Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অঞ্জন; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম
(p. 6) agā, agā-kānta, agā-mārā, agā-rāma বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [ সং. অঞ্জ]। 24)
অগেয়ান
(p. 6) agēẏāna (প্রাচীন কাব্যে) আগেআন-অঞ্জান এর কোমল রূপ।
অঞ্জন
(p. 8) añjana বি. 1 চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়; 2 মালিন্য, কালিমা; 3 (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন); 4 আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]। ̃ .শলাকা বি. চোখে কাজল বা সুর্মা দেবার কাঠি। অঞ্জনিকা বি. আঁজনাই। 138)
অঞ্জনা
(p. 8) añjanā বি. 1 হনুমানের মাতা; 2 অঞ্জন নামে পৌরাণিক হস্তীর স্ত্রী। [সং. অঞ্জন+আ (স্ত্রী.)]। 139)
অঞ্জনিকা
(p. 8) añjanikā দ্র অঞ্জন। 140)
অঞ্জলি
(p. 8) añjali বি. 1 যুক্তকর, আঁজল আঁজলা; 2 (দেবতার উদ্দেশে) যুক্তকরে প্রদত্ত পুষ্পাদি; 3 পূজা; ভজনা ('দেবগণ যারে করেন অঞ্জলি': ক. ক.); 4 আঁজলের পরিমাণ অর্থাত্ এক আঁজলায় যতটা ধরে। [সং. √ অঞ্জ্+অলি (অলিচ্)]। ̃ .পুট বি. দুই করতলের দ্বারা রচিত গণ্ডুষাকার গহ্বর। ̃ .বদ্ধ বিণ. যুক্তকর। 141)
অঞ্জাম
(p. 8) añjāma বি. 1 আয়োজন, উদযোগ; 2 সমাপ্তি। [ফা. অন্জাম]। 142)
অঞ্জির
(p. 8) añjira বি. পেয়ারা বা পেয়ারা গাছ। [ফা. অনজীর]। 143)
অঞ্জুমান
(p. 8) añjumāna দ্র আঞ্জুমান। 144)
অত্যুদ্-ব্যক্তি
(p. 14) atyud-byakti বি. শব্দ ইত্যাদি অত্যধিক ঝোঁক দিয়ে উচ্চারণ বা প্রকাশ, overemphasis. [সং. অতি+উদ্+ব্যক্তি (বি+√ অঞ্জ্+তি)]। অত্যুদ্-ব্যক্ত বিণ. খুব বেশি ঝোঁক দিয়ে প্রকাশিত বা উচ্চারিত। 60)
অভি-ব্যক্তি
(p. 50) abhi-byakti বি. 1 প্রকাশ, expression (দুঃখের অভিব্যক্তি, ভাবের অভিব্যক্তি); 2 ক্রমবিকাশ; জীবের ক্রমবিকাশের ফলে নতুন জাতির জীবের উত্পত্তি, evolution (বি. প.)। [সং. অভি + বি + √ অঞ্জ্ + তি]। অভি-ব্যক্ত বিণ. প্রকাশিত; বিকাশ লাভ করেছে এমন। ̃ .বাদ বি. জীবের ক্রমবিকাশসম্বন্ধীয় মতবাদ, theory of evolution. 102)
অভ্যঙ্গ, অভ্যঞ্জন
(p. 55) abhyaṅga, abhyañjana বি. 1 তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; 2 আভাং। [সং. অভি + অঙ্গ, অভি +অঞ্জন]। 12)
অম্বর1
(p. 57) ambara1 বি. 1 আকাশ ('নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর': রবীন্দ্র); 2 বস্ত্র (পীতাম্বর)। [সং. অম্ব্ + অর]। অম্বরী1 বি. শাড়ি (নীলাম্বরী)। 56)
আঁজনাই
(p. 79) ān̐janāi বি. আঞ্জনি; চোখের পাতার ভিতরদিকের ফোঁড়াবিশেষ, sty, stye. [সং. অঞ্জন]। 11)
আঁজল, আঁজলা
(p. 79) ān̐jala, ān̐jalā বি. আঞ্জলি, গণ্ডূষ, হাতের কোষ। বিণ. অঞ্জলিপরিমাণ। [সং. অঞ্জলি]। 12)
আঞ্জনি, আঞ্জুনি
(p. 85) āñjani, āñjuni বি. আজনাই, চোখের পাতায় উদ্গত ব্রণবিশেষ। [সং. অঞ্জন + অ + বাং. ই]। 51)
আঞ্জনেয়
(p. 85) āñjanēẏa বি. অঞ্জনার পুত্র, হনুমান। [সং. অঞ্জনা + এয়]। 52)
আঞ্জিনেয়
(p. 85) āñjinēẏa বি. পিঠে নীল ডোরা দাগবিশিষ্ট টিকটিকিজাতীয় জীববিশেষ; আজনাই। [সং. অঞ্জনী + এয়]। 55)
কজ্জল
(p. 156) kajjala বি. 1 কাজল, অঞ্জন; 2 কালি, মসী; ভুসো; 3 মেঘ। [সং. কু (কুদ্) + জল]। 52)
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবার ও রাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কৃতাঞ্জলি
(p. 204) kṛtāñjali বিণ. দুই হাত জোড় করেছে এমন, যুক্তকর (কৃতাঞ্জলি হয়ে বললেন) [সং. কৃত + অঞ্জলি] ̃. পুটে ক্রি-বিণ. দুই হাত জোড় করে; দুই করতলকে পুট বা ঠোঙ্গার মতো জোড় করে। 2)
জলাঞ্জলি
(p. 312) jalāñjali বি. 1 শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; 2 (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); 3 অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]। 160)
জ্ঞানাঞ্জন
(p. 331) jñānāñjana বি. তত্ত্বজ্ঞানরূপ কাজল যার দ্বারা অজ্ঞানরূপ অন্ধকার দূর হয় বা তিমিররোগ নিরাময় হয় এবং সমস্ত কিছুর প্রকৃত রূপ উপলব্ধি করা যায়। [সং. জ্ঞান + অঞ্জন]। 14)
তিন
(p. 375) tina বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তিন্ন]। ̃ কাল বি. শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)। ̃ কুল বি. পিতৃবংশ, মাতৃবংশ ও শ্বশুরবংশ (তার তিনকুলে কেউই নেই)। তিন লাফে ক্রি-বিণ. (আল.) অতি দ্রুত, সাততাড়াতাড়ি। ̃ সন্ধ্যা - ত্রিসন্ধ্যা -র অনুরূপ। তিনাঞ্জলি, (প্রা. বাং.) তিনাঞ্জলী বি. তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ ('আজি লাজক দিআ তিনাঞ্জলি': শ্রীকৃ.)। [তু. তিলাঞ্জলি]। 127)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085869
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772983
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370654
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722994
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700346
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596175
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550948
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543222

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন