Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অশরীরী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকায়
(p. 3) akāẏa বিণ. দেহবিহীন, অশরীরী। বি. 1 পরমাত্মা; 2 রাহুগ্রহ। [সং. ন+কায়]। 2)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অবয়ব
(p. 45) abaẏaba বি. 1 শরীরের অঙ্গ, হাত-পা ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ; 2 চেহারা, আকৃতি; 3 অংশ; উপকরণ। [সং. অব + √ যু + অ]। ̃ হীন বিণ. যার দেহ বা অঙ্গ নেই এমন, অশরীরী। অবয়বী (-বিন্) বিণ. অবয়ববিশিষ্ট, অঙ্গবিশিষ্ট, অবয়ব আছে এমন। 25)
অশরীরী
(p. 65) aśarīrī (-রিন্) বিণ. শরীর নেই এমন, দেহহীন। বি. প্রেতাত্মা; ভূত। [সং. ন + শরীরী]। স্ত্রী. অশরীরিণী। 18)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
জুজু
(p. 327) juju বি. শিশুদের ভয় দেখাবার জন্য কল্পিত অশরীরী বা পিশাচযোনি। [দেশি]। ̃ বুড়ি বি. কল্পিত ছেলেধরা পিশাচী। 24)
প্রেত
(p. 554) prēta বি. ভূত, অশরীরী; মৃতের আত্মা। [সং. প্র + √ ই + ত]। ̃ কর্ম, ̃ কার্য, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. মৃতের দাহন ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ তর্পণ বি. মৃতের তৃপ্তির জন্য জলদান। ̃ দেহ বি. মৃত্যুর পরে জীবের সূক্ষ্ম দেহ। ̃ নদী বি. বৈতরণী। ̃ পক্ষ বি. চান্দ্র আশ্বিনের কৃষ্ণপক্ষ-এই পক্ষে পরলোকগত পিতৃগণের তর্পণ করতে হয়। ̃ পিণ়্ড বি. মৃতের উদ্দেশে পিণ্ডজল। ̃ পুরী, ̃ লোক, বি. যমালয়, নরক। ̃ মূর্তি বি. প্রেতের আকৃতি বা প্রেতের মতো আকৃতি। ̃ যোনি বি. ভূত, পিশাচ। প্রেতাত্মা (-ত্মন্) বি. 1 মৃতের আত্মা; 2 ভূত। প্রেতাধিপ বি. যমরাজ। প্রেতাশৌচ বি. শবদাহজনিত অশৌচ। প্রেতিনী বি. (স্ত্রী.) (বাং.) পেতনি। 104)
বিদেহ
(p. 614) bidēha বিণ. 1 দেহহীন, অশরীরী, মূর্তিহীন; 2 মৃত। বি. মিথিলা প্রদেশ। [সং. বি + দেহ]। বিণ. (স্ত্রী.) বিদেহা। বিদেহী বিণ. (সংস্কৃতমতে অশু. কিন্তু বাংলায় প্রচলিত) দেহহীন, অশরীরী (বিদেহী আত্মা)। 28)
বৈদেহিক
(p. 644) baidēhika বিণ. দেহহীন, অশরীরী। [সং. বি + দেহ + ইক]। 34)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
মূর্তি
(p. 712) mūrti বি. 1 দেহ, শরীর (মূর্তিমান); 2 আকৃতি, চেহারা, রূপ (সৌম্যমূর্তি); 3 প্রতিমা (মূর্তিপূজা)। [সং. √ মূর্ছ্ + তি]। ̃ .ধারণ, ̃. পরিগ্রহ বি. (অশরীরীর) শরীর ধারণ, দেহধারণ। ̃ .পূজা বি. সাকার-উপাসনা, প্রতিমাপূজা। ̃ .মন্ত. ̃ .মান (-মত্) বিণ. 1 মূর্তিবিশিষ্ট, দেহধারী, সাকার; 2 স্পষ্ট, প্রত্যক্ষ, সাক্ষাত্ (মূর্তিমান শয়তান) স্ত্রী. ̃ .মতী 73)
শরীর
(p. 772) śarīra বি. 1 দেহ; 2 মূর্তি, কায়া। [সং. √ শৃ + ঈর]। ̃ গত বিণ. 1 শরীরসম্বন্ধীয়. শারীরিক, দেহস্হ; 2 শরীরের অভ্যন্তরস্হ। ̃ চর্চা বি. শরীর সুস্হ ও সবল রাখার জন্য ব্যায়াম ইত্যাদি। ̃ জ বিণ. শরীর থেকে উত্পন্ন, দেহজাত। শরীর পাত করা ক্রি. বি. অত্যধিক পরিশ্রম করে শরীরকে দুর্বল ও ক্ষয় করা। শরীরী (-রিন্) বিণ. 1 দেহধারী, দেহবিশিষ্ট, মূর্ত (শরীরী রূপ); 2 দেহী; 3 প্রাণী; 4 মানুষ; 5 জীবাত্মা। তু. অশরীরী। স্ত্রী. শরীরিণী। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073660
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768560
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365936
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721000
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697979
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594581
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545033
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542269

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন