Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্নানীয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্নান
(p. 73) asnāna বি. স্নানের অভাব, স্নান না করা। [সং. ন + স্নান]। 37)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গোসল
(p. 261) gōsala বি. স্নান। [আ. গুস্ল]। ̃ খানা বি. স্নানের ঘর, বাথরুম। 16)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্ত ও মলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
নিপান
(p. 461) nipāna বি. 1 পশুপাখি প্রভৃতির জলপান বা স্নানের জন্য নির্মিত কৃত্রিম খাত বা চৌবাচ্চা; 2 যে পাত্রে দুধ দোহন করা হয়। [বাং. নি + √ পা + অন]। 51)
স্নান
(p. 849) snāna বি. সর্বাঙ্গ প্রক্ষালন বা ধৌত করা, অবগাহন, নাওয়া। [সং. √ স্না + অন]। ̃ যাত্রা বি. জ্যৈষ্ঠপূর্ণিমায় জগন্নাথদেবের স্নানোত্সব। স্নানাগার বি. স্নানের ঘর; bathroom; জনসাধারণের জন্য পরিবেষ্টিত স্নানের জায়গা, hamam. স্নানীয়, স্নানোদক বি. স্নানের জল। স্নায়ী (-য়িন্) বিণ. স্নানকারী (নিত্যস্নায়ী)। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535143
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140625
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943127
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883645
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838517
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us