Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অখণ্ড; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাট্য
(p. 2) akāṭya বিণ. যা কাটা বা খণ্ডন করা যায় না, অখণ্ডনীয় (অকাট্য যুক্তি) [সং. ন+বাং. কাট্য (প্রাক্. √ কট্ট থেকে)]। 33)
অখণ্ড
(p. 4) akhaṇḍa বিণ. 1 খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); 2 অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); 3 ঘন (অখণ্ড 'পীযূষধারা': বা. ঘো.); 4 পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]। বি. ̃ তা (আঞ্চলিক অখণ্ডতা)। ̃ ণীয় বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন। ̃ মণ্ডল বিণ. সম্পূর্ণ গোলাকার; পূর্ণকলাবিশিষ্ট ('অখণ্ডমণ্ডল বিধু')। ̃ মণ্ডলাকারা বিণ. সম্পূর্ণ গোলাকার। অখণ্ডিত বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)। অখণ্ড্য বিণ. অখণ্ডনীয়-র অনুরূপ। 43)
অবিচ্ছেদ
(p. 48) abicchēda বি. 1 বিচ্ছেদের অভাব; 2 অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। বিণ. 1 অবিভক্ত, অখণ্ড; 2 অবিরাম, বিরতিহীন; 3 ক্রমাগত, ধারাবাহিক। [সং. ন + বিচ্ছেদ]। অবিচ্ছেদী (-দিন্) বিণ. বিচ্ছেদহীন; ভেদহীন। অবিচ্ছেদে ক্রি-বিণ. না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)। অবিচ্ছেদ্য বিণ. বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)। 19)
অবিভক্ত
(p. 49) abibhakta বিণ. 1 ভাগ করা হয়নি এমন (অবিভক্ত সম্পত্তি); 2 অখণ্ডিত, সম্পূর্ণ (অবিভক্ত ভারত)। [সং. ন + বিভক্ত]। 8)
অমিশ্র
(p. 57) amiśra বিণ. অন্য কিছু মেশানো নয় এমন; বিশুদ্ধ, খাঁটি; পৃথক। [সং. ন + মিশ্র]। অমিশ্র রাশি বি. (গণি.) অখণ্ড বা পূর্ণ সংখ্যা, whole number. 38)
গোটা1
(p. 256) gōṭā1 বিণ. 1 আস্ত, অখণ্ড, সম্পূর্ণ (গোটা বাড়িটা, গোটা দেশ, গোটা গোটা ডিম); 2 বিভিন্নরকম চূর্ণ মশলার মিশ্রণ; 3 বস্তু বা সংখ্যার নির্দেশক, -টা, মাত্র (গোটা পাঁচেক)। বি. (আঞ্চ.) আস্ত জিনিস (গোটা সেদ্ধ)। [দেশি]। ̃ কতক, ̃ কয়েক বিণ. অল্প কয়েকটি। গোটা গোটা বিণ. আস্ত আস্ত, অভঙ্গ (গোটা গোটা ডিম)। [গুটি1 দ্র]। 68)
থান1
(p. 392) thāna1 বি. 1 অখণ্ড কাপড়, একবারে বোনা বস্ত্রখণ্ড (জামার থান); 2 পাড়হীন সাদা ধুতি (তিনি থান পরেন)। বিণ. 1 অখণ্ড, গোটা (থান ইট); 2 পাড়হীন (থান ধুতি)। [হি.]। 27)
নিষ্কল
(p. 475) niṣkala বিণ. 1 কলারহিত বা অংশহীন; অখণ্ড; 2 সম্পূর্ণ অবয়বহীন (নিষ্কল ব্রহ্ম); 3 নষ্টবীর্য; 4 বার্ধক্যপ্রাপ্ত। বি. পরব্রহ্ম। [সং. নির্ + কলা]। নিষ্কলা, নিষ্কলী বি. (স্ত্রী.) যে নারীর রজোনিবৃত্তি হয়েছে, যে নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। 3)
পুরা৩
(p. 526) purā3 (সাধু.) বিণ. 1 পরিপূর্ণ (পুরা কলসি); 2 সম্পূর্ণ, অখণ্ড (পুরা বাড়িটাই চাই)। বিণ. পূর্ণভাবে, পুরোপুরি। [সং. পূর্ণ]। 34)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
স্ফোট
(p. 849) sphōṭa বি. 1 ফোড়া; আব; 2 (ব্যাকরণাদি শাস্ত্রে) পূর্ব পূর্ব বর্ণের অনুভবের সহ্গে শেষ বর্ণের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা বোধ্য অখণ্ড শব্দবিশেষ। [সং. √ স্ফুট্ + অ]। ̃ বাদ বি. শব্দার্থসম্বন্ধে প্রাচীন মতবিশেষ। 49)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072677
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768161
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365570
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720887
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697764
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594435
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544683
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542207

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন