Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সৃষ্টিকারী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-শপ্ত
(p. 50) abhi-śapta বিণ. অভিশাপ বা শাপ দেওয়া হয়েছে এমন, শাপগ্রস্ত; (আল) যার জন্য পদে পদে দুর্দশা দু়ঃখ ইত্যাদির শিকার হতে হয় এমন (অভিশপ্ত জীবন, অভিশপ্ত গুপ্তধন); বিপদসৃষ্টিকারী। [সং. অভি + √ শপ্ + ত]। বি. অভি-শাপ। 128)
আঁধি, আঁন্ধি
(p. 80) ān̐dhi, ān̐ndhi বি. ঝড়ো হাওয়া যাতে ধুলো ও অন্ধকার সৃষ্টি হয়; ঝড়; অন্ধকার সৃষ্টিকারী জিনিস ('ঘুম ভাঙাবার আঁধি': ব. চ.)। [সং. অন্ধ, হি. আঁধী]। আঁধী-ঝড় বি. অন্ধকার সৃষ্টিকারী ঝড়। 10)
উদ্বেজয়িতা
(p. 128) udbējaẏitā (-তৃ) বিণ. উদ্বেগসৃষ্টিকারী। [সং. উত্ + √ বিজ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. উদ্বেজয়িত্রী। 26)
ওজঃ
(p. 152) ōjḥ (-জস্) বি. 1 তেজ, বল; 2 সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ; 3 দীপ্তি। [সং. ওজস্]। 23)
ঔপ-সর্গিক
(p. 155) aupa-sargika বিণ. 1 উপসর্গসম্বন্ধীয়; 2 (রোগের) উপসর্গ বা উত্পাতসৃষ্টিকারী। [সং. উপসর্গ + ইক]। 29)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
ঝোড়ো
(p. 339) jhōḍ়ō বিণ. 1 ঝড়সম্বন্ধীয়; 2 ঝড়যুক্ত (ঝোড়ো বাতাস); 3 ঝড় সৃষ্টিকারী (ঝোড়ো মেঘ); 4 ঝড়ে পীড়িত (ঝোড়ো কাক); 5 ঝড়ে পড়েছে এমন (ঝোড়ো আম)। [বাং. ঝড় + উয়া ও]। 33)
দাগা2
(p. 402) dāgā2 বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা. দগা]। ̃ দার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। ̃ দারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। ̃ বাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। ̃ বাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা। 49)
নট৪
(p. 444) naṭa4 বিণ. নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট। [সং. নষ্ট]। ̃ খট, ̃ খটি বি. ছোটখাটো গোলমাল বা ঝঞ্ঝাট (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে)। ̃ খটে বিণ. 1 ছোটখাটো ঝঞ্ঝাটপূর্ণ, গোলমেলে; 2 ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল সৃষ্টিকারী। ̃ ঘট, ̃ ঘটি বি. 1 নষ্ট বা অবৈধ প্রণয়সূচক ঘটনা; 2 কলঙ্কজনক ব্যাপার। ̃ ঘটে বিণ. নটঘটিসম্পর্কিত। ̃ বর বিণ. লম্পটশ্রেষ্ঠ, মহা লম্পট ব্যক্তি। 29)
পেনি-সিলিন
(p. 532) pēni-silina বি. রোগসৃষ্টিকারী কিছু জীবাণু ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন ওষুধবিশেষ। [ইং. penicillin]। 30)
প্রতি-সর্গ
(p. 543) prati-sarga বি. 1 ব্রহ্মার সৃষ্টিকার্যের পর তাঁর মানসপুত্রদের দ্বারা সৃষ্টি; 2 প্রলয়, মহাপ্রলয়। [সং. প্রতি + সর্গ (=স়ৃষ্টি)]। 24)
বিস্ময়
(p. 630) bismaẏa বি. আশ্চর্য, চমত্কৃত ভাব বা অবস্হা। [সং. বি + √ স্মি + অ]। ̃ কর, ̃ জনক, বিস্ময়াবহ বিণ. আশ্চর্যজনক। ̃ চিহ্ন বি. '!' এই চিহ্ন। ̃ বিহ্বল, বিস্ময়াকুল, বিস্ময়াবিষ্ট, বিস্মায়াভি-ভূত বিণ. বিস্ময়ে বিহ্বল বা হতবাক। বিস্ময়ান্বিত, বিস্ময়াপন্ন বিণ. বিস্মিত, চমত্কৃত। বিস্মিত বিণ. আশ্চর্যান্বিত; বিস্ময়যুক্ত। বিস্ময়োত্-ফুল্ল বিণ. বিস্ময়জনিত আনন্দে উদ্ভাসিত বা অভিভূত (বিস্ময়োত্ফুল্ল নয়ন)। বিস্ময়োত্পাদক বিণ. বিস্ময় সৃষ্টিকারী, বিস্ময় জন্মায় এমন (বিস্ময়োত্পাদক ঘটনা)। 28)
বীজাণু
(p. 630) bījāṇu বি. (অশু.) রোগ সৃষ্টিকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণু, ব্যাক্টেরিয়া। [সং. বীজ + অণু]। ̃ মুক্ত বিণ. যাতে জীবাণু দূর করা হয়েছে এমন, নির্বীজিত, sterilized. 64)
ভাই-রাস
(p. 659) bhāi-rāsa বি. 1 সবসময় সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এত ক্ষুদ্র রোগসৃষ্টিকারী জীবাণু; 2 (কম্পিউটারে) যেসব লুকানো প্রোগ্রাম ক্রমাগত কম্পিউটারে এসে অন্য প্রোগ্রামের ক্ষতি করে। [ইং. virus]। 15)
মাদক
(p. 692) mādaka বিণ, মত্ততাদায়ক, মত্ততাসৃষ্টিকারী মাদক দ্রব্য। বি. মত্ততাদায়ক দ্রব্য, নেশার বশ্তু মাদক সেবন [সং √ মদ + ণিচ্ + অক]। ̃ তা বি মত্ততা বা নেশা জন্মানোর শক্তি (ঐশ্বর্ষের মাদকতা ক্ষমতার মাদকতা)। ̃ .সেবন বি. মাদকদ্রব্য পান বা ভোজন ̃ .সেবী বিন্ বিণ নেশাখোর। মাদকাশক্তি বি. মাদকের প্রতি প্রবল অনুরাগ। 122)
মোহ
(p. 719) mōha বি. 1 ষড়্রিপুর অন্যতম; চিত্তের অন্ধতা; অবিদ্যা, অজ্ঞান, মূঢ়তা, ভ্রান্তি; 2 বুদ্ধিভ্রংশ (মোহাচ্ছন্ন মন); 3 বিবেকহীনতা; 4 মূর্ছা; 5 মায়া; 6 মাত্রাতিরিক্ত আবেশ। [সং. √ মুহ্ + অ]। ̃ .কর বিণ. মোহজনক, মোহের সৃষ্টি করে এমন। ̃ .তিমির বি. মোহরূপ অন্ধকার; অজ্ঞানজনিত ভ্রান্তি। ̃ .নিদ্রা বি. মোহরূপ নিদ্রা, মোহের বশে চিত্তের আচ্ছন্ন বা অচেতন অবস্হা। ̃ .বন্ধ, ̃ .বন্ধন বি. মায়ার বাঁধন বা প্রভাব। ̃ .ভঙ্গ বি. মোহের অবসান। ̃ মত্ততা, ̃ মদ বি. অজ্ঞানজনিত দম্ভ বা মূঢ়তা। ̃ মন্ত্র বি. মোহ-সৃষ্টিকারী মন্ত্র। ̃ মুগ্ধ বিণ. মায়ার দ্বারা প্রভাবিত বা আচ্ছন্ন। ̃ মুদগর বি. শংকরাচার্য-প্রণীত মোহ দূরীকরণের পথনির্দেশক শ্লোকসমষ্টি। 38)
যুগ
(p. 726) yuga বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কালপরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। 51)
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us