Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অতীতে': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নু
(p. 475) -nu (আঞ্চ.) উত্তমপুরুষের অতীতকালের ক্রিয়াবিভক্তিবিশেষ (গেনু, দিনু)। 108)
অতীত
(p. 14) atīta বিণ. 1 যা ঘটে গেছে এমন, বিগত; পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন (অতীত যুগ, অতীত গৌরব); 2 অতিক্রম করেছে এমন (কল্পনার অতীত. কালাতীত)। বি. বিগত কাল (অতীতে তারা পরস্পরের শত্রু ছিল, অতীতে যেমন বর্তমানেও তেমনই)। [সং. অতি+ √ ই+ত]। ̃ .বেত্তা, ̃ .বেদী বি. বিণ. যে বা যিনি অতীত কাল সম্পর্কে অনেককিছু জানে বা জানেন। 30)
অশক্য
(p. 65) aśakya বিণ. অসাধ্য; শক্তি বা ক্ষমতার অতীত। [সং. ন + শক্য]। 13)
আগে
(p. 82) āgē ক্রি-বিণ. 1 প্রথমে, পূর্বে; 2 সামনে। [সং. অগ্রে]। ̃ .কার বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)। আগে আগে ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)। ̃ .পাছে ক্রি-বিণ. সামনে ও পিছনে। আগেপাছে করা ক্রি. ইতস্তত করা। ̃ .ভাগে ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)। 68)
গুণাতীত
(p. 250) guṇātīta বিণ. সত্ত্ব, রজঃ, তমঃ-এই ত্রিগুণের অতীত। [সং. গুণ + অতীত]। 72)
গেল1
(p. 256) gēla1 ক্রি. গমন করল। [বাং. √যা + ইল(অতীতে)]। 35)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
ততোধিক
(p. 365) tatōdhika বিণ. আরত্ত বেশি; তার চেয়েও বেশি ('যত না পশ্চাত্পদ, ততোধিক বিমুখ অতীতে': সু. দ.)। [সং. ততঃ + অধিক]। 5)
দৈবী
(p. 421) daibī বিণ. (স্ত্রী.) দেবসম্বন্ধীয়, দেবকৃত (দৈবী প্রেরণা, দৈবী শক্তি)। [সং. দেব + অ + ঈ]। দৈবী বাক্ বি. দেবভাষা, সংস্কৃত। দৈবী মায়া বি. অলৌকিক মায়া; ঐশ্বরিক মায়া। দৈবী শক্তি বি. অলৌকিক বা ঐশ্বরিক শক্তি, যে শক্তি মানুষের বোধ বা নিয়ন্ত্রণের অতীত। 64)
দোহাই
(p. 425) dōhāi বি. 1 কারও নাম নিয়ে শপথ বা দিব্যি (ঈশ্বরের দোহাই, এমন কাজ করব না, ধর্মের দোহাই); 2 মিনতি করা (দোহাই তোমরা একটু চুপ করো); 3 অজুহাত, ছুতা, অছিলা (অসুস্হতার দোহাই, দারিদ্রের দোহাই); 4 নজির (অতীতের ঘটনার দোহাই দেওয়া)। [হি. দুহাই]। 20)
পুরা-ঘটিত
(p. 526) purā-ghaṭita বিণ. 1 পূর্বে ঘটেছে এমন; 2 (ব্যাক.) অতীতকালের বা সদ্যঘটিত বর্তমানের রূপ। [সং. পুরা1 + ঘটিত]। 38)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
বাক্য
(p. 591) bākya বি. 1 কথন, কথা, বচন ('হেন বাক্য কভু আমি শুনিনি কখন'); 2 (ব্যাক.) পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি, sentence. [সং. √ বচ্ + য]। ̃ জাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার। ̃ দান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান। ̃ বাগীশ, ̃ বিশারদ বিণ. 1 বাক্পটু; 2 বাচাল। ̃ বাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা। ̃ বিনিময় বি. 1 পরস্পর কথাবার্তা; 2 কথা-কাটাকাটি। ̃ ব্যয় বি. কথা বলা ('বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল': তারা)। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ হারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন। বাক্যাতীত বিণ. কথা বলে বোঝানো যায় না এমন; ভাষার অতীত। বাক্যালাপ বি. কথাবার্তা; কথোপকথন। 37)
বিলীন
(p. 626) bilīna বিণ. 1 মিলিয়ে গেছে এমন (অতীতের গর্ভে বিলীন, শুন্যে বিলীন); 2 সম্পূর্ণ লুপ্ত, অন্তর্হিত বা মগ্ন (সম্ভাবনা বিলীন হয়ে যাওয়া)। [সং. বি + লীন]। 7)
রাম
