Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্ফট্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছ
(p. 8) accha বিণ. 1 দৃষ্টি রোধ করে না এমন; 2 নির্মল, পরিষ্কার, স্বচ্ছ (সু+অচ্ছ); স্ফটিকের মতো স্বচ্ছ। বি. স্ফটিক। [সং. √ ছো (ছেদন করা অর্থে) + অ, দৃষ্টিকে যা ছেদন করে না, এই অর্থে ছো ধাতু]। 78)
অজ2
(p. 8) aja2 বি. 1 ছাগল; 2 মেষ, ভেড়া; 3 (জ্যোতি.) মেষ রাশি। [সং. √অজ্+অ]। অজা 2 বি. 1 অজ বা ছাগল ('অজাশালে অজাগণে করাল প্রবেশ': ক. ক.); 2 (স্ত্রী) ছাগী; 3 ভেড়ি। অজাযুদ্ধ বি. 1 ছাগল বা ভেড়ার লড়াই; 2 যে লড়াইয়ে প্রকৃত যুদ্ধের চেয়ে আস্ফালনই বেশি; বহ্বারম্ভ। 91)
অধি-শ্রয়, অধি-শ্রয়ণ
(p. 17) adhi-śraẏa, adhi-śraẏaṇa বি. 1 স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; 2 রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; 3 রান্না, রন্ধন। [সং. অধি+ √ শ্রি+ও, অন]। 94)
অরণ্য
(p. 60) araṇya বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। ̃ .কাণ্ড বি. রামায়ণের তৃতীয় কাণ়্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। ̃ .চর, ̃ .চারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। ̃ .জাত বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন। ̃ .বাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। ̃ .ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ̃ .সংকুল বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন নিস্ফল আবেদন। 30)
অর্ক
(p. 61) arka বি. 1 সূর্য (বালার্ক, কোণার্ক); 2 কিরণ, রশ্মি; 3 স্ফটিক; 4 আকন্দ গাছ। [সং. √ অর্ক্ + অ]। ̃. চন্দন বি. রক্তচন্দন। ̃. পত্র বি. আকন্দ গাছ; আকন্দ পাতা। ̃. ফলা বি. 1 রেফচিহ্ন; 2 টিকি (অর্কফলার আন্দোলন)। 21)
আজন্ম
(p. 85) ājanma ক্রি-বিণ. বিণ. বিণ- বিণ. জন্ম থেকে শুরু করে, জন্মাবধি, সারা জীবন ধরে (আজন্ম করে আসছি, আজন্ম বাস, আমি আজন্ম দরিদ্র)। বি. সারা জীবন ('ফিরবে বীভত্স নৃত্যে আজন্মের নিস্ফলতা যত': সু. দ.)। [সং. আ + জন্মন্]। ̃ .কাল ক্রি- বিণ. চিরকাল বা চিরজীবন ধরে। 28)
আনর্থ, আনর্থ্য, আনর্থক্য
(p. 94) ānartha, ānarthya, ānarthakya বি. অনর্থকতা, নিস্ফলতা, ব্যর্থতা। [সং. অনর্থ + অ, য; অনর্থক + য]। 12)
আফসানো
(p. 97) āphasānō ক্রি. 1 আস্ফালন করা; 2 বিফল হয়ে খেদ বা ক্রোধ প্রকাশ করা। [বাং. √ আফসা + আনো]। আফসানি বি. আস্ফালন; আপশোস। 29)
আম্বা
(p. 101) āmbā বি. 1 স্পর্ধা, আস্ফালন; 2 বড়াই; 3 দুরাকাঙ্ক্ষা। [দেশি]। 53)
আস্ফালন
(p. 111) āsphālana বি. 1 বেগে সঞ্চালন বা আন্দোলিত করা; 2 দম্ভপ্রকাশ (শক্তির আস্ফালন)। [সং. আ + √ স্ফল্ + ণিচ্ + অন]। আস্ফালিত বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত। 7)
উপাধি
(p. 133) upādhi বি. 1 উপনাম; জাতি বংশ বিদ্যা সম্মান প্রভৃতির পরিচায়ক নামান্ত; 2 পদবি; 3 (দর্শনে) যা কাছে থেকে নিজগুণ নিকটস্হ বস্তুতে আরোপ করে, যেমন জবাফুল স্ফটিকের 'উপাধি'। [সং. উপ + আ + √ ধা + ই]। ̃ ক, ̃ ধারী (-রিন্) বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত। ̃ পত্র বি. যে পত্রে উপাধি লেখা হয়, প্রশংসাপত্র, certificate. 98)
কলম2
(p. 169) kalama2 বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)। [আ. ক'ল্ম্]। কলমি বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)। 54)
কুঁদা2, কোঁদা
(p. 192) kun̐dā2, kōn̐dā ক্রি. 1 লম্ফঝম্প করা, লাফানো; 2 আস্ফালন করা; 3 মারার জন্য তেড়ে বা রুখে যাওয়া। বি. উক্ত সব অর্থে। [ সং. √ কুর্দ্]। কুঁদন2, কোঁদন বি. আস্ফালন; লম্ফঝম্প (নাচনকোঁদন)। 39)
কুর্দন
(p. 199) kurdana বি. 1 লম্ফ, লাফ; 2 আস্ফালন। [সং. √ কুর্দ্ + অন]। 21)
কেলাস2
(p. 207) kēlāsa2 বি. স্ফটিকমণি, রাসায়নিক বস্তুর স্ফটিকের মতো দানা, crystal. [সং. কে (=জলে) + লাস (শোভা)]। কেলাসন বি. স্ফটিকমণি নির্মাণ; স্ফটিকীভবন। কেলাসিত বিণ. স্ফটিকীভূত, দানা-বাঁধা, crystallized. 19)
কোদণ্ড
(p. 210) kōdaṇḍa বি. 1 ধনুক (কোদণ্ডটঙ্কার); 2 ভ্রূলতা। [সং. √ কুণ্ (শব্দ করা) + অণ্ড, ণ্ স্হানে দ্]। ̃ টঙ্কার বি. ধনুকের ছিলা আস্ফালনের শব্দ। 12)
ক্রিস্টাল
(p. 215) krisṭāla বি. 1 কেলাস, দানা; 2 স্ফটিকের দানা। [ইং. crystal]। 15)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
টঙ্ক1
(p. 341) ṭaṅka1 বি. 1 খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; 2 খননের অস্ত্র; 3 পাহাডের উঁচু স্হান; 4 ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)। [সং. √ টঙ্ক্ + অ]। 19)
টেণ়্ডাই-মেণ্ডাই
(p. 347) ṭēṇ়ḍāi-mēṇḍāi বি. 1 সক্রোধ আস্ফালন (এখানে তোমার টেণ্ডাইমেণ্ডাই চলবে না); 2 গরম মেজাজ। [দেশি]। 19)
ঠুকা, ঠোকা
(p. 350) ṭhukā, ṭhōkā বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক ঠক]। ̃ ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র। 44)
ডেবরা, ড্যাবরা
(p. 357) ḍēbarā, ḍyābarā বিণ. 1 কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; 2 ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]। 54)
তড়পানো
(p. 364) taḍ়pānō ক্রি-বি. 1 লাফানো; 2 আস্ফালন করা (যতই তড়পাও, আমি ভয় পাচ্ছি না); 3 ক্রোধে বা উত্তেজনায় অস্হিরতা প্রকাশ করা। [হি. তড়পনা]। তড়পানি বি. আস্ফালন; উত্তেজনাজনিত অস্হিরতা; হম্বিতম্বি। 23)
তবে
(p. 367) tabē অব্য. 1 তো হলে (সে যদি যায়, তবে আমি যাব না); 2 অতঃপর (এবার তবে যাই, তবে আসি); 3 তারপর (আগে অভাবে পড়, তবে তো পয়সা চিনবে); 4 কিন্তু, পক্ষান্তরে (করতে বলি না, তবে যদি কর, বারণও করব না); 5 আক্রমণাত্মক হুংকার, আস্ফালন ('তবে রে ব্যাটা ইসটুপিড': সু. রা.)। [হি. তব্ + বাং. এ]। 62)
তর্জন
(p. 371) tarjana বি. 1 ক্রুদ্ধ গর্জন বা আস্ফালন (এই বেচারাদের উপর তর্জন করে কী লাভ?); 2 প্রবল তিরস্কার বা শাসানি; ভয়প্রদর্শন। [সং. √ তর্জ্ + অন]। ̃ গর্জন বি. প্রবল গর্জনসহ শাসানি, তিরস্কার বা আস্ফালন। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534685
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730350
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942530
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838432
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us