(p. 655) bhabiṣyat বিণ. ভাবী, পরে ঘটবে এমন, আগামী (ভবিষ্যত্ প্রজন্ম, ভবিষ্যত্ কাল)। বি. 1 ভাবীকাল, পরবর্তী সময় (ভবিষ্যতের ভাবনা); 2 পরিণাম (তোমাদের ভবিষ্যত্ খুব খারাপ। [সং. √ ভূ + স্যতৃ]। ভবিষ্যদ্বক্তা বি. যে ব্যক্তি ভবিষ্যতে কী ঘটবে তা বলে দিতে পারে। ভবিষ্যদ্বাণী বি. ভবিষ্যতে কী ঘটবে আগেই তা বলা (তাঁর ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গেছে)। 64)