Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অস্ত্র]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষি
(p. 4) akṣi বি. চক্ষু, নেত্র, চোখ। [সং. √ অক্ষ্+ই়]। ̃ কূট, ̃ কূটিক বি. চোখের তারা। ̃ কোটর বি. চোখের খোল, orbit, socket of the eye, ̃ গত বিণ. 1 নয়নগোচর, দৃষ্টিগোচর; 2 শত্রু। ̃ .গোলক বি. চোখের ভিতরের সমস্ত বর্তুল বা গোল অংশ, eyeball. ̃ তারকা, ̃ তারা বি. চোখের তারা। ̃ পক্ষ্ম বি. চোখের পাতার লোম, eyelash. ̃ পট বি. অক্ষিগোলকের পিছন দিকের অতি সূক্ষ্ম ঝিল্লি বা পরদা, retina, ̃ পটল বি. চোখের ছানি, coat of the eye, ̃ পুট বি. চোখের পাতা, eyelid. ̃ বিভ্রম বি. দৃষ্টিভ্রম, চোখের ভুল; মরীচিকা, optical illusion. ̃ শালাক্য বি. চোখের অস্ত্রোপচারবিদ্যা (স.প.)। 36)
অগ্ন্যাস্ত্র
(p. 7) agnyāstra বি. (পৌরাণিক যুগের শতঘ্নী প্রভৃতি এবং আধুনিক যুদ্ধের বন্দুক কামান প্রভৃতি) অগ্নি উদ্গিরণকারী অস্ত্র; আগ্নেয়াস্ত্র। [সং. অগ্নি+অস্ত্র]। 13)
অঙ্কুশ
(p. 8) aṅkuśa বি. মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; আঁকশি, hook. [সং. অন্ক্+উশ]। 34)
অপারেশন
(p. 40) apārēśana বি. 1 ক্রিয়াকলাপ; সক্রিয়তা; 2 অস্ত্রোপচার। [ইং. operation]। 20)
অব-দারণ
(p. 44) aba-dāraṇa বি. 1 বিদারণ, বিদীর্ণ করা; 2 খনন। [সং. অব + √ দৃ + ণিচ্ + অন]। বিণ. অব-দীর্ণ। অব-দারণী বি. অবদারণ করার বা খোঁড়ার অস্ত্র; শাবল; কোদাল ইত্যাদি অস্ত্র। 19)
অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
অস্ত্রী
(p. 73) astrī (-স্ত্রিন্) বিণ. অস্ত্রধারী। [সং. অস্ত্র + ইন্ অস্ত্যর্থে]। 17)
অস্ত্রীক
(p. 73) astrīka বিণ. 1 স্ত্রী সঙ্গে নেই এমন (বিপ. সস্ত্রীক); 2 বিপত্নীক; অবিবাহিতা। [সং. ন + স্ত্রী + ক]। 18)
অস্ত্রোপ-চার
(p. 73) astrōpa-cāra বি. রোগীর দেহে অস্ত্রপ্রয়োগের দ্বারা চিকিত্সা, শল্যচিকিত্সা, সার্জারি, operation. [সং. অস্ত্র + উপচার]। 19)
আগার
(p. 82) āgāra বি. 1 থাকবার জায়গা; 2 গৃহ; আলয়; 3 ভান্ডার (ধনাগার, রত্নাগার, অস্ত্রাগার); আধার। [সং. (অগার অগ + আ + √ রা + অ) + অ]। 60)
আগ্নেয়
(p. 82) āgnēẏa বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ̃ .গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র। 69)
আঘাত
(p. 82) āghāta বি. চোট, ঘা (অভিমানে আঘাত লেগেছে, অস্ত্রাঘাত); প্রহার। [সং. আ + √ হন্ + অ]। ̃ ক বি. বিণ. আঘাতকারী, আঘাত করে এমন (ব্যক্তি, কথা ইত্যাদি)। ̃ ন বি. আঘাত দেওয়া। ̃ .সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন। 73)
আম1
(p. 99) āma1 বি. অস্ত্রের নির্যাস, mucus, আমাশয়। [সং. √অমি + অ]। 53)
আয়ুধ
(p. 103) āẏudha বি. অস্ত্র, অস্ত্রশস্ত্র, প্রহারের যন্ত্র, প্রহরণ। [সং. আ + √ যুধ্ + অ]। 16)
উপ-চার
(p. 131) upa-cāra বি. 1 পূজার সামগ্রী (ষোড়শ উপচারে পূজা); 2 সেবা; 3 চিকিত্সা (অস্ত্রোপচার); 4 ধর্মানুষ্ঠান; 5 লক্ষণ দেকে বুঝতে পারা। [সং. উপ + √ চর্ + অ]। উপ-চরিত বিণ. উপচারপ্রাপ্ত; সেবা বা পূজা করা হয়েছে এমন। ̃ শালা বি. অস্ত্রচিকিত্সার কক্ষ, operation theatre (স. প.)। বিণ. উপ-চারিক। 21)
ঐন্দ্র
(p. 150) aindra বিণ. ইন্দ্রসম্বন্ধীয়। বি. ইন্দ্রের পুত্র। [সং. ইন্দ্র + অ]। ̃ অস্ত্র বি. বজ্রাস্ত্র; অগ্ন্যস্ত্র। 25)
কচ1
(p. 156) kaca1 অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। ̃ কচ অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। ̃ কচানি, ̃ কচি বি. 1 একটানা কচকচ শব্দ; 2 ঝগড়াঝাঁটি; 3 তর্কবিতর্ক (আইনের কচকচি)। ̃ কচে বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। 32)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কাটারি
(p. 179) kāṭāri বি. কাটবার অস্ত্রবিশেষ, দা। [সং. কর্তরী]। 24)
কাতান
(p. 181) kātāna বি. কর্তনকারী অস্ত্র, দা, কাটারি। [পো. catane; তু. সং. কর্তনী; তু. হি. কত্তান]। 4)
কাতি
(p. 181) kāti বি. শাঁখ কাটার অস্ত্র, শাঁখের করাত। [সং. কর্তরী]। 7)
কাতুরি
(p. 181) kāturi বি. ধাতুর পাত কাটার অস্ত্রবিশেষ; কাতি। [সং. কর্তরী]। 9)
কাস্তে
(p. 188) kāstē বি. ধান কাটার বা বাগানের কাজে ব্যবহারের জন্য অর্ধচন্দ্রাকার অস্ত্রবিশেষ। [দেশি] 44)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074906
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769080
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366360
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721147
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698204
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545460
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542341

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন