Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্পৃহা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্পৃহ
(p. 73) aspṛha বিণ. স্পৃহা নেই এমন; কামনা লোভ বা ইচ্ছা নেই এমন। [সং. ন + স্পৃহা]। 46)
ইচ্ছা
(p. 113) icchā বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। 27)
নৈষ্কর্ম্য
(p. 480) naiṣkarmya বি. 1 নিষ্ক্রিয়তা; 2 কর্মে অনীহা বা বীতস্পৃহা; 3 কর্মহীনতা, বেকারত্ব; 4 আলস্য। [সং. নিষ্কর্মন্ + য]।
প্রবৃত্তি
(p. 548) prabṛtti বি. 1 নিযুক্তি, নিযুক্ত বা রত হওয়া; 2 স্পৃহা, অভিরুচি, প্রবণতা, ঝোঁক (আহারের প্রবৃত্তি, ভোগের প্রবৃত্তি)। [সং. প্র + √ বৃত্ + তি]। ̃ মার্গ বি. ভোগের পথ; (ভোগসমৃদ্ধ) সংসারজীবন। 14)
বিমুখ
(p. 621) bimukha বিণ. 1 নিবৃত্ত, স্পৃহাহীন (ভোগবিমুখ); 2 প্রতিকূল (ভাগ্যবিমুখ); 3 অপ্রসন্ন (দেবতা বিমুখ); 4 প্রার্থনা পূর্ণ করা হয়নি এমন (তাকে বিমুখ কোরো না)। [সং. বি + মুখ]। বিমুখা ক্রি. (কাব্যে) নিবৃত্ত করা; অপ্রসন্ন বা প্রতিকূল করা; প্রার্থনা পূরণ না করা। 73)
বীত
(p. 630) bīta বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। ̃ কাম বিণ. কামনাবর্জিত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন ('রয়েছি বীতনিদ্র চোখে': নী. চ.)। ̃ ভয় বিণ. ভয়মুক্ত। ̃ রাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। ̃ শোক বিণ. শোকমুক্ত। ̃ শ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। ̃ স্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত। 67)
মৌতাত
(p. 719) mautāta বি. 1 নেশার আবেশ বা আমেজ; 2 নিয়মমাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা; 3 নিয়মিত সময়ে মাদক দ্রব্য সেবন। [আ. মৌতাদ্]। 56)
রুচি
(p. 743) ruci বি. 1 শোভা, দীপ্তি (তনুরুচি, দন্তরুচি); 2 পছন্দ (কুরুচি) 3 মার্জিত বুদ্ধি বা প্রবৃত্তি (বেশভূষায় রুচির পরিচয়); 4 স্পৃহা, ইচ্ছা (আহারে রুচি নেই); 5 অনুরাগ, আকর্ষণ। [সং. √ রুচ্ + ই। ̃ .কর বিণ. 1 স্পৃহাজনক; 2 পানাহারে প্রবৃত্তিদায়ক; 3 প্রীতিকর (রুচিকর সঙ্গ)। ̃ .বিকার বি. 1 রুচিহীনতা; 2 কুরুচি। ̃ .ভেদ বি. রুচি বা পছন্দের তফাত। ̃ .মান বিণ. মার্জিত, ভদ্র সুরুচিসম্পন্ন। ̃ .শীল বিণ. সুরুচিসম্পন্ন; মার্জিত। ̃ .শীলতা বি. মার্জিত রুচি; মার্জিত মনস্কতা। 84)
লিপ্সা
(p. 760) lipsā বি. পাওয়ার জন্য বা লাভের জন্য প্রবল বাসনা, লোভ, প্রবল আকাঙ্ক্ষা বা স্পৃহা (ভোগলিপ্সা)। [সং. √ লভ্ + সন্ + অ + আ]। লিপ্সু বিণ. লিপ্সাযুক্ত; লোলুপ (অর্থলিপ্সু)। 54)
শ্রদ্ধা
(p. 786) śraddhā বি. 1 সম্মান, ভক্তি (গুরুজনকে শ্রদ্ধা করা); 2 দৃঢ়প্রত্যয়, আস্হা, বিশ্বাস (কবিরাজিতে তাঁর মোটেই শ্রদ্ধা নেই); 3 নিষ্ঠা (শ্রদ্ধাহীন পূজা); 4 স্পৃহা, রুচি (আহারে শ্রদ্ধা নেই)। [সং. শ্রত্ √ ধা + অ + আ]। ̃ন্বিত, ̃বান, ̃লু বিণ. শ্রদ্ধাযুক্ত (শ্রদ্ধান্বিত দৃষ্টি)। ̃ভাজন, ̃স্পদ বিণ. শ্রদ্ধার পাত্র ('শ্রদ্ধাভাজন সত্যি যে জন তারেই মানুষ শ্রদ্ধা দেবে': স. দ.)। ̃ভাজনেষু, ̃স্পদেষু শ্রদ্ধাভাজন ব্যক্তিকে পত্র লেখায় সম্বোধন বিশেষ। শ্রদ্ধেয় বিণ. শ্রদ্ধার যোগ্য, সমাদরণীয়। স্ত্রী. শ্রদ্ধেয়া। 53)
সতৃষ্ণ
(p. 801) satṛṣṇa বিণ. 1 পিপাসিত, তৃষ্ণাযুক্ত; 2 (আল.) স্পৃহাযুক্ত, লালায়িত (সতৃষ্ণনয়নে)। [সং. সহ + তৃষ্ণা]। 38)
সস্পৃহ
(p. 820) saspṛha বিণ. স্পৃহাযুক্ত। [সং. সহ + স্পৃহা]। 31)
সাধ
(p. 823) sādha বি. 1 কামনা, অভিলাষ (মনের সাধ, সাধের মানবজন্ম); 2 শখ (সাধ মিটানো); 3 স্বিচ্ছা (সাধ করে ধরা দেওয়া); 4 গর্ভিণীর স্পৃহানুযায়ী খাদ্য ইত্যাদি দানের উত্সব, দোহদ (সাধভক্ষণ, সাধ দেওয়া)। [সং. শ্রদ্ধা]। ̃ ভক্ষণ বি. গর্ভিণীর ইচ্ছানুযায়ী খাদ্য খাওয়ানোর অনুষ্ঠানবিশেষ। সাধে ক্রি-বিণ. সাধ করে, স্বেচ্ছায় ('সাধে কি বাবা বলে')। 69)
স্পৃহা
(p. 849) spṛhā বি. 1 অভিলাষ, আকাঙ্ক্ষা, কামনা; 2 লোভ; 3 রুচি। [সং. √ স্পৃহ্ + ণিচ্ + অ + আ]। স্পৃহনীয় বিণ. স্পৃহার যোগ্য, লোভনীয়। স্পৃহয়ালু বিণ. স্পৃহাযুক্ত, লোভী। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535027
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730818
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883618
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us