Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হতভাগ্য। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভাগা
(p. 50) abhāgā বিণ. বি. 1 ভাগ্যহীন, হতভাগ্য; 2 করূণার যোগ্য ('অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়')। [সং. অভাগ্য]। বিণ. বি. স্ত্রী. অভাগী, অভাগিনী। 58)
অভাগ্য
(p. 50) abhāgya বিণ. ভাগ্যহীন, হতভাগ্য। বি. হতভাগ্য ব্যক্তি। [সং. ন + ভাগ্য]। 59)
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আবাগা, আবাগে
(p. 99) ābāgā, ābāgē বি. অভাগা, হতভাগ্য ব্যক্তি। [সং. অভাগ্য]। আবাগি, আবাগী বি. (স্ত্রী.) হতভাগ্য নারী; হতভাগী। 3)
উন-পাঁজুরে
(p. 128) una-pān̐jurē বিণ. 1 যার পাঁজর দুর্বল অর্থাত্ যে দুর্বলচেতা, দুর্বল; 2 হতভাগ্য। [বাং. উন ( সং. ঊন) + পাঁজর + ইয়া এ]। 52)
কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
কম্-বক্ত, কম্-বখ্ত্
(p. 164) kam-bakta, kam-bakht বিণ. হতভাগ্য। [আ. কম্বখ্ত্]। 44)
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
দগ্ধ
(p. 396) dagdha বিণ. 1 পোড়া, পুড়ে গেছে এমন (দগ্ধ কাঠ); 2 আগুনের তাপে ঝলসানো হয়েছে এমন (দগ্ধ মাংস); 3 আগুনে ঝলসে গেছে এমন (দগ্ধ হাত); 4 উত্তপ্ত (দগ্ধ লোহা); 5 (আল.) যন্ত্রণাগ্রস্ত, সন্তপ্ত (দগ্ধ হৃদয়, দগ্ধ চিত্ত); 6 (আল.) হতভাগ্য (দগ্ধ কপাল)। [সং. √ দহ্ + ত]। দগ্ধিকা বি. পোড়া ভাত। দগ্ধী-কৃত বিণ. দগ্ধ করা হয়েছে এমন। দগ্ধী-ভূত বিণ. পুড়ে গেছে এমন। 11)
দুর্ভাগা
(p. 414) durbhāgā বিণ. অভাগা, হতভাগ্য ('হে মোর দুর্ভাগা দেশ': রবীন্দ্র)। [সং. দুর্ + ভাগ (ভাগ্য) + বাং. আ. (বহু.)]। বিণ. (স্ত্রী.) দুর্ভাগিনী। 63)
দুর্ভাগ্য
(p. 414) durbhāgya বি. দুরদৃষ্ট, মন্দ ভাগ্য, মন্দ বরাত। বিণ. দুর্ভাগা, হতভাগ্য। [সং. দুর্ + ভাগ্য]। 64)
পোড়া
(p. 534) pōḍ়ā বি. ক্রি. পুড়া র চলিত রূপ। বিণ. 1 দগ্ধ (পোড়া মাটি); 2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ); 3 কলঙ্কিত (পোড়া মুখ)। [পুড়া দ্র]। ̃ কপালে বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার। 9)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
মন্দ
(p. 676) manda বিণ. 1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্হ (শরীর মন্দ)। [সং. √ মন্দ + অ]। বি. ̃ .তা, ̃ .ত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)। ̃ .গতি বি. ধীর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন। স্ত্রী. ̃ .গামিনী। ̃ .বুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন। ̃ .ভাগ, ̃ .ভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) ̃ .ভাগা, ̃ .ভাগ্যা; (বাং.) ̃ .ভাগিনি। ̃ .মতি বিণ. দুর্মতি, দুষ্ট। মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)। 187)
হত
(p. 858) hata বিণ. 1 হত্যা করা বা বধ করা হয়েছে এমন (যুদ্ধে হত সৈনিক); 2 নষ্ট, নাশপ্রাপ্ত (হতগৌরব); 3 লুপ্ত, লোপপ্রাপ্ত (হতচেতন, হতবুদ্ধি); 4 ব্যাহত (হতোদ্যম); 5 মন্দ (হতভাগা)। [সং. √ হন্ + ত]। ̃ চেতন, ̃ জ্ঞান বিণ. অচেতন; মূর্ছিত। ̃ চ্ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, হতভাগ্য, দুর্দশাগ্রস্ত। ̃ দর্প বিণ. (যার) দর্প বা অহংকার নষ্ট হয়েছে এমন। ̃ প্রায় বিণ. প্রায় বিনষ্ট; মরোমরো। ̃ বল বিণ. নষ্টশক্তি, বলহীন। ̃ বাক বিণ. 1 বাক্যহারা; 2 অবাক, বিস্মিত। ̃ বুদ্ধি, ̃ ভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়। ̃ ভাগ্য, ̃ ভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. ̃ ভাগ্যা, ̃ ভাগিনী, ̃ ভাগী। ̃ মান বিণ. সম্মানহারা; অবমানিত। ̃ শ্রদ্ধ বিণ. যার শ্রদ্ধা বা আস্হা লুপ্ত হয়েছে। ̃ শ্রদ্ধা বি. (বাং.) অশ্রদ্ধা, অবজ্ঞা। ̃ শ্রী বিণ. শ্রীভ্রষ্ট; সম্পদহারা (হতশ্রী পল্লি, হতশ্রী গ্রাম)। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534754
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730443
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942622
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us