Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাবালক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ডানা
(p. 355) ḍānā বি. 1 যার সাহায্যে পাখি উড়তে পারে, পাখা ('চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি': জী. দা); 2 মাছের পাখনা। [সং. ডয়ন ডান + বাং. আ]। ডানকাটা পরি দ্র পরি। ডানা গজানো ক্রি. 1 পাখির ছানার প্রথম ডানা হওয়া; 2 (সচ. নিন্দার্থে আল.) সাবালক হওয়া, অন্যের সাহায্যে বা পরামর্শ ছাড়াই চলতে শেখা। বি. উক্ত উভয় অর্থে। 30)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
প্রাপ্ত
(p. 554) prāpta বিণ. পাওয়া গেছে এমন, লব্ধ (প্রাপ্তকাল, প্রাপ্তধন)। [সং. প্র + √ আপ্ + ত]। ̃ কাল বি. যার সময় হয়েছে; মুমূর্ষু, মৃত্যুমুখী। ̃ বয়স্ক বিণ. পূর্ণ বয়স পেয়েছে এমন, বয়ঃপ্রাপ্ত, পূর্ণবয়স্ক; সাবালক। ̃ ব্য বিণ. প্রাপ্য, পাওয়া উচিত এমন। ̃ ব্যবহার বিণ. বিষয়কর্ম করার উপযুক্ত বয়স হয়েছে এমন, সাবালোক। ̃ যৌবন বিণ. যৌবন লাভ করেছে এমন, পূর্ণবয়স্ক। স্ত্রী. ̃ যৌবনা। 54)
বয়ঃ
(p. 580) baẏḥ (-য়স্) বি. 1 বয়স (বয়ঃসন্ধি, বয়ঃক্রম); 2 আয়ু, জীবনকাল; 3 যৌবন, সাবালকত্ব (বয়ঃপ্রাপ্ত)। [সং. বয়্ (-গতি) + অস্]। ̃ ক্রম বিণ. বয়স। ̃ প্রাপ্ত বিণ. প্রাপ্তবয়স্ক, সাবালক, যৌবনপ্রাপ্ত। ̃ সন্ধি বি. বাল্যের শেষ এবং যৌবন বা কৈশোরের আরম্ভকাল। ̃ স্হ, বয়স্হ বিণ. বয়ঃপ্রাপ্ত, যুবক; মধ্যবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ। ̃ স্হা, বয়স্হা বিণ. (স্ত্রী.) 1 বয়ঃপ্রাপ্তা, সোমত্ত; বিবাহের উপযুক্ত বয়ঃপ্রাপ্তা; 2 মধ্যবয়স্কা, প্রৌঢ়া, প্রবীণা। 4)
বয়স
(p. 580) baẏasa বি. জন্মের সময় থেকে অস্তিত্বের কাল, বয়ঃক্রম; পরিণত বয়স (তার বয়স হয়েছে, এখন খাটতে পারে না)। [সং. বয়স্]। ̃ কাল বি. সাবালক অবস্হা, যৌবন; পরিণত বয়স (বয়সকালে এসব দোষ সেরে যাবে)। ̃ ফোড়া বি. যৌবনের আরম্ভে মুখ যে ব্রণ ওঠে। বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া। বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)। বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য। বয়সের গাছপাথর না থাকা ক্রি. বি. খুব বেশি বয়স হওয়া। বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে মানানসই, বয়সের উপযোগী, বয়সের যোগ্য (বয়সোচিত আচরণ)। 10)
বয়স্ক1
(p. 580) baẏaska1 বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বয়ঃপ্রাপ্ত, সাবালক (বয়স্কপাঠ্য, বয়স্কশিক্ষা)। [সং. বয়স্হ]। 11)
লায়েক
(p. 760) lāẏēka বিণ. 1 সাবালক; 2 যোগ্য, সমর্থ, কাজ করার উপযুক্ত; 3 (নিন্দায়) মাতব্বর (খুব লায়েক হয়ে গেছ দেখছি); 4 ফসলের উপযুক্ত (লায়েক জমি)। [আ. লায়ক]। 8)
সাবালক
(p. 828) sābālaka বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. 'নাবালিগ্'এর অনুকরণে]। স্ত্রী. সাবালিকা। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614781
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227940
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839906
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098958
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916368
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719485
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649164

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us