(p. 230) khun̐jā, khōn̐jā ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি)। বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও চলছে)। [বাং. √খুঁজ্]। ̃ খুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই সার হল, জিনিসটা পেলাম না)। ̃ নো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ করানো। বি. (অন্যের দ্বারা) সন্ধান। 12)