Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্নাত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্নাত
(p. 73) asnāta বিণ. স্নান করেনি এমন। [সং. ন + স্নাত]। ̃ ক বি. 1 যে ব্যক্তি বিধিমতো ব্রহ্মচর্য পালনের পর সমাবর্তকালে রীতি অনুযায়ী স্নান করেনি; 2 (বর্ত.) যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি লাভ করেনি। 36)
আপ্লুত
(p. 97) āpluta বিণ. সম্পূর্ণ সিক্ত; স্নাত; (আল.) অভিষিক্ত (করুণায় আপ্লুত মন) [সং. আ + √ প্লু + ত]। 23)
এম এ, এম এসসি, এম কম
(p. 148) ēma ē, ēma ēsasi, ēma kama বি. যথাক্রমে কলা বা মানবিকবিদ্যা, বিজ্ঞান ও বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা উপাধি। [ইং. M.A., M.Sc., M.Com.]। 15)
এম বি
(p. 148) ēma bi বি. (বর্তমানে পরিবর্তিত) চিকিত্সাশাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি বা প্রাক্-স্নাতক উপাধি। [ইং. M.B]। 16)
এম বি বি এস
(p. 148) ēma bi bi ēsa বি. চিকিত্শাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি অর্থাত্ প্রাক্-স্নাতক উপাধি। [ইং. M.B.B.S]। 17)
গাউন
(p. 245) gāuna বি. 1 পাশ্চাত্য নারীদের শেমিজজাতীয় বহিঃ-পরিচ্ছদবিশেষ; 2 বিচারক, ব্যবহারজীবী, বিশ্ববিদ্যালয়ের আচার্য, স্নাতক প্রভৃতির পরিধেয় আলখাল্লাবিশেষ। [ইং. gown]। 7)
নাওয়া, নাহা
(p. 451) nāōẏā, nāhā ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ ( সং √স্না) + আ]। ̃ নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। বি. বিণ. উক্ত অর্থে। 24)
পঞ্চ
(p. 484) pañca (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। ̃ ক বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। ̃ কন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। ̃ কর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিত্সা ব্যবস্হা। ̃ গঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। ̃ গব্য দ্র গব্য। ̃ গুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। ̃ গৌড় বি. সরস্বতী নদীর তীরস্হ ভূভাগ এবং কনৌজ উত্কল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 45 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ তন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্হবিশেষ। ̃ তপা (-পস্), (বর্জি.) ̃ তপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্যএই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী। ̃ তিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী। ̃ তীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্হান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ। ̃ ত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাত্ মৃত্যু। ̃ ত্ব-প্রাপ্ত বিণ. মৃত। ̃ ত্ব-প্রাপ্তি বি. মৃত্যু। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 35 সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশত্তম বিণ. 35 সংখ্যক। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ দশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্হানীয়া; 2 পনেরো বত্সর বয়স্কা। বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্হবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)। ̃ নখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি। ̃ নদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাত্ পাঞ্জাব। ̃ নদী - পঞ্চনদ -এর অনুরূপ ('পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে': রবীন্দ্র)। ̃ নবতি বি. বিণ. 95 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম - বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী.। ̃ নবতিতমী। ̃ নিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়। ̃ পঞ্চা-শত্, ̃ পঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 55 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব। ̃ পাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র। ̃ পাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ; 2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ। ̃ পিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাত্ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা। ̃ প্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ। ̃ প্রাণ বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু। ̃ বটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্হ বনবিশেষ। ̃ বাণ বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব। ̃ বায়ু বি. পঞ্চপ্রাণ -এর অনুরূপ। ̃ বার্ষিক বিণ. 1 যার পাঁচ বত্সর অতীত হয়েছে; 2 যা পাঁচ বত্সর পর পর অনুষ্ঠিত হয়। পঞ্চবার্ষিক দ্র। ̃ বিংশতি বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। ̃ বিংশতি-তম বিণ. 25 সংখ্যক। স্ত্রী. ̃ বিংশতি-তমী। ̃ ভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)। ̃ ভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ও ব্যোম। ̃ ম বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, 'পা'; 2 কোকিলের ডাক। ̃ মকার বি. মদ্য মাংস মুদ্রা মত্স্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ। ̃ ম-বাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column. ̃ মহা-পাতক বি. ব্রহ্মহত্যা ব্রহ্মস্ব-হরণ গুরু গুরুপত্নীতে উপগমন সুরাপান ও এইসব পাপে লিপ্ত ব্যক্তিদের সংসর্গে বাসরূপ পাপ। ̃ মহা-যজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)। ̃ মী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্হানীয়া। বি. তিথিবিশেষ। ̃ মুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। বিণ. অতিশয় বাচাল; বহুভাষী ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। ̃ মুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)। ̃ রঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ। ̃ রত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল। ̃ শর - পঞ্চবাণ -এর অনুরূপ। ̃ শস্য বি. ধান যব মাষ তিল ও মুগ। ̃ ষষ্টি বি. বিণ. 65 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠি-তম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. ̃ ষষ্টি-তমী। 22)
পোস্ট-গ্র্যাজুয়েট
(p. 534) pōsṭa-gryājuẏēṭa বিণ. স্নাতকোত্তর; বি এ, বি এসসি, বি কম প্রভৃতি উপাধিলাভের পরবর্তী। [ইং. post-graduate]। 43)
বি ই
(p. 605) bi i বি. এনজিনিয়ারিং বিদ্যায় স্নাতক ডিগ্রি। [ইং. B.E.]। 63)
বি এ
(p. 605) bi ē বি. কলাবিভাগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি। [ইং. B.A.]। 66)
বি এল
(p. 605) bi ēla বি. আইনবিভাগে বিশ্ববিদ্যালয়ের পূর্বপ্রচলিত স্নাতক ডিগ্রি। [ইং. B.L.]। 68)
বি এসসি
(p. 605) bi ēsasi বি. বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। [ইং. B. Sc.]। 69)
বি কম
(p. 605) bi kama বি. বাণিজ্য বিভাগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি। [ইং. B. Com]। 78)
বৃষ্টি
(p. 633) bṛṣṭi বি. 1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ; 2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা); 3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি); 4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)। [সং. √বৃষ্ + তি]। ̃ পাত বি. মেঘ থেকে বারিবর্ষণ। ̃ বাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)। ̃ বিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা। ̃ মাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়। ̃ স্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত। ̃ হীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)। 82)
রৌদ্র
(p. 750) raudra বি. 1 রোদ, সূর্যের কিরণ বা আলো বা তাপ; 2 (অল.) কাব্যের রসবিশেষ। বিণ. 1 রুদ্রসম্বন্ধীয়; 3 প্রচণ্ড, ভয়ানক (রৌদ্রতেজ)। [সং. রুদ্র + অ]। ̃ .দগ্ধ বিণ. সূর্যতাপে ঝলসিত। ̃ .পক্ক বিণ. সূর্যতাপে সিদ্ধ। রৌদ্ধ সেবন করা ক্রি. বি. দেহে সূর্যালোক লাগানো। ̃ .স্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন। ̃ .স্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিত্সাবিশেষ, sun-bath. রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)। 59)
শিশির
(p. 779) śiśira বি. 1 নীহার, হিম, নিশাজল (শিশিরধৌত, শিশিরবিন্দু); 2 তুষার; 3 শীতকাল। [সং. √ শশ্ + ইর]।̃ ধৌত, ̃ স্নাত বিণ. শিশিরে ভেজা। 36)
সদ্য, সদঃ
(p. 803) sadya, sadḥ (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। ̃ সদ্য-তন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। ̃ পক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃ পাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্য-সদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্য-স্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্য-স্নাতা। সদ্যো-জাগ্রত্ বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যো-জাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যো-জীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী ('জলবিম্ব যথা সদা সদ্যোজীবী': মধু.)। সদ্যো-মাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস। সদ্যো-মুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত ('এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত। সদ্যো-মৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যো-মৃতা। 36)
সমা-বর্তন
(p. 808) samā-bartana বি. 1 প্রত্যাবর্তন; 2 ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে গার্হস্হ্যজীবনে প্রত্যাগমন; 3 (বাং) 'স্নাতক' ছাত্রগণকে উপাধি-বিতরণের সভা, convocation. [সং. সম্ + আবর্তন]। সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত। 103)
স্নাত
(p. 849) snāta বিণ. স্হান করেছে এমন। [সং. √ স্না + ত]। স্ত্রী. স্নাতা। ̃ ক বি. 1 যে-শিষ্য গুরুগৃহে বিদ্যাশিক্ষান্তে ব্রহ্মচর্য সমাপ্তিসূচক স্নান করেছে; 2 বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রিপ্রাপ্ত, graduate; 3 স্নানকারী বা স্নানার্থী লোক ('সরোবরে স্নাতক দেখি না': ব. চ.)। স্নাতকোত্তর বিণ. গ্রাজুয়েট হবার পরবর্তী, post-graduate. স্নাতানু-লিপ্ত বিণ. স্নানাস্তে অঙ্গে চন্দনাদি মেখেছে এমন। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534887
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140427
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730645
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942841
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696654
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us