Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হ্যাটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আদেখলে, আদেখলা
(p. 89) ādēkhalē, ādēkhalā বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। ̃ .পনা বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)। 80)
আমতা, আমতা-আমতা
(p. 101) āmatā, āmatā-āmatā অব্য. অস্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার; হ্যাঁ বা না কোনোটাই স্পষ্টভাবে না বলা। [দেশি]। 7)
গা1
(p. 245) gā1 অব্য. (গ্রা.) সম্বোধনসূচক শব্দবিশেষ (ওখানে কে গা, হ্যাঁ গা)। 2)
ঝিঁকা, (কথ্য) ঝিঁকে
(p. 336) jhin̐kā, (kathya) jhin̐kē বি. নৌকার হাল ধরে জোর টান বা হ্যাঁচকা টান। [তু. হি. ঝকোর্না]। ঝিঁকে মারা ক্রি. বি. নৌকার হাল ধরে হ্যাঁচকা টান দেওয়া; (আল.) ওইরকম হেঁচকে হেঁচকে চলা। 53)
টানা2
(p. 343) ṭānā2 ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্হন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ̃ টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ̃ বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ̃ হেঁচড়া, ̃ হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা। 29)
ঢাক
(p. 360) ḍhāka বি. 1 বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 20)
লুম
(p. 760) luma বি. তাঁত (পাওয়ারলুম, হ্যান্ডলুম)। [ইং. loom]। 86)
সদর্থক
(p. 803) sadarthaka বিণ. 1 অস্তিত্ববাচক, ধনাত্মক; 2 হ্যাঁ-বোধক; positive; 3 সাধু বা উত্তম অর্থসূচক। [সং. সত্1 + অর্থ + ক]। তু. নঞর্থক। 10)
সহ্য
(p. 822) sahya বিণ. সহনীয়, সহনযোগ্য (সহ্য হওয়া)। বি. (বাং.) 1 সহন, বরদাস্ত (সহ্যশক্তি); 2 ধৈর্য (সহ্যের সীমা)। [সং. √ সহ্ + য]। সহ্যাদ্রি বি. সহ্য নামক পর্বতমালা। 7)
হাঁ2, হ্যাঁ
(p. 862) hā2, m̐hyā অব্য. সম্মতি স্বীকৃতি প্রভৃতি সূচক সাড়া;সত্যতা অর্থাত্ নেতির বিপরীত জবাবসূচক। 34)
হাঁ৩, হ্যাঁ
(p. 862) hā3, m̐hyā অব্য. সম্বোধন বা অনুনয়সূচক (হ্যাঁ হে, হাঁগা)। 35)
হুণ্ডি
(p. 871) huṇḍi বি. (প্রধানত ব্যাবসাদারের প্রদত্ত) কাউকে টাকা দেবার জন্য ভিন্নস্হানের অপর কারও কাছে নির্দেশলিপি, bill of exchange, ঋণপরিশোধের প্রতিশ্রুতিপত্র, হ্যাণ্ডনোট। [ফা. হুণ্ডি]। 29)
হেদে, হ্যাদে
(p. 873) hēdē, hyādē সখীকে সম্বোধনসূচক, ওগো, ওলো ('হ্যাদে গো নন্দরানী': রবীন্দ্র)। [দেশি]। 7)
হেলা1
(p. 873) hēlā1 ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন1 বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া। ̃ ন (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)। ̃ নো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 22)
হোমিয়ো-প্যাথি
(p. 874) hōmiẏō-pyāthi বি. হ্যামিম্যান-প্রবর্তিত রোগসৃষ্টিকর বিষদ্বারা রোগ-চিকিত্সা-প্রণালী। [ইং. homeopathy]। হোমিয়ো-প্যাথিক বিণ. হোমিয়োপ্যাথি অনুযায়ী। 10)
হ্যাঁচোড়-প্যাঁচোড়
(p. 874) hyān̐cōḍ়-pyān̐cōḍ় বি. অস্হিরতা বা আকুলতার ভাব (ঘর থেকে বেরোবার জন্য হ্যাঁচড়প্যাঁচোড় করা)। [ধ্বন্যা.]। 19)
হ্যাংলা
(p. 874) hyāṃlā বিণ. অশোভন রকমের লোভী। [দেশি]। ̃ পনা, ̃ মি বি. অশোভন লোলুপতা। 18)
হ্যাজাক
(p. 874) hyājāka বি. হারিকেন-লণ্ঠনের চেয়ে বড়ো এবং জোরালো আলোর লণ্ঠন। 20)
হ্যাট
(p. 874) hyāṭa বি. সাহেবি টুপি। [ইং. hat]। 21)
হ্যাটা
(p. 874) hyāṭā বি. তাচ্ছিল্য (কাউকে হ্যাটা করা)। [দেশি]। 22)
হ্যাড্ডা-ব্যাড্ডা
(p. 874) hyāḍḍā-byāḍḍā বি. এটা-সেটা; ছোটোখাটো বা অকিঞ্চিত্কর কাজ। [দেশি]। 23)
হ্যাণ্ড-নোট
(p. 874) hyāṇḍa-nōṭa বি. ঋণস্বীকারপত্র, খত। [ইং. handnote]। 25)
হ্যাদানো, হ্যাদে
(p. 874) hyādānō, hyādē যথাক্রমে হেদানো ও হেদে -র বানানভেদ। 24)
হ্যাপা
(p. 874) hyāpā বি. ঝামেলা, ঝক্কি (রাজনীতি করার হ্যাপা অনেক)। [দেশি]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730950
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943152
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us