Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আজীব]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আজীব
(p. 85) ājība বি. 1 যার সাহায্যে জীবনধারণ করা যায়; জীবিকা; বৃত্তি; 2 ব্যবসায় (ব্যবহারাজীব)। [সং. আ + √ জীব্ + অ]। 39)
আজীবন
(p. 85) ājībana ক্রি-বিণ. বিণ. সারা জীবন ধরে (আজীবন একথা মনে রাখব, আজীবন শত্রু)। [বাং. আ + সং. জীবন]। 40)
কুমার2
(p. 198) kumāra2 বি. 1 পাঁচ থেকে দশ বত্সর বয়স্ক বালক; 2 পুত্র ('কৃষকের ছেলে কিংবা রাজার কুমার'); 3 রাজপুত্র; 4 যুবরাজ; 5 দেবসেনাপতি কার্তিকেয়; 6 (বৈদ্য.) সতেরো থেকে ত্রিশ বত্সর বয়স্ক পুরুষ; 7 অবিবাহিত পুরুষ (আজীবন কুমার থেকে গেছেন, চিরকুমার)। [সং. √ কুমারি (ক্রীড়া অর্থে) + অ]। ̃ চার বি. ব্রতী বালক, বয়-স্কাউট। ̃ ব্রত আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত। 6)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
চিরায়ু, চিরায়ুঃ (য়ুস্) চিরায়ুষ্মান
(p. 290) cirāẏu, cirāẏuḥ (ẏus) cirāẏuṣmāna (ষ্মত্) বিণ. চিরজীবী, অমর; পরমায়ুবিশিষ্ট (চিরায়ু হও, চিরায়ুষ্মান হও)। [সং. চির2 + আয়ুস্, আয়ুস্ + মত্]। চিরায়ুষ্মতী বিণ. (স্ত্রী.) 1 চিরজীবিনী; 2 আজীবন সধবা। 49)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
দাস
(p. 407) dāsa বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ̃ খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ̃ ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ̃ প্রথা, ̃ ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ̃ ব্যবসায়, ̃ ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ̃ মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র। 5)
নৈষ্ঠিক
(p. 481) naiṣṭhika বিণ. 1 নিষ্ঠাবান (নৈষ্ঠিক ব্রাহ্মণ); 2 নিষ্ঠাবিষয়ক; 3 আজীবন গুরুগৃহে বাস করে ব্রহ্মচর্যপালনকারী; 4 মৃত্যুকালীন (নৈষ্ঠিক বিধি)। [সং. নিষ্ঠা + ইক]। বি. ̃ তা। 2)
বৃদ্ধ্যাজীব
(p. 633) bṛddhyājība বিণ. বি. সুদখোর, মহাজন। [সং. বৃদ্ধি (=সুদ) + আজীব]। 70)
রূপাজীবা
(p. 747) rūpājībā বি. (স্ত্রী.) পতিতা, বেশ্যা। [সং. রূপ + আজীব + আ]। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073886
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768619
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366003
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545117
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542286

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন