Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কান্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্লিষ্ট
(p. 4) akliṣṭa বিণ. 1 ক্লেশহীন, যে ক্লিষ্ট হয় না বা কষ্ট পায় না; 2 অক্লান্ত, ক্লান্তিহীন, শ্রান্তিহীন; 3 অদম্য; 4 নিবৃত্তিহীন (অক্লিষ্ট যত্ন); 5 অম্লান (অক্লিষ্ট কান্তি)। [সং. ন+ক্লিষ্ট]। ̃ কর্মা (-র্মন্) বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন। 23)
অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম
(p. 6) agā, agā-kānta, agā-mārā, agā-rāma বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [ সং. অঞ্জ]। 24)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
অজামিল
(p. 8) ajāmila বি. ভাগবতোক্ত কান্যকুব়্জবাসী জনৈক ইন্দ্রিয়াসক্ত ব্রাহ্মণ, যিনি মৃত্যুকালে নারায়ণভক্তির পুরস্কারস্বরূপ বিষ্ণুলোকে গিয়েছিলেন। 114)
অত্যাসক্ত
(p. 14) atyāsakta বিণ. অত্যন্ত আসক্ত বা অনুরক্ত, একান্ত অনুরক্ত। [সং. অতি+আসক্ত]। অত্যাসক্তি বি. অতিশয় অনুরাগ বা লিপ্সা। 51)
অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
অনিন্দনীয়, অনিন্দ্য
(p. 25) anindanīẏa, anindya বিণ. 1 নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; 2 প্রশংসাযোগ্য; 3 উত্কৃষ্ট; 4 সুন্দর; 5 নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। [সং. ন + √ নিন্দ্ + অনীয়, য]। অনিন্দিত বিণ. 1 নিন্দিত নয় এমন; 2 সুন্দর; 3 নিখুঁত (অনিন্দিত স্বভাব, অনিন্দিত কান্তি)। অনিন্দিতা বিণ. (স্ত্রী.) নিন্দিতা নয় এমন। 31)
অনু-প্রাণিত
(p. 29) anu-prāṇita বিণ. অনুপ্রাণনা পেয়েছে এমন (স্বামী বিবেকান্দের আদর্শের দ্বারা অনুপ্রাণিত) [সং. অনু + প্র + √ অন্ + ণিচ্ + ত]। 13)
অনেক
(p. 32) anēka বিণ. 1 একাধিক; 2 বহু, প্রচুর (অনেক চেষ্টা, অনেক তফাতে), নানা (অনেক কথা)। সর্ব. 1 বহু লোক (অনেকে বলে); 2 প্রচুর ('অনেক দিয়েছ নাথ': রবীন্দ্র)। [সং. ন + এক]। অনেকানেক বিণ. নানান ও বিভিন্ন। ̃ টা বি. অধিকাংশ, বেশির ভাগ (তীরের অনেকটা ভেঙেছে)। বিণ. প্রচুর (অনেকটা ভাত)। ক্রি-বিণ. অধিকাংশ বিষয়ে (সে এখন অনেকটা ভালো)। ̃ ধা অব্য ক্রি-বিণ. অনেক প্রকারে, নানা দিক থেকে। ̃ প্রকার, &tilde ; বিধ, ̃ রূপ বিণ. নানারকম। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজের জন্য অনেক লোক জুটে গেলে মতভেদ ইত্যাদির ফলে কাজটাই পণ্ড হয়। 21)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অব-তংস
(p. 44) aba-taṃsa বি. ভূষণ, অলংকার; কানের অলংকার; শিরোভূষণ; গৌরব বা গৌরবের বস্তু (চন্দ্রবংশাবতংস)। [সং. অব + √ তংস্ (=ভূষণ) + অ]। 8)
অব-লোকন
(p. 46) aba-lōkana বি. দৃষ্টিপাত, দর্শন, দেখা, তাকানো (প্রাণভরে সেই দৃশ্য অবলোকন করলেন)। [সং. অব + √ লোক্ + অন]. অব-লোকিত বিণ. দেখা হয়েছে এমন, দৃষ্ট। 16)
অবারিত
(p. 48) abārita বিণ. বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন; আটকানো হয়নি বা যায়নি এমন, মুক্ত, অবাধ (অবারিত দ্বার, অবারিত জলস্রোত)। [সং. ন + বারিত]। 4)
অভীপ্সা
(p. 55) abhīpsā বি. একান্ত কামনা; তীব্র আকাঙ্ক্ষা; প্রবল ইচ্ছা। [সং. অভি + ঈপ্সা]। অভীপ্সিত বিণ. একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত। অভীপ্সু বিণ. একান্তভাবে ইচ্ছু, অভিলাষী। 3)
অশ্রবণ
(p. 67) aśrabaṇa বি. কানে না শোনা, বধিরতা। বিণ. কর্ণহীন; শ্রবণশক্তিহীন। [সং. ন + শ্রবণ]। অশ্রবণীয় বিণ. শোনা উচিত নয় এমন, অশ্রোতব্য; অশ্লীল (অশ্রবণীয় ভাষা)। 8)
অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
অসাধু
(p. 70) asādhu বিণ. 1 অসত্; মন্দ; প্রতারণা করে এমন (অসাধু ব্যবসায়ী); 2 ব্যাকরণদুষ্ট, অসিদ্ধ (অসাধু শব্দ)। [সং. ন + সাধু]। ̃ তা বি. অসত্ বা মন্দ কাজ বা আচরণ; প্রতারণা; ঠকানো। 52)
অসিতোপল
(p. 72) asitōpala বি. নীলা বা নীলকান্তমণি। [সং. অসিত + উপল]। 10)
অয়স, অয়স্
(p. 59) aẏasa, aẏas বি. লোহা। [সং. অয় + অস্]। অয়স্কঠিন বিণ. লোহার মতো শক্ত; অত্যন্ত কঠিন বা শক্ত ('অয়স্কঠিন ব্রত': প্রেমেন্দ্র)। অয়স্কান্ত বি. চুম্বক পাথর, magnet, load-stone. অয়স্কার বি. লৌহকার, কামার। 23)
আঁকড়া
(p. 77) ān̐kaḍ়ā বি. কোনোকিছু ঝুলিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহার আংটা, hook; কড়া। [দেশি]। আঁকড়া-আঁকড়ি বি. জড়াজড়ি; টানাটানি। 51)
আঁকড়ি, আঁকুড়ি
(p. 77) ān̐kaḍ়i, ān̐kuḍ়i বি. 1 অঙ্কুশ; অঙ্কুশের মতো বাঁকানো জিনিস বা চিহ্ন; 2 অক্ষরের পাশে নাকের মতো বাঁকা অংশ। [বাং. আঁকড়া + ই]। 53)
আঁখি
(p. 79) ān̐khi বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)। 4)
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আঁতকানো
(p. 79) ān̐takānō ক্রি. ভয়ে চমকানো, ভয়ে চমকে ওঠা বি. বিণ. উক্ত অর্থে। [সং. আতঙ্ক বাং. আঁতকা]। আঁতকে ওঠা ক্রি. বি. ভয়ে চমকে ওঠা। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074046
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768663
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366052
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698041
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545154
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন