Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাকিম দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আপেক্ষিক
(p. 97) āpēkṣika বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে। 14)
ইউ-নানি
(p. 113) iu-nāni বিণ. 1 হাকিমি (ইউনানি চিকিত্সা); 2 গ্রিক, যাবনিক। [আ. য়ুনানী]। 5)
করণ
(p. 167) karaṇa বি. 1 সম্পাদন; কার্য; 2 কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; 3 ইন্দ্রিয়; 4 শরীর; 5 স্হান, ক্ষেত্র; 6 দফতর, অফিস (তু. মহাকরণ); 7 (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; 8 কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। ̃ কারণ বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান। 4)
করাল
(p. 167) karāla বিণ. 1 বড় বড় দাঁতযুক্ত, দন্তুর; 2 ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক; 3 ভীষণ; 4 তুঙ্গ। [সং. কর + √ অল্ + অ]। ̃ বদনা বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা বি. মহাকালী। করালী বি. (স্ত্রী.) 1 চামুণ্ডা, চণ্ডী; 2 অগ্নিজিহ্বাবিশেষ। 31)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
ক্যাপ-সুল
(p. 210) kyāpa-sula বি. 1 (উদ্ভি.) শুষ্ক বীজকোষ; 2 মহাকাশযানের অংশবিশেষ ; 3 ওষুধ-পোরা আধারবিশেষ; 4 ট্যাবলেটবিশেষ (ক্যাপসুল খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল)। [ইং. capsule]। 123)
খচা1
(p. 221) khacā1 বিণ. খচিত, শোভিত ('তাকাও যখন তারাখচা মহাকাশে': সু. দ.)। [সং. √ খচ্ + বাং. আ]। 15)
ডাক৩
(p. 355) ḍāka3 বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা। 12)
দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা
(p. 411) dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন ('দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া': চণ্ডী)। [ সং. দ্বয়, দ্বৌ]। ̃ কার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)। 6)
দোঁহা2
(p. 421) dōm̐hā2 সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। ̃ র, ̃ কার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')। 71)
দোহা, দোহাকার
(p. 425) dōhā, dōhākāra যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ। 19)
নক্ষত্র
(p. 444) nakṣatra বি. 1 তারকা, তারা; 2 (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। ̃ গতি, ̃ বেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। ̃ পতি বি. চন্দ্র। ̃ পাত বি. 1 উল্কাপাত; 2 (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। ̃ পুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। ̃ বিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। ̃ লোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ। 3)
নভ, নভঃ
(p. 447) nabha, nabhḥ (-ভস্) বি. আকাশ ('খেলা করে সাদা কালো উদার নভে': রবীন্দ্র)। [সং. √ নভ্ + অ, অস্]। নভশ্চক্ষু (-ক্ষুস্) বি. সূর্য। নভশ্চর বিণ. আকাশে বিচরণকারী। বি. 1 পাখি; 2 বায়ু; 3 মেঘ; 4 গ্রহ; 5 বিদ্যাধর, গন্ধর্ব প্রভৃতি; 6 মহাকাশচারী, astronaut. নভস্তল, নভস্হল বি. আকাশ, গগন, আকাশদেশ, গগনপৃষ্ঠ ('শরতের নীল নভস্তল': সু. দ.; 'উঠিতেছিল মধুর রাগিণী জলে স্হলে নভস্তলে': রবীন্দ্র)। ̃ স্হ, ̃ স্হিত বিণ. আকাশে অবস্হিত। নভস্পৃক (-স্পৃশ্) বিণ. আকাশস্পর্শী। নভস্বান বি. বায়ু। 28)
নিকুঞ্জ
(p. 459) nikuñja বি. উদ্যানে বা বনে লতাপাতায় ঢাকা বা ছাওয়া গৃহ বা গৃহাকার স্হান, লতাগৃহ ('দেখা দাও দেহ মন ভরে মম নিকুঞ্জবনে': রবীন্দ্র)। [সং. নি + √ গুঞ্জ্(গ=ক) + অ]। ̃ কানন, ̃ বন বি. লতায় ছাওয়া গৃহযুক্ত বন, নিকুঞ্জযুক্ত বন। 14)
নিরর্থ
(p. 467) nirartha বিণ. অর্থহীন ('নিরর্থ হাহাকারে': রবীন্দ্র)। [সং. নির্ + অর্থ]। ̃ ক বিণ. 1 অর্থহীন, নিষ্ফল, অকারণ (নিরর্থক কলহ); 2 উদ্দেশ্যহীন (নিরর্থক ছোটাছুটি)। ক্রি-বিণ. বৃথা; অকারণ। 5)
নৈর্ব্যক্তিক
(p. 480) nairbyaktika বিণ. 1 ব্যক্তিসম্পর্কিত নয় এমন, ব্যক্তিনিরপেক্ষ; 2 অপৌরুষেয় ('নৈর্ব্যাক্তি হাহাকার': সু. দ.)। [সং. নির্ + ব্যক্তি + ইক]। 38)
পঞ্চ
(p. 484) pañca (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। ̃ ক বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। ̃ কন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। ̃ কর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিত্সা ব্যবস্হা। ̃ গঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। ̃ গব্য দ্র গব্য। ̃ গুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। ̃ গৌড় বি. সরস্বতী নদীর তীরস্হ ভূভাগ এবং কনৌজ উত্কল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 45 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ তন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্হবিশেষ। ̃ তপা (-পস্), (বর্জি.) ̃ তপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্যএই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী। ̃ তিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী। ̃ তীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্হান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ। ̃ ত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাত্ মৃত্যু। ̃ ত্ব-প্রাপ্ত বিণ. মৃত। ̃ ত্ব-প্রাপ্তি বি. মৃত্যু। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 35 সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশত্তম বিণ. 35 সংখ্যক। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ দশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্হানীয়া; 2 পনেরো বত্সর বয়স্কা। বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্হবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)। ̃ নখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি। ̃ নদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাত্ পাঞ্জাব। ̃ নদী - পঞ্চনদ -এর অনুরূপ ('পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে': রবীন্দ্র)। ̃ নবতি বি. বিণ. 95 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম - বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী.। ̃ নবতিতমী। ̃ নিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়। ̃ পঞ্চা-শত্, ̃ পঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 55 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব। ̃ পাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র। ̃ পাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ; 2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ। ̃ পিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাত্ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা। ̃ প্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ। ̃ প্রাণ বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু। ̃ বটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্হ বনবিশেষ। ̃ বাণ বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব। ̃ বায়ু বি. পঞ্চপ্রাণ -এর অনুরূপ। ̃ বার্ষিক বিণ. 1 যার পাঁচ বত্সর অতীত হয়েছে; 2 যা পাঁচ বত্সর পর পর অনুষ্ঠিত হয়। পঞ্চবার্ষিক দ্র। ̃ বিংশতি বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। ̃ বিংশতি-তম বিণ. 25 সংখ্যক। স্ত্রী. ̃ বিংশতি-তমী। ̃ ভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)। ̃ ভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ও ব্যোম। ̃ ম বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, 'পা'; 2 কোকিলের ডাক। ̃ মকার বি. মদ্য মাংস মুদ্রা মত্স্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ। ̃ ম-বাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column. ̃ মহা-পাতক বি. ব্রহ্মহত্যা ব্রহ্মস্ব-হরণ গুরু গুরুপত্নীতে উপগমন সুরাপান ও এইসব পাপে লিপ্ত ব্যক্তিদের সংসর্গে বাসরূপ পাপ। ̃ মহা-যজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)। ̃ মী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্হানীয়া। বি. তিথিবিশেষ। ̃ মুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। বিণ. অতিশয় বাচাল; বহুভাষী ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। ̃ মুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)। ̃ রঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ। ̃ রত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল। ̃ শর - পঞ্চবাণ -এর অনুরূপ। ̃ শস্য বি. ধান যব মাষ তিল ও মুগ। ̃ ষষ্টি বি. বিণ. 65 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠি-তম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. ̃ ষষ্টি-তমী। 22)
মহা2
(p. 688) mahā2 বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহত্, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহত্ দ্র]। ̃ কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ̃ করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ̃ কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ̃ কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ̃ কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ̃ কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ̃ কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ̃ কাশ-মহাকাশ দ্র। ̃ কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ̃ কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ̃ খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ̃ গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ̃ গৌরী বি দুর্গাদেবী। ̃ জগত্ বি. মহাবিশ্ব universe ̃ জন বি. 1 অতি ধার্মিক বা মহত্ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ̃ .জনি বি. তেজারতি (সে মহাজনি করে) বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ̃ .জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ̃ .জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ̃ ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ̃ .তপা (-পস্), (বর্জি.) ̃ .তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ̃ .তেজস্বী (-স্বিন্), ̃ .তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ̃ .তৈল বি. মানুষের দেহের চর্বি। ̃ .ত্মা (-ত্মন্) বিণ. অতি মহত্, উন্নত বা মহত্ মনসম্পন্ন। বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ̃ .দেব বি. দেবাদি দেব শিব। ̃ .দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ̃ .দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ̃ .দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ̃ .দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ̃ .দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ̃ .ধাতু বি. সোনা। ̃ .নগর, ̃ .নগরী বি. অতি বৃহত্ নগর। ̃ .নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। বিণ. অতিশয় আনন্দিত। ̃ .নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ̃ .নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ̃ .নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ̃ .নিদ্রা বিণ. মৃত্যু। ̃ .নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ̃ .নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ̃ .নীল বিণ. গাঢ় নীল রং। বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ̃ .নু-ভব, ̃ .নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ̃ .নু-ভবতা, ̃ .নু-ভাবতা। ̃ .পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ̃ .পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ̃ .পাতক, ̃ .পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ̃ .পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ̃ .পাত্র বি. প্রধান অমাত্য। ̃ .পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ̃ .প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ̃ .প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ̃ .প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ̃ .প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ̃ .প্রস্হান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ̃ .প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ̃ .বন বি. 1 বৃহত্ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ̃ .বল বিণ. অতি শক্তিশালী। ̃ .বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ̃ .বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ̃ .বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ̃ .বিদ্যালয় বি. কলেজ। ̃ .বিশ্ব বি. আমাদের সৌরজগত্ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ̃ .বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ̃ .বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ̃ .বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ̃ .বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিত্সক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ̃ .বোধি বি. বুদ্ধদেব। ̃ .ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ̃ .ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ̃ .ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ̃ .ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ̃ .ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ̃ .ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্হা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ̃ .ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনিসংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ̃ .ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ̃ .ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ̃ .মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহত্ সমবায় বা সংঘ। ̃ .মতি, ̃ .মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ̃ .মহিম, ̃ .মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ̃ .মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ̃ .মাংস বি. নরমাংস। ̃ .মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ̃ .মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ̃ .মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ̃ .মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ̃ .মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ̃ .মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ̃ .মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ̃ .মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ̃ .মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ̃ .মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ̃ .মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ̃ .মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ̃ .যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সত্কর্ম। ̃ .যশা বিণ. অতি কীর্তিমান। ̃ .যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ̃ .যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ̃ .যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ̃ .রজত বি. স্বর্ণ, সোনা। ̃ .রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ̃ .রণ্য বি. অতি বৃহত্ ও ঘন বন, মহাবন। ̃ .রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ̃ .রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ̃ .রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ̃ .রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ̃ .রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ̃ .রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ̃ .রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ̃ .রানি (বর্জি.) (̃ .রানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ। ̃ .রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ̃ .রানা, (বর্জি.) ̃ .রাণা বি রাজস্হানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ̃ .রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ̃ .রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ̃ .রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন। ̃ .রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ̃ .রোগ বি. ষক্ষাকুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ̃ .রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ̃ .র্ঘ, ̃ .র্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ̃ র্ণব বি. মহাসাগর। ̃ লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ̃ .শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। বিণ. অতি পরাক্রান্ত। ̃ .শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহত্ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ̃ শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ̃ .শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ̃ .শ্বেতা বি. সরস্বতীদেবী। ̃ .শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্হিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ̃ .ষ্টমী বি. শারদীয় দুর্গোত্সবের অষ্টমী তিথি। ̃ .সংকট বি. ঘোর বিপদ। ̃ .সত্ত্ব বি. অতিকার জীব। বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ̃ .সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্হাপক সভা। ̃ .সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ̃ .সমুদ্র, ̃ .সাগর, ̃ .সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র। ̃ .সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ̃ স্হবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি। 59)
মহাকাশ
(p. 688) mahākāśa বি. পৃথিবীর চতুষ্পার্শ্বস্হ আকাশ ছড়িয়ে বিদ্যমান আকাশ; সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্র ও ছায়াপথ-যুক্ত অনন্ত আকাশ। [সং মহত্ + আকাশ]। ̃ .চারী (-রিন্) বি. বিণ. রকেট দ্বারা মহাকাশে নিক্ষিপ্ত যানে বিচরণকারী মানুষ, astronaut ̃ .বিজ্ঞান বি. মহাকাশসম্বন্ধীয় গবেষণা যে-বিজ্ঞানের বিষয়, space science ̃ .যান বি. মহাকাশচারী যে-যানে মহাশূন্যে পাড়ি দেয়, spacecraft 60)
মাকাল
(p. 692) mākāla বি. 1 লতা জাতীয় উদ্ভিদ; 2 বাইরে সুদৃশ্য অথচ ভিতরে দুর্গন্ধ ও অখাদ্য শাঁসযুক্ত ফলবিশেষ, রাখালশশা; (আল.) সুদর্শন অথচ গুণহীন ব্যক্তি। [সং. মহাকাল]। 44)
মাধ্যাকর্ষণ
(p. 698) mādhyākarṣaṇa বি. জড়পদার্থের পরস্পর আকর্ষণশক্তি, যার ফলে পৃথিবীর সমস্ত প্রাণী ও পদার্থ পৃথিবীপৃষ্ঠে স্হির থাকে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, অভিকর্ষ মহাকর্ষ gravitation [সং. মাধ্য (=মধ্য অ) + আকর্ষণ]। 4)
ময়াল
(p. 685) maẏāla বি. খুব বড়ো কিন্তু প্রায় নির্বিষ সাপবিশেষ, python. [প্রাকৃ. মহাআল সং মহাকাল]। 20)
রকেট
(p. 731) rakēṭa বি 1 আকাশে এবং মহাকাশে বিমান উপগ্রহ ইত্যাদি চালাবার বা ক্ষেপণ করার যন্ত্রযানবিশেষ; 2 আকাশে উড়াবার আতশবাজিবিশেষ, হাউই ! [ইং. rocket]। 11)
রঘু
(p. 731) raghu বি. পুরাণে বর্ণিত সূর্যবংশের বিখ্যাত রাজা এবং রামচন্দ্রের প্রপিতামহ। [সং. লন্ঘ্ + উ, ল = র, ন্ ইত্]। ̃ .কুল বি. রঘুর বংশ। ̃ .কুল-তিলক বি. রঘুবংশের শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাত্ রামচন্দ্র। ̃ .কুল-পতি, ̃.নন্দন, ̃.পতি, ̃.বর, ̃.মণি বি. রামচন্দ্র। ̃ .বংশ বি. 1 রঘুর কুল বা বংশ; 2 মহাকবি কালিদাসের প্রসিদ্ধ কাব্যবিশেষ। 26)
রাম
(p. 743) rāma বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ̃ .কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ̃ .কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ̃ .খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ̃ .গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ̃ .চন্দ্র বি. দশরথপুত্র রাম। অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ̃ .ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ। ̃ দা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ̃ .ধনু, ̃ .ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ̃ .ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ̃ .ধোলাই বি. প্রচুর প্রহার। ̃ .নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তব ও অসম্ভব ব্যাপার। ̃ .পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ̃ .ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত। ̃ .যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ̃ .রহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ। ̃ .রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ̃ .রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .লীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ̃ .শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ̃ .শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ̃ .শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535186
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140653
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730962
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us