Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ইতিহাস]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বিত্, (চলিত) বিদ
(p. 611) -bit, (calita) bida বিণ. জানে এমন, বেত্তা (বিজ্ঞানবিত্, ইতিহাসবিদ)। [সং. √ বিদ্ + ক্বিপ্]। 69)
অনু-সন্ধিত্সা
(p. 32) anu-sandhitsā বি. 1 অনুসন্ধান করার বা খোঁজ করার ইচ্ছা; 2 গবেষণা করার বা জানবার ইচ্ছা (প্রাচীন ইতিহাস সম্পর্কে অনুসন্ধিত্সা)। [সং. অনু + সম্ + √ ধা + সন্ + আ]। অনু-সন্ধিত্সু বিণ. অন্বেষণ বা খোঁজ করতে ইচ্ছুক। অনুসন্ধেয় দ্র অনুসন্ধান। 2)
আখ্যা
(p. 82) ākhyā বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ̃ তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ̃ ন বি. কাহিনী, গল্প; ইতিহাস। ̃ .য়ক বি. কথক; প্রচারক। ̃ .য়িকা বি. কাহিনী। ̃ য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়। 33)
ইউরোপীয়, ইয়োরোপীয়
(p. 113) iurōpīẏa, iẏōrōpīẏa বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)। বি. ইয়োরোপের অধিবাসী (ইয়োরোপীয়দের ইতিহাস)। [ইং. European]। 9)
ইতি
(p. 114) iti বি. 1 শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); 2 (সং.) এইরকম, এই। বিণ. শেষ সমাপ্ত। [সং. √ ই + তি]। ̃ উতি ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)। ̃ কথা বি. উপকথা, কাহিনি; ইতিহাস। ̃ কর্তব্য বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম। ইতি গজঃ বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের 'অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)। ̃ পূর্বে ক্রি-বিণ. এর আগে। ̃ বৃত্ত বি. ইতিহাস। ̃ বৃত্তকার বি. ইতিহাসরচয়িতা। ̃ মধ্যে ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে। 12)
ইতিহাস
(p. 114) itihāsa বি. অতীত বৃত্তান্ত, বর্তমান সময়ের আগে যেসব ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত। [সং. ইতিহ + √ অস্ + অ]। 13)
উপ-করণ
(p. 130) upa-karaṇa বি. 1 উপাদান, কোনো কার্য সাধনের জন্য প্রয়োজনীয় বস্তু (ইতিহাসের উপকরণ, জীবনযাত্রার উপকরণ); 2 পূজার নৈবেদ্য ইত্যাদি, উপচার। [সং. উপ + √ কৃ + অন]। 30)
ঐতি-হাসিক
(p. 150) aiti-hāsika বিণ. 1 ইতিহাসজ্ঞ; 2 ইতিহাসসম্পর্কিত; 3 ইতিহাসে স্হান লাভ করার যোগ্য (ঐতিহাসিক ঘটনা)। বি. ইতিহাস জানেন এমন ব্যক্তি; ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি (তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক)। [সং. ইতিহাস + ইক]। 23)
কালা-পাহাড়
(p. 186) kālā-pāhāḍ় বি. 1 মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; 2 (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; 3 প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা2 + পাহাড়]। কালা-পাহাড়ি বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ। 50)
চতুর্দশ
(p. 277) caturdaśa (-শন্) বি. বিণ. 14 সংখ্যা; 14 সংখ্যার পূরক। [সং. চতুর্ + দশন্]। চতুর্দশ পুরুষ পিতা পিতামহ ইত্যাদি ক্রমে ঊর্ধ্বতন চোদ্দো পুরুষ। চতুর্দশ বিদ্যা চার বেদ, ছয় বেদাঙ্গ এবং মীমাংসা ন্যায় ইতিহাস ও পুরাণ এই চোদ্দো বিদ্যা। চতুর্দশ ভূবন সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। চতুর্দশ-পদী বি. চোদ্দোটি চরণ বা পঙ্ক্তিযুক্ত কবিতাবিশেষ; সনেট। 13)
চৌথ
(p. 299) cautha বি. এক-চতুর্থাংশ; (ইতিহাসে) মারাঠা শাসকদের দ্বারা প্রজা ও পরাজিত জনগণের কাছ থেকে কর হিসাবে গৃহীত ফসলের এক-চতুর্থাংশ বা তার সমান মূল্য। [সং. চতুর্থ]। 11)
ঠগ
(p. 350) ṭhaga বিণ. বি. ঠক, প্রতারক। বি. ইতিহাসে বর্ণিত ঠগি দস্যু (ঠগের অত্যাচার)। [ঠক1 দ্র]। ঠগি বি. ভারতের ইতিহাসে প্রসিদ্ধ দস্যু সম্প্রদায়বিশেষ। 8)
দেশীয়, দেশ্য
(p. 421) dēśīẏa, dēśya বিণ. 1 দেশজ, দেশে উত্পন্ন (দেশীয় সম্পদ); 2 দেশসম্বন্ধীয় (দেশীয় ইতিহাস, দেশীয় অর্থনীতি); 3 দেশে প্রচলিত (দেশীয় আচার, দেশীয় রীতিনীতি)। [সং. দেশ + ঈয়, য]। 39)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
নামা1
(p. 454) nāmā1 বি. 1 পত্রলিখন (ওকালতনামা); 2 প্রমাণপত্র, দলিল (চুক্তিনামা); 3 বিবরণ বা ইতিহাস (শাহনামা, বাবরনামা)। [ফা. নামহ্]। 48)
নিবদ্ধ
(p. 461) nibaddha বিণ. 1 বদ্ধ, আবদ্ধ (মূর্তিতে নিবদ্ধ দেবতা); 2 আটকানো, সংলগ্ন; 3 পরিহিত; 4 নিবেশিত (কাহিনীর মধ্যে ইতিহাস নিবদ্ধ); 5 নিবিষ্ট, স্হাপিত, স্হির করে রাখা হয়েছে এমন (নিবদ্ধ দৃষ্টি); 6 গ্রথিত, বিন্যস্ত (ধারানিবদ্ধ)। [সং. নি + √ বন্ধ্ + ত]। নিবদ্ধী-করণ বি. রেজিস্ট্রিভুক্তকরণ, registration (স.প.)। 57)
পিন্ডারি
(p. 521) pinḍāri বি. ইতিহাসোক্ত মারাঠা দস্যুদলবিসেষ। [মারা. পেনটারি]। 21)
পুরা-তত্ত্ব
(p. 526) purā-tattba বি. প্রাচীনকালের বৃত্তান্ত; প্রাচীন ইতিহাস। [সং. পুরা 1 + তত্ত্ব]। পুরা-তাত্ত্বিক বিণ. পুরাতত্ত্বসম্বন্ধীয়, প্রাচীনকালের ইতিহাসসংক্রান্ত; প্রাচীনকালের ইতিহাস জানেন এমন। বি. প্রাচীনকালের ইতিহাসে পণ্ডিত ব্যক্তি। 41)
পুরাকাহিনি
(p. 526) purākāhini বি. প্রাচীনকালের গল্প বা ইতিহাস। [সং. পুরা1 + বাং. কাহিনি]। 36)
পুরাণ
(p. 526) purāṇa বি. 1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ; 2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)। বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)। [সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা। ̃ পুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু। ̃ প্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি। 40)
প্রত্ন
(p. 544) pratna বিণ. প্রাচীন, পুরাতন। [সং. প্র + ত্ন]। ̃ তত্ত্ব, ̃