Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বাদযুক্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অম্ল
(p. 59) amla বি. 1 রসবিশেষ; 2 টক স্বাদ; 3 দ্রাবক, acid; 4 অম্বল বা টকের ঝোল। বিণ. টকো, টক স্বাদযুক্ত। [সং. অম্ + ল]। ̃ .জান দ্র অক্সিজেন। ̃ তা বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)। ̃ .পিত্ত বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়। ̃. মধুর বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত; টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)। ̃. মিতি বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি. প.)। ̃ .রাজ বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)। ̃ .শূল বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা। অম্লাধিক্য বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি। 13)
অম্লাক্ত
(p. 59) amlākta বিণ. অম্ল স্বাদযুক্ত, টক। [সং. অম্ল + অক্ত]। 14)
আমড়া
(p. 101) āmaḍ়ā বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। ̃ গাছি বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ। 6)
আমলকী
(p. 101) āmalakī বি. টক ও কষায় স্বাদযুক্ত ফলবিশেষ, আমলা; ওই ফলের গাছ। [সং. আ + √ মল্ + অক্ + ঈ]। 27)
আম্ল
(p. 101) āmla বিণ. অম্লরসযুক্ত অর্থাত্ টক স্বাদযুক্ত। [সং. অম্ল + অ]। আম্লা বি. 1 তেঁতুল গাছ; 2 আমলকী। 57)
কষাটে
(p. 172) kaṣāṭē বিণ. 1 ঈষত্ কষায় স্বাদযুক্ত; 2 বিস্বাদ। [বাং. কষা5 + টে]।
কষায়
(p. 174) kaṣāẏa বি. 1 তিক্ত বা কটু রস; 2 কষযুক্ত স্বাদ; 3 ক্বাথ; 4 ফিকে লাল বর্ণ; 5 খয়ের বর্ণ। বিণ. 1 কষায় স্বাদযুক্ত; 2 রক্তপীতমিশ্রিত বর্ণযুক্ত; 3 লোহিত; 4 রঞ্জিত। [সং. √ কষ্ + আয়]। কষায়িত বিণ. 1 রক্তবর্ণ, আরক্ত (রোষকষায়িত দৃষ্টি); 2 রঞ্জিত, রংযুক্ত। 2)
কুই-নিন, কুই-নাইন
(p. 192) kui-nina, kui-nāina বি. সিন্কোনা গাছের ছাল থেকে প্রস্তুত অত্যন্ত তিক্ত স্বাদযুক্ত জরঘ্ন ওষুধবিশেষ; ম্যালেরিয়ার ওষুধবিশেষ। [ইং. quinine]। 8)
কূটজ
(p. 202) kūṭaja বি. তিক্ত স্বাদযুক্ত গাছবিশেষ, কুড়চি। [সং. কূট + √ জন্ + অ]। 21)
খাট্টা
(p. 226) khāṭṭā বি. টক স্বাদ, অম্ল স্বাদ। বিণ. 1 টক, টকো, অম্ল স্বাদযুক্ত; 2 (কথ্য) বিগড়ে গেছে এমন, বিরক্ত (মেজাজ খাট্টা হওয়া)। [হি. খট্টা]। 19)
গিমা, গিমে
(p. 246) gimā, gimē বি. তিক্ত স্বাদযুক্ত ভক্ষ্য শাকবিশেষ। [দেশি]। 113)
চাট1
(p. 281) cāṭa1 বি. 1 যা চেটে খেতে হয়; 2 নেশার অনুপানরূপে ব্যবহৃত মুখরোচক খাদ্যদ্রব্য (মদের চাট)। [চাটা2 দ্র]। নি বি. অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য খাবারবিশেষ। 80)
চিরতা
(p. 290) ciratā বি. তিক্ত স্বাদযুক্ত ওষধিবিশেষ। [সং. চিরাত্তিক্ত (কিরাততিক্ত)]। 36)
চোখা
(p. 297) cōkhā বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (চোখা বাণ); 2 অতি তীব্র (চোখা চোখা কথা); 3 তুখোড়; বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক); 4 খাঁটি, বিশুদ্ধ (চোখা মাল)। [সং. চোক্ষ]। ̃ ল, ̃ লো বিণ. তীক্ষ্ণ বা তীব্র স্বাদযুক্ত (চোখালো রান্না); চালাক; তুখোড়; ধারালো (চোখালো বাণ)। চোখা চোখা কথা বি. মর্মভেদী কথা। 6)
জল-পাই
(p. 312) jala-pāi বি. অম্লস্বাদযুক্ত আমড়ার মতো ছোট ফলবিশেষ, olive. [দেশি]। 156)
জাম
(p. 322) jāma বি. গাঢ় বেগনি রঙের এবং কষায় স্বাদযুক্ত ছোট ফলবিশেষ, জম্বু, কালোজাম। [সং. জম্বু]। 34)
জোঁদা
(p. 327) jōn̐dā বিণ. অত্যন্ত টক, অতি টক স্বাদযুক্ত। [দেশি]। 95)
টক1
(p. 341) ṭaka1 বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)। বি. 1 অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); 2 অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)। [সং. তক্র]। ̃ ডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল। 8)
টকা
(p. 341) ṭakā ক্রি. 1 বিকৃত হওয়া, কটু হয়ে যাওয়া (তরকারিটা টকে গেছে); 2 টকের সংস্পর্শে শিরশির করা বা অস্বস্তিকর অনুভূতি হওয়া (দাঁত টকে যাওয়া)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [বাং. টক + আ]। ̃ নো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। 12)
টোকো
(p. 348) ṭōkō বিণ. অম্ল স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত। [বাং. টক + উয়া ও]। 2)
তিক্ত
(p. 375) tikta বিণ. 1 তেতো রসযুক্ত বা স্বাদযুক্ত (উচ্ছের স্বাদ তিক্ত); 2 (আল.) অপ্রীতিকর (সম্পর্ক তিক্ত করে তোলা)। বি. 1 তিক্ত রস; 2 তিক্ত স্বাদ; 3 তিক্ত স্বাদযুক্ত শাক ইত্যাদি। [সং. √ তিজ্ + ত]। 113)
তুবর
(p. 375) tubara বিণ. কটু বা কষায় স্বাদযুক্ত। [সং. তু + বর]। 195)
তেঁতুল
(p. 375) tēn̐tula বি. টক স্বাদের ফলবিশেষ বা তার গাছ। [সং. তিন্তিড়ী]। তেঁতুলে বিণ. 1 তেঁতুলের মতো আকৃতি বা স্বাদবিশিষ্ট; 2 অত্যন্ত টক স্বাদযুক্ত; 3 পাজি, দুষ্ট (তেঁতুলে লোক)। তেঁতুলে বিছে তেঁতুলের মতো আকৃতির লাল বিছে। 265)
বেতার1
(p. 633) bētāra1 বিণ. 1 বিস্বাদ, খারাপ স্বাদযুক্ত; 2 স্বাদহীন। [সং. বি + বাং. তার (=স্বাদ)]। 172)
মরিচ
(p. 685) marica বি. 1 মশলারূপে ব্যবহৃত ঝালস্বাদযুক্ত ছোটো গোলাকার ফলবিশেষ, গোলমরিচ; 2 লংকা (কাঁচা মরিচের ঝাল)। [সং. √ মৃ + ইচ]। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839842
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719469
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us