Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সারাংশ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আকু-পাংচার
(p. 81) āku-pāñcāra বি. শরীরের বিভিন্ন স্হানে ছুঁচ ফুটিয়ে রোগ সারানোর চৈনিক পদ্ধতি। [লা. acus (ছুঁচ) + punctura (ফোটানো)]।
ইফ-তার
(p. 114) ipha-tāra বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। [আ. ইফ্তার]। 47)
ওঠ-বস
(p. 153) ōṭha-basa বি. 1 ক্রমাগত ওঠা আর বসা; 2 একই সঙ্গে চলাফেরা (সারাদিন তোমার সঙ্গে ওঠবস করি, আর আমিই এটা জানতে পারলাম না!)। [বাং. ওঠা + বসা]। 2)
খড়-খড়, খড়-মড়
(p. 221) khaḍ়-khaḍ়, khaḍ়-maḍ় বি. শুকনো খড় ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ শুনেছি)। [দেশি]। খড়-খড়ে বিণ. 1 ওইরকম শব্দকারী; 2 অত্যন্ত শুকনো (খড়খড়ে গামছায় মুখ মুছো না)। 42)
খিচ-খিচ, খিচ-মিচ, খিচি-মিচি
(p. 229) khica-khica, khica-mica, khici-mici অব্য. বি. ক্রমাগত বকুনি, তিরস্কার (সারাদিন এত খিচখিচ কর কেন?)। [দেশি]। 19)
খুক
(p. 230) khuka অব্য. অনুচ্চ কাশির শব্দ। [দেশি]। ̃ খুক অব্য. ক্রমাগত অনুচ্চ কাশির শব্দ। ̃ খুকানি বি. ক্রমাগত অনুচ্চ কাশি (ও ঘর থেকে সারারাত দাদুর খুকখুকানির শব্দ এসেছে)। 24)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
খ্যাঁত্-খ্যাঁত্
(p. 235) khyān̐t-khyān̐t বি. অব্য. অসুস্হ বা রুগ্ণ শিশুর বিরক্তিকর মৃদু কান্না বা ঘ্যানরঘ্যানর (ছেলেটা সারাদিন এত খ্যাঁত্ খ্যাঁত্ করছে যে ওকে রেখে কাজ করতেই পারছি না)। [দেশি]। 15)
গড়ি-মসি
(p. 236) gaḍ়i-masi বি. দীর্ঘসূত্রতা; আলসেমি, (গড়িমসি করে সারাটা দিন কাটিয়ে দিলে)। [দেশি]। 41)
গাবা৩
(p. 246) gābā3 ক্রি. 1 গর্বভরে নিজের প্রভাব প্রতিপত্তি প্রচার করা; 2 বিনা কাজে গল্পগুজব করা এবং ঘুরে বেড়ানো (সারাদিন বেশ গাবিয়ে বেড়াচ্ছে)। [ সং. গর্ব + বাং. আ]। ̃ নো2 ক্রি. গাবা। বি. উক্ত অর্থে। 66)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
ঘেরা, ঘিরা
(p. 270) ghērā, ghirā ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্হান; ঘের। বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ̃ ও বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ̃ টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ̃ নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। বিণ. উক্ত অর্থে। 46)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
তাস
(p. 375) tāsa বি. 1 খেলার জন্য চিত্রিত মোটা কাগজের খণ্ডবিশেষ; 2 সুতোর তাসা। [হি. তাশ আ. তাস্]। তাস পেটা ক্রি. বি. তাস নিয়ে খেলা (সারাদিন কেবল তাসই পিটছে)। তাসের ঘর, তাসের বাড়ি বি. 1 সহজেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি; 2 (আল.) অত্যন্ত বিপজ্জনক বা অনিশ্চিত বা ক্ষণস্হায়ী অবস্হা। তাসানো ক্রি. 1 গোছার ভিতরের তাস নেড়েচেড়ে তাদের স্হান অদলবদল করা; 2 ভেস্তে দেওয়া, ব্যর্থ করা (তুমিই তো ব্যাপারটাকে তাসিয়ে দিলে)। বি. বিণ. উক্ত দুই অর্থে। 107)
থিয়েটার
(p. 392) thiẏēṭāra বি. 1 নাট্যশালা, অভিনয়গৃহ; 2 নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। ̃ ওয়ালা বি. 1 নাট্যশালার মালিক বা পরিচালক; 2 অভিনেতা। থিয়েটারি বিণ. 1 অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); 2 নাটুকেপনায় পূর্ণ। 45)
থোড়
(p. 394) thōḍ় বি. 1 কলা গাছের ভিতরের সারাংশ; 2 ধান গাছের শিষ বার হবার অবস্হা; 3 (ব্যঙ্গে, আঞ্চ.) অকিঞ্চিত্কর কিছু, কিছুই না (সবাই তাদের ভাগ পেল, আমি পেলাম থোড়)। [দেশি]। 29)
দৌরাত্ম্য
(p. 426) daurātmya বি. 1 উত্পীড়ন, অত্যাচার (মস্তানদের দৌরাত্ম্য); 2 অশান্ত আচরণ, দুরন্তপনা (ছেলেটা সারাদিন কী দৌরাত্ম্যই না করে!)। [সং. দুরাত্মন্ + য]। 3)
নম, নমঃ (-মস্), (কথ্য আঞ্চ.)
(p. 447) nama, namḥ (-mas), (kathya āñca.) বি. প্রণাম, নমস্কার। [সং. √ নম্ + অস্]। নমা ক্রি. (কাব্যে) প্রণাম বা প্রণতি করা ('নমি তব পদাম্বুজে': মধু.)। নম নম (নমো নমো) করে সারা ক্রি. বি. সংক্ষেপে, দায়সারাভাবে বা তাড়াতাড়ি কোনোরকমে শেষ করা। 35)
নিষ্কর্ষ
(p. 475) niṣkarṣa বি. 1 নিষ্কাশিত সারাংশ, যে সারাংশ বার করা হয়েছে (গ্রন্হের নিষ্কর্ষ); 2 তাত্পর্য। [সং. নির্ + √ কৃষ্ + অ]। ̃ ণ বি. 1 দূরীকরণ, অপনয়ন; 2 নিষ্কাশন। 2)
পরি-শ্রম
(p. 499) pari-śrama বি. খাটুনি, মেহনত, আয়াস (এ বড়ো পরিশ্রমের কাজ, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি ফেরে)। [সং. পরি + শ্রম]। পরি-শ্রমী (-মিন্) বিণ. 1 পরিশ্রম করতে অভ্যস্ত বা সমর্থ; 2 পরিশ্রম করে এমন, খাটিয়ে। 73)
পুরস্কার
(p. 526) puraskāra বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা ('বসাইলা আসনে তারে করি পুরস্কার': চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান ('বণিক সমাজে তারে করে পুরস্কার': ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]। 28)
ফলিত
(p. 562) phalita বিণ. 1 ফলবিশিষ্ট; 2 সফল, সত্যরূপে প্রমাণিত; 3 পরীক্ষা বা গবেষণার দ্বারা সিদ্ধ, প্রক্রিয়ামূলক, applied, practical (ফলিত রসায়ন)। [সং. ফল + ইত]। ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যেবিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়। ফলিতার্থ বি. তাত্পর্য, মূল কথা, সারাংশ। 13)
ফ্যা ফ্যা
(p. 570) phyā phyā বি. ব্যর্থ ঘোরাঘুরি, অনর্থক ঘোরাঘুরির ভাব (সারাদিন চাকরির জন্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে)। [ধ্বন্যা.]। 26)
বেকার
(p. 633) bēkāra বিণ. 1 কর্মহীন (সারাটা দিন বেকার গেল); 2 চাকুরিহীন, জীবিকাহীন (বেকার যুবক); 3 নিরর্থক, অনর্থক (বেকার খাটুনি)। বি. বেকার লোক। [ফা. বে + সং. কার (কর্ম)-তু-ফা. বেগার]। ̃ ত্ব বি. বেকারি -র অনুরূপ। ̃ ভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য। বেকারি বি. বেকার অবস্হা (বেকারির জ্বালা)। 115)
ব্যাপা
(p. 651) byāpā ক্রি. (কথ্য) ব্যাপ্ত হওয়া, ছড়ানো, বিস্তৃত হওয়া (সারাদিন ব্যেপে বৃষ্টি, দেশ ব্যেপে গুজব)। [সং. বি + √ আপ্ + বাং. আ]। দ্র ব্যেপে। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535010
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730802
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942995
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883609
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696702
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us