Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(স্ত্রী)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তারকা
(p. 375) tārakā বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 '*' এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি star শব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। ̃ য়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। ̃ রি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। বি. রাত্রি। 63)
-মর্দী
(p. 687) -mardī বিণ. বি. মর্দনকারী। [সং. √ মৃদ + ইন্]। ̃ মর্দিনী বিণ. বি. (স্ত্রী.) মর্দনকারিণী, দমনকারিণী (মহিষমর্দিনী)। 7)
অংশু
(p. 1) aṃśu বি. 1 কিরণ, রশ্মি, প্রভা; 2 আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]। ̃ ক বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)। ̃ জাল বি. কিরণরাশি, কিরণমালা। ̃ ধর বি. অংশুর ধার; সূর্য। ̃ মতী বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী। ̃ মান (-মত্) 1 সূর্য; 2 সূর্যবংশীয় সগর রাজার পৌত্র। ̃ মালা বি. রশ্মিজাল, কিরণমালা। ̃ মালী (-লিন্) বি. সূর্য। ̃ ল বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট। 14)
অকরণী
(p. 2) akaraṇī বি. (গণি.) যে রাশি করণী নয় অর্থাত্ যার মূল বার করলে কোনো ভাগশেষ থাকে না, rational quantity (যেমন 25=5)। [সং. ন+করণ+ঈ (স্ত্রী)]। 13)
অক্ষত
(p. 4) akṣata বিণ. 1 ক্ষত বা আঘাতপ্রাপ্ত হয়নি এমন, অনাহত; অচ্ছিন্ন; 2 নিখুঁত। বি. 1 আতপ চাল; 2 যব; 3 খই। [সং. ন+ক্ষত]। ̃ .দেহ, ̃ শরীর বি. ক্ষতহীন দেহ বা শরীর। বিণ. ক্ষতহীন দেহবিশিষ্ট। ̃ যোনি বিণ. (স্ত্রী.) যৌনসংগম করেনি এমন, যৌনসংগমের দ্বারা যার যোনি ক্ষত হয়নি; নির্দোষ কুমারী। 27)
অখল
(p. 6) akhala বিণ. খল বা কুটিল নয় এমন; ছলনাশূন্য, সরল; কুটিলতাহীন ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.)। [সং. ন+খল]। বিণ. (স্ত্রী) অখলা। 2)
অঘটন-ঘটন-পটীয়সী
(p. 8) aghaṭana-ghaṭana-paṭīẏasī বিণ. (স্ত্রী) অসাধ্যসাধনে পটু, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী) (সাধারণত 'মায়া' বা শক্তির বিণ. রূপে ব্যবহৃত)। অঘটনীয় বিণ. যা ঘটবার নয়; ঘটা সম্ভব নয় এমন। 16)
অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অজ1
(p. 8) aja1 বিণ. 1 যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; 2 কারও গর্ভে যার জন্ম হয় না। বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব; 5 রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; 6 কামদেব, মদন; 7 দক্ষ; 8 জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজা1 বি. (স্ত্রী) ত্রিগুণময়ী প্রকৃতি, সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধিকারিণী আদ্যাশক্তি। 90)
অজ2
(p. 8) aja2 বি. 1 ছাগল; 2 মেষ, ভেড়া; 3 (জ্যোতি.) মেষ রাশি। [সং. √অজ্+অ]। অজা 2 বি. 1 অজ বা ছাগল ('অজাশালে অজাগণে করাল প্রবেশ': ক. ক.); 2 (স্ত্রী) ছাগী; 3 ভেড়ি। অজাযুদ্ধ বি. 1 ছাগল বা ভেড়ার লড়াই; 2 যে লড়াইয়ে প্রকৃত যুদ্ধের চেয়ে আস্ফালনই বেশি; বহ্বারম্ভ। 91)
অজপা
(p. 8) ajapā বি. (স্ত্রী.) 1 যথাবিধি জপ না করে বিনা আয়াসে নিশ্বাসপ্রশ্বাস ক্রিয়ারূপে যা জপা যায়; 'হং সঃ' ইত্যাদি মন্ত্র ('অজপা জপিয়া': ভা. চ.); 2 প্রাণবায়ু, জীবন ('অজপা হতেছে শেষ'); 3 তান্ত্রিকদের দেবীবিশেষ। [সং. ন+√জপ্+অ +আ (স্ত্রী.)]। 99)
অজয়
(p. 8) ajaẏa বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। 103)
অঞ্জনা
(p. 8) añjanā বি. 1 হনুমানের মাতা; 2 অঞ্জন নামে পৌরাণিক হস্তীর স্ত্রী। [সং. অঞ্জন+আ (স্ত্রী.)]। 139)
অট্টালিকা
(p. 8) aṭṭālikā বি. বড় পাকা বাড়ি, ইমারত; প্রাসাদ। [সং. অট্টালক+আ (স্ত্রী.)]। 152)
অণি, অণী
(p. 14) aṇi, aṇī বি. 1 সূচ, শূল প্রভৃতির সূক্ষ্ম ডগা; 2 প্রান্ত, সীমা। [সং. √ অন্+ই, +ঈ (স্ত্রী.)]। 3)
অতসী
(p. 14) atasī বি. 1 সোনালি রঙের ফুলবিশেষ; 2 মসিনা, তিসি, commonflax; 3 শণ, Indian hemp. [সং. √ অত্+অস+ঈ (স্ত্রী.)]। 23)
অদ্রি
(p. 17) adri বি. 1 পর্বত; 2 সূর্য। [সং. অদ্+রি]। ̃ জা বি. (স্ত্রী.) গিরিজা; পার্বতী। ̃ .নাথ বি. 1 শিব; 2 হিমালয়। ̃ .রাজ হিমালয়। ̃ শিখর বি. পর্বতের চূড়া। 29)
অধি-ত্যকা
(p. 17) adhi-tyakā বি. পর্বতের সমতল উপরিভাগ। [সং. অধি+√ ত্যক্+আ (স্ত্রী.)]। 65)
অধি-বেদন
(p. 17) adhi-bēdana বি. এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ। [সং. অধি+√ বিদ্+অন]। অধি-বিন্না বি. (স্ত্রী.) দুইবার বিবাহিত পুরুষের প্রথম স্ত্রী। [সং. অধি+ √ বিদ্+ত+আ স্ত্রী.]। অধি-বেত্তা বি. যে পুরুষ এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করে। 80)
অধি-শ্রয়ণী
(p. 17) adhi-śraẏaṇī বি. উনুন, চুল্লি। [সং. অধি+ √ শ্রী+অন+ঈ (স্ত্রী.)]।
অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
অধীন
(p. 20) adhīna বিণ. 1 আয়ত্ত; 2 বশীভূত; 3 আশ্রিত; 4 বাধ্য; 5 অন্তর্ভুক্ত, included; 6 অপেক্ষাকৃত, নিম্নপদস্হ, subordinate (স. প.); 7 নির্ভরশীল (বি. প.)। বি. শাসন; অধিকার (আমি তোমার অধীনে নই)। [সং. অধি+ইন (=প্রভু)]। অধীনা, (অশু.) অধীনী বিণ. বি. (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)। ̃ তা বি. পরাধীনতা; অন্যের আদেশ অনুযায়ী কাজ করার অবস্হা বা ভাব। 7)
অনন্য
(p. 22) ananya বিণ. 1 অভিন্ন; অদ্বিতীয়, একক; 2 নিঃসঙ্গ। [সং. ন+অন্য]। বিণ. (স্ত্রী.) অনন্যা। ̃ কর্মা (-র্মন্) বিণ. অন্য কর্ম নেই যার; অন্য কাজ মনোযোগ দেয় না এমন; একাগ্র। ̃ গতি বিণ. অন্য গতি বা উপায় নেই এমন, গত্যন্তরহীন। ̃ চিত্ত বিণ. অন্য দিকে মন নেই যার, একাগ্র। ̃ দৃষ্টি বিণ. অন্য দিকে নজর বা দৃষ্টি নেই এমন; স্হিরদৃষ্টি। ̃ বৃত্তি বিণ. অন্য কর্ম বা প্রচেষ্টা নেই এমন। ̃ ব্রত বিণ. অন্য ব্রত বা কর্ম নেই যার। ̃ মনা বিণ. একাগ্রচিত্ত। ̃ শরণ বিণ. অন্য আশ্রয় বা রক্ষক নেই যার। ̃ সহায় বিণ. অন্য সহায় বা অবলম্বন বা আশ্রয় নেই যার। ̃ সাধারণ বিণ. যা সাধারণ নয়; অন্যকিছুর সঙ্গে যার তুলনা চলে না; অসাধারণ (অনন্যসাধারণ প্রতিভা)। 17)
অনসূয়া
(p. 23) anasūẏā বি. 1 হিংসাশূন্যতা, ঈর্ষাহীনতা; 2 শকুন্তলার সখীবিশেষ; 3 কর্দমমুনির কন্যা এবং অত্রিমুনির পত্নী। [সং. ন + অসূয়া + (স্ত্রী.) আ]। 36)
অনাথ
(p. 24) anātha বিণ. বি. সহায়হীন, সম্বলহীন; নিরাশ্রয়। [সং. ন + নাথ]। অনাথা, (অশু. কিন্তু প্রচলিত) অনাথিনী (স্ত্রী.) বিণ. সহায়হীনা, যে নারীর কোনো অবলম্বন নেই। ̃ আলয়, ̃ নিবাস, অনাথাশ্রম বি. অনাথ শিশুদের অর্থাত্ মাতা-পিতাহীন শিশুদের থাকার জায়গা বা আশ্রয়। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086328
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773180
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370863
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723062
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700457
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596269
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551150
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543255

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন