ্র)। 13)
দান2
(p. 402) dāna2 বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ̃ খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ̃ ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। ̃ ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ̃ পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ̃ বীর, ̃ শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ̃ শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ̃ শীলতা। ̃ সজ্জা, ̃ সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ̃ সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ̃ সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য। 72)
ফুল2
(p. 567) phula2 বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ̃ কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ̃ কপি দ্র কপি। ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ̃ কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ̃ কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ̃ খড়ি দ্র খড়ি। ̃ ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ̃ ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ̃ টুসকি, ̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ̃ ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ̃ দার বিণ. ফুলের নকশাযুক্ত। ̃ দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া। ̃ বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ̃ বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ̃ শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুলছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ̃ শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃ সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ̃ সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ̃ হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া। 20)
বাড়া
(p. 596) bāḍ়ā ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ প্রাকৃ. বড্ঢি হি. বাঢ় + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্হা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ̃ বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া। 25)
বাসক2
(p. 602) bāsaka2 বি. শয়নগৃহ ('বাসক শয়নপরে': রবীন্দ্র)। [সং. বাস + ক (স্বার্থে)]। ̃ সজ্জা, বাস-সজ্জা বি. নায়কের আসার আশায় যে নায়িকা সুসজ্জিতা হয়ে বাসক সাজিয়ে রাখে। 98)
শ্রেণি, শ্রেণী
(p. 789) śrēṇi, śrēṇī বি. 1 পঙ্ক্তি, সারি (শ্রেণিবদ্ধ); 2 সম্প্রদায় (বিভিন্ন শ্রেণির লোক); 3 সমধর্মী বা সমকর্মী ব্যক্তিরা (ব্যবসায়ীশ্রেণী); 3 দল, পাল (মৃগশ্রেণি); 4 বিভাগ, ক্লাস (দ্বিতীয় শ্রেণি)। [সং. √ শ্রি + নি, + ঈ]। ̃ বদ্ধ বিণ. সারিবাঁধা। ̃ বিন্যাস বি. বিভিন্ন শ্রেণিতে সাজিয়ে রাখা। ̃ ভুক্ত বিণ. শ্রেণির অন্তর্ভুক্ত, দলভুক্ত। ̃ সংগ্রাম, ̃ সংঘাত বি. (রাজ.) প্রতিষ্ঠা বা প্রাধান্য লাভের জন্য বিভিন্ন শ্রেণিভুক্ত মানবসম্প্রদায়ের মধ্যে বিরোধ বা লড়াই, class struggle. ̃ হীন বিণ. যেখানে শ্রেণি বা শ্রেণিতে শ্রেণিতে পার্থক্য নেই (শ্রেণিহীন সমাজ)। 4)
সাজা৩
(p. 823) sājā3 ক্রি. 1 সজ্জিত হওয়া, পোশাক-পরিচ্ছদ পরা (কনে সাজছে); 2 পরের রূপ বা মিথ্যা রূপ ধারণ করা (সাধু সাজা, ভালোমানুষ সাজা); 3 মানানো, শোভা পাওয়া (তোমার মুখে এমন কথা সাজে না); 4 পোশাকাদি পরে প্রস্তুত হওয়া (যুদ্ধের জন্য সাজা); 5 পান-তামাক ইত্যাদি সেবনের জন্য প্রস্তুত করা (তামাক সাজা, পান সাজা)। বি. উক্ত সব অর্থে। বিণ. সেবনের জন্য প্রস্তুত করা হয়েছে এমন (সাজা পান)। [সং. √ সজ্জ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 পোশাক-পরিচ্ছদ পরানো; 2 যা সত্য নয় তাই তৈরি করা (সাক্ষী সাজানো); 3 সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা (দোকান সাজানো, ঘর সাজানো, বইগুলি তাকের উপর সাজিয়ে রাখো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে (সাজানো মামলা)। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534526
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140043
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730164
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942332
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883434
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838407
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696571
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us