(p. 743) rāma বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ̃ .কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ̃ .কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ̃ .খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ̃ .গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ̃ .চন্দ্র বি. দশরথপুত্র রাম। অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ̃ .ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ। ̃ দা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ̃ .ধনু, ̃ .ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ̃ .ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ̃ .ধোলাই বি. প্রচুর প্রহার। ̃ .নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তব ও অসম্ভব ব্যাপার। ̃ .পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ̃ .ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত। ̃ .যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ̃ .রহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ। ̃ .রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ̃ .রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .লীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ̃ .শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ̃ .শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ̃ .শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই। 7)
লোক
(p. 764) lōka বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, 'অলোকলোকে জন্ম নেব': রবীন্দ্র)। [সং. √ লোক্ + অ]। ̃ .ক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি। ̃ .গাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত। ̃ .গীতি বি. পল্লিসংগীত। ̃ .চক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি। ̃ .চরিত্র বি. মানবপ্রকৃতি। ̃ .জন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল। ধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ। নাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা। নিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা। নিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া। পরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম। পাল রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল। পিতামহ বি. ব্রহ্মা। প্রবাদ বি. জনশ্রুতি। প্রসিদ্ধ বিণ. বিখ্যাত। বল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ। বহির্ভূত, বাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন। ব্যবহার বি. সামাজিক রীতিনীতি। মান্য বিণ. সকলের কাছে সম্মানিত। যাত্রা বি. সংসারযাত্রা। লজ্জা, (প্রধানত কাব্যে) লাজ বি. জনসাধারণের কাছে লজ্জা। লশকর, লস্কর বি. সৈন্যবাহিনী ও সংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ। লীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা। লৌকতা বি. সামাজিকতা। শিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা। সংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong. সংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি। সভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা। সমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি। সাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য। স্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন। হাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস। হিত বি. মনুষ্যজাতির কল্যাণ। হিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী। লোক-সান বি. 