(p. 733) rabi বি. সূর্য, যে নক্ষত্রের চারদিকে পৃথিবী ঘোরে। [সং. √ রু + ই]। ̃ .কর বি. সূর্যের রশ্মি বা আলো। ̃ .চ্ছবি বি. সূর্যের দীপ্তি বা শোভা। ̃ .তনয়, ̃.নন্দন, ̃.সুত বি. 1 সূর্যের পুত্র; 2 শনি; 3 যম; 4 কর্ণ। স্ত্রী. ̃ .তনয়া, ̃.নন্দিনী, ̃.সুতা বি. (স্ত্রী.) সূর্যের কন্যা; যমুনা। ̃ .বর্ষ বি. (জ্যোতি.) এক নক্ষত্র থেকে যাত্রারম্ভ করে সমস্ত রাশিচক্র পরিক্রমণ করে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত হতে সূর্যের যে সময় লাগে। ̃ .বার, ̃.বাসর বি. সপ্তাহের প্রথম দিন, সোমবারের পূর্বদিন। ̃ .মণ্ডল বি. সূর্যের পরিধি বা পরিবেশ। ̃ .মার্গ বি. সূর্যের পরিক্রমণ পথ। ̃ .রশ্মি-রবিকর -এর অনুরূপ। 70)