Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সূর্যের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

সংক্রান্তি
(p. 792) saṅkrānti বি. 1 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 2 সঞ্চার, গমন; 3 ব্যাপ্তি; 4 বাংলা মাসের শেষ দিন। [সং. সম্ + ক্রান্তি]। 30)
অরণ
(p. 61) araṇa বি. 1 সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা; 2 সদ্য - উদিত সূর্য; 3 উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; 4 রক্তের বর্ণ। বিণ. রক্তবর্ণবিশিষ্ট; সদ্য- উদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল। [সং. √ ঋ + উণ]। অরুণা বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা। বি. গরুড়ের ভগিনী। ̃. বসন বি. লাল রঙের বস্ত্র। ̃. লোচন, ̃. নেত্র বি. রক্তচক্ষু। ̃ সারথি বি. সূর্য। অরুণিত বিণ. রক্তের রঙে রঞ্জিত, লাল রঙে রাঙানো। অরুণিম বিণ. লাল আভাবিশিষ্ট। অরুণিমা বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা। অরুণোদয় বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা। 15)
অসূর্যস্পশ্য
(p. 72) asūryaspaśya বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। 24)
অস্তোদয়
(p. 73) astōdaẏa বি. 1 সূর্যের অস্ত ও উদয়; 2 সূর্যের অস্তগমন থেকে পুনরায় উদয় পর্যন্ত সময় ('উদয়াস্ত অস্তোদয় করিল বিস্তার': ভা. চ.)। [সং. অস্ত + উদয়]। 12)
অয়ন
(p. 59) aẏana বি. 1 পথ; ব্যূহপথ; 2 ভূমি; 3 গৃহ; 4 সূর্যের গতি (উত্তরায়ণ, দক্ষিণায়ন); সূর্যের গতিপথ। [সং. √ অয়্ + অন]। ̃ .মণ্ডল বি. রাশিচক্র ও রাশিচক্রস্হ সূর্যের দৃশ্যমান গতিপথ। অয়নাংশ বি. সূর্যের ভ্রমণপথের অংশ। 21)
আড়2
(p. 85) āḍ়2 বি. আড়াল ('তেপান্তরে পাহাড়ের আড়ে দেখেছি সূর্যের যাত্রা': বিষ্ণু)। [সং. অন্তরাল; হি. আড়]। 77)
আবির্ভাব, আবির্ভবন
(p. 99) ābirbhāba, ābirbhabana বি. 1 প্রকাশ, উদয় (মেঘের আড়াল থেকে সূর্যের আবির্ভাব); 2 অধিষ্ঠান (দেবতার আবির্ভাব); 3 প্রাদুর্ভাব (কলেরার আবির্ভাব)। [সং. আবিস্ + ̃ ভূ + অ, অন]। আবির্ভূত বিণ. প্রকাশিত, উদিত; অধিষ্ঠিত; অবতীর্ণ (মহাপুরুষ আবির্ভূত হলেন); প্রাদুর্ভূত। 18)
আলো-চাল
(p. 106) ālō-cāla বি. আতপ চাল, সূর্যের আলোয় অর্থাত্ রোদে শুকিয়ে যে চাল তৈরি হয়। 63)
উত্তরায়ণ
(p. 125) uttarāẏaṇa বি. দক্ষিণ দিকের অয়নান্ত রেখা বা মকরক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে যাওয়া। [সং. উত্তর + অয়ন]। উত্তরায়ণান্ত-বৃত্ত বি. সূর্যের উত্তরায়ণের সীমানিরূপক কল্পিত রেখা, কর্কটক্রান্তি, Tropic of Cancer. 11)
উদয়
(p. 126) udaẏa বি. 1 আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়); 2 উত্পত্তি, লাভ (ফলোদয়); 3 উত্কর্ষ, উন্নতি (উদয়ের পথে); 4 সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)। [সং. উত্ + √ ই + অ]। ̃ গিরি, উদয়াচল বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়। উদয়াস্ত ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত। 29)
উষা, ঊষা
(p. 139) uṣā, ūṣā বি. রাত্রির অবসান; সূর্যোদয়ের অব্যবহিত পূর্বক্ষণ; ভোরবেলা। [সং. √ উষ্ + আ, (বিকল্পে) √ ঊষ্ + আ]। 11)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কুম্ভ
(p. 198) kumbha বি. 1 কলস, কলসি; ঘট; 2 হাতির মাথার পাশের মাংসপিণ্ড; 3 (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির মধ্যে একাদশ রাশি। [সং. ক (জল) + √ উন্ভ্ + অ]। ̃ কার বি. কুমোর, মৃণ্ময় পাত্রাদি নির্মাতা। ̃ মেলা বি. বারো বত্সর অন্তর হরিদ্বার প্রয়াগ প্রভৃতি তীর্থস্হানে কুম্ভ রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিখ্যাত মেলাবিশেষ। ̃ যোনি বি. অগস্ত্যমুনি। ̃ শাল, ̃ শালা বি. কুমোরের কর্মশালা বা কারখানা। 13)
ক্রান্তি
(p. 215) krānti বি. 1 সংক্রমণ; 2 অগ্রগতি; 3 আমূল পরিবর্তন, বিপ্লব; 4 অয়নবৃত্ত; অয়নমণ্ডল (কর্কটক্রান্তি, মকরক্রান্তি); 5 এক কড়ার তিন ভাগের এক ভাগ (কড়াক্রান্তি, ক্রান্তিকিয়া)। [সং. √ ক্রম্ + তি]। ̃ পাত বি. বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, eq uinoctial point. ̃ বলয় বি. বিষুবরেখার প্রায় চল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে কল্পিত বলয়াকৃতি রেখা। ̃ বৃত্ত, ̃ মণ্ডল বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic. কড়া-ক্রান্তির হিসাব বি. অতি সূক্ষ্ম হিসাব। ক্রান্তীয় বিণ. সংক্রমণ বা গতি সম্বন্ধীয়। 11)
গভস্তি
(p. 241) gabhasti বি. সূর্যের আলো। [সং. গ + √ভস্ + তি]। 19)
গেরন
(p. 256) gērana (চন্দ্রসূর্যের) গ্রহণ -এর অমা. কথ্য রূপ। 27)
গ্রসন
(p. 261) grasana বি. গ্রাস করা, ঢেকে ফেলা (চন্দ্র-সূর্যের গ্রসন)। [সং. √গ্রস্ + অন]। 50)
গ্রহাণু
(p. 261) grahāṇu বি. 1 উপগ্রহ; 2 সূর্যের চতুর্দিকে পরিভ্রমণকারী অতি ক্ষুদ্র গ্রহ, asteroid. [সং. গ্রহ + অণু]। ̃ পুঞ্জ বি. বহু গ্রহাণুর একত্র সমাবেশ। 59)
গ্রাস
(p. 261) grāsa বি. 1 ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়; 2 কবল (কালগ্রাস) ; 3 ভক্ষণ, গলাধঃকরণ, গেলা; 4 খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ; 5 গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ; 6 (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)। [সং. √গ্রস্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে। ̃ নালি, ̃ নালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet. গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র। গ্রাসিত বিণ. 1 কবলিত; 2 ভক্ষিত। 66)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
ছটা
(p. 301) chaṭā বি. 1 দীপ্তি (সূর্যের রঙের ছটা); 2 আভা, আলোক; 3 সৌন্দর্য, শোভা (রূপের ছটা); 4 জাঁকজমক, ঘটা (বাক্যের ছটা); 5 সমূহ; পরম্পরা (শ্লোকের ছটা)। [সং. √ ছো + অট + আ]। 13)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
জোয়ার1
(p. 330) jōẏāra1 বি. চন্দ্রসূর্যের আকর্ষণে সমুদ্র ও নদনদীর জলস্ফীতি (তু. ভাঁটা)। [হি. জুবার ( সং. জলবার)]। 18)
ঝলা
(p. 334) jhalā ক্রি. (কাব্যে) ঝলমল করা ('পিঙ্গল জটা ঝলিছে ললাটে': রবীন্দ্র)। বি. 1 প্রখর দীপ্তি; 2 সূর্যের কিরণতরঙ্গ। [সং. √ জ্বল্]। 47)
তপতী
(p. 367) tapatī বি. 1 সূর্যপত্নী ছায়া; 2 সূর্যের কন্যা; 3 তাপ্তী নদী। [সং. √ তপ্ + অত্ + ঈ]। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534753
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140277
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730441
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942619
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us