1 ক্ষতি 2 যে দরে কেনা হয়েছে তার চেয়ে কম মূল্য গ্রহণ (লোকসান দিয়ে বিক্রি করা)। আ. নুক্সান। লোক-সানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)। লোকাকীর্ণ বিণ. জনাকীর্ণ, বহু লোকের ভিড়ে পূর্ণ (লোকাকীর্ণ সভাগৃহ)। সং. লোক + আকীর্ণ। লোকাচার বি. মনুষ্যসমাজের রীতিনীতি, সামাজিক প্রথা। সং. লোক + আচার। লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। সং. লোক + অতীত। লোকাধিক্য বি. লোকজনের আতিশয্য বা ভিড়। সং. লোক + আধিক্য। লোকান্তর বি. 1 ভিন্ন জগত্ 2 পরলোক (লোকান্তরগমন)। সং. লোক + অন্তর। লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত। স্ত্রী. লোকান্তরিতা। লোকাপ-বাদ বি. জনসাধারণ কর্তৃক নিন্দা, অপবাদ। সং. লোক + অপবাদ। লোকাভাব বি. 1 লোকজনের ঘাটতি 2 সাহায্য করার মতো লোকের অভাব। সং. লোক + অভাব। লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। সং. লোক + আয়ত। লোকায়তিক বিণ. চার্বাকের মতাবলম্বী বা নাস্তিক। বি. চার্বাক। লোকারণ্য বি. বহু অসংখ্য লোকের সমাবেশ (লোকে লোকারণ্য)। সং. লোক + অরণ্য। লোকাল বিণ. আঞ্চলিক। ইং. local। লোকাল বোর্ড কয়েকটি সন্নিহিত গ্রামের উন্নতিকল্পে গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ। লোকালয় বি. নগর গ্রাম প্রভৃতি যেখানে মানুষজন বাস করে জনপদ। সং. লোক + আলয়। লোকিত বিণ. দৃষ্ট, দেখা বা লক্ষ করা হয়েছে এমন (অবলোকিত)। সং. লোক্ + ত। লোকেশ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 নৃপতি, রাজা। সং. লোক + ঈশ। লোকেশ্বর-লোকেশ-এর অনুরূপ। লোকোক্তি বি. 1 লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। সং. লোক + উক্তি। লোকোত্তর বিণ. 1 অলৌকিক 2 অসাধারণ (লোকোত্তর পুরুষ, লোকোত্তর প্রতিভা)। সং. লোক + উত্তর। লোচন বি. চক্ষু, নয়ন, নেত্র। সং. লোচ্ + অন। লোচ্চা বিণ. লম্পট, দুশ্চরিত্র (লোচ্চা ছেলে)। ফা. লুচ্চা। লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। সং. লুঠ্ + বাং. অন। লোটা 1 বি. ঘটি। হি. লোটা। কম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা 2, লোটানো, লোড়া যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ। লোড-শেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding। লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। সং. রুধ্ + অ, র। রেণু বি. লোধ্রগাছের ছালের গুঁড়ো, যা প্রাচীনকালে প্রসাধনীরূপে ব্যবহৃত হত। লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। বাং. লুন + আ। লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। সং. লুপ্ + অ। প্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন। লোপ্ত্র বি. লুটের মাল, চুরির ধন। সং. লুপ্ + ষ্ট্রন্। লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। সং. লুপ্ত লুপত লোপাট। লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। তু. লোপাট। লোফা ক্রি. বি. মাটিতে পড়ার আগেই শূন্য থেকে ধরে নেওয়া। সং. লুফ + বাং. আ। লুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা। লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। আ. লুবান। লোভ বি. 1 পাবার জন্য বা লাভ করার জন্য তীব্র বাসনা, লিপ্সা (ধনলোভ, খ্যাতির লোভ) 2 পরদ্রব্য আত্মসাত্ করার প্রবৃত্তি 3 বিষয়বাসনা (লোভ জয় করা)। সং. লুভ্ + অ। ন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)। নীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. নীয়া। লোভা বিণ. 1 লোভনীয় 2 (আঞ্চ.) লোভী (লোভা ছেলে)। লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত। স্ত্রী. লোভাতুরা। লোভিত বিণ. প্রলোভিত, লুব্ধ করা হয়েছে এমন। লোভী (-ভিন্) বিণ. লোভযুক্ত, লোলুপ। লোভা বিণ. 1 (আঞ্চ.) লোভী 2 (সমাসের উত্তরপদে) মোহজনক, মুগ্ধকর (মনোলোভা)। ক্রি. (কাব্যে) লোভ করা (শৃগাল হইয়া... লোভিলি সিংহীরে মধু.) সং. লুভ্ + বাং. আ। লোভাতুর, লোভী দ্র লোভ। লোম (-মন্) বি. 1 কেশ, রোম মাথা ও মুখমণ্ডল ব্যাতীত দেহের অন্যান্য অবয়বের চুল 2 পশম। সং. লূ + মন্। কূপ, জ, ফোঁড়া, রাজি, হর্ষ, হর্ষক যথাক্রমে রোমকূপ, রোমজ, রোমফোঁড়া, রোমরাজি, রোমহর্ষ ও রোমহর্ষক-এর অনুরূপ। দ্র রোম। লোমাবলি, লোমোদগম যথাক্রমে রোমাবলি ও রোমোদগম-এর অনুরূপ। লোর বি. (প্রা. কা.) অশ্রু, চোখের জল (নয়নকো লোর গো. দা.) সং. লোত্র। লোল বিণ. 1 চঞ্চল, বিলোল (লোল কটাক্ষ) 2 লকলকে (লোল রসনা) 3 লোলুপ, সতৃষ্ণ (লোল দৃষ্টি) 4 শিথিল, ঢিলা (লোলচর্ম) 5 (আঞ্চ.) লালা, থুতু। সং. লুড্ + অ। লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। বি. জিহ্বা। নোলা দ্র। চর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন। জিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে। জিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা। দৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি। লোলায়-মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান। লোলিত বিণ. 1 কম্পিত, আন্দোলিত 2 চঞ্চল 3 ঝুলে পড়েছে এমন। লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। সং. লুপ্ + যঙ্লুক্ + অ। বি. তা। লোষ্ট্র বি. ঢিল, শক্ত মাটি ইট পাথর প্রভৃতির টুকরো। সং. লোষ্ট্র + র। লোহ 1 বি. লৌহ 2 সবরকমের ধাতুদ্রব্য 3 রক্ত (লোহসহ মিশি অশ্রুধারা আর্দিল মহীরে মধু.)। সং. লোহ + অ। লোহ 2 বি. (প্র. কা.) চোখের জল (চক্ষে বহে লোহ ঘ.)। সং. লোত্র। লোহা বি 1 ধূসর বা কালচে রঙের শক্ত অতিপ্রয়োজনীয় ধাতুবিশেষ, লৌহ 2 হিন্দু এয়োতির চিহ্নস্বরূপ স্ত্রীলোকের ধারণীয় লোহার বালা, নোয়া। সং. লোহ + বাং. আ। লোহার কার্তিক দ্র কার্তিক। লক্কড় বি. লোহা কাঠ ইত্যাদি জিনিসের সমষ্টি। র বি. 1 কর্মকার 2 লৌহব্যবসায়ী 3 পদবিবিশেষ। লোহার দ্র লোহা। লোহি বি. পশমি চাদরবিশেষ, লুই। হি.। লোহিত বিণ. লাল, রক্তবর্ণ। বি. লাল রং। সং. লোহ + ইত। ক বি. 1 পদ্মরাগমণি 2 মঙ্গলগ্রহ। কণা, কণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে। সাগর বি. আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea. লোহিতাঙ্গ বি. মঙ্গলগ্রহ। লোহু বি. (কাব্যে) রক্ত। বিণ. লাল, রক্তবর্ণ। সং. লোহ্। লৌকতা বি. লৌকিকতা (লৌকলৌকতা)। সং. লৌকিকতা। লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)। সং. লোক + ইক। তা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান। লৌল্য বি. 1 লোলতা, লোলুপতা (রসনালৌল) 2 চাঞ্চল্য। সং. লোল + য। লৌহ বি. লোহা। বিণ. লোহার তৈরি (লৌহকপাট)। সং. লোহ + অ। কণ্টক বি. নোঙর। কার বি. কামার, কর্মকার। বর্ত্ম বি. রেল ট্রাম প্রভৃতির লোহার তৈরি লাইন। মল বি. মরচে, মরিচা, জং। লৌহিত্য বি. 1 রক্তিমা, লাল রং 2 ব্রহ্মপুত্র নদ। সং. লোহিত + য। ল্যাং বি. 1 পা 2 পায়ে পা লাগিয়ে ফেলে দেওয়ার কায়দা। তু. হি. টাঙ্গ, বাং. ঠ্যাং। ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা। ল্যাংচা 1 বি. লম্বা আকারের পানতুয়াবিশেষ। দেশি। ল্যাংচা 2 ক্রি. খুড়িয়ে হাঁটা। বিণ. খোঁড়া, খঞ্জ। সং. লঙ্গ + বাং. চা। নো ক্রি. বি. খোঁড়ানো, খুঁড়িয়ে হাঁটা। ল্যাংটা বিণ. উলঙ্গ, নগ্ন, ন্যাংটা। তু. সং. নগ্নাট।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084586
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772482
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370209
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722803
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700135
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595978
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550410
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন