(p. 256) gōrā বিণ. 1 গৌরবর্ণ, ফরসা; 2 (ফরসা বলে) ইংরেজজাতীয় (গোরা পল্টন, গোরা সৈন্য)। বি. 1 শ্রীচৈতন্য ('কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে': বা. ঘো.); 2 ইয়োরোপের অধিবাসী; 3 ইয়োরোপীয় সৈন্য (একদল গোরা)। [সং. গৌর]। ̃ চাঁদ বি. শ্রীচৈতন্য, গৌরচন্দ্র। গোরার বাদ্য বি. ইয়োরোপীয় সৈনিকদের বাজনা। 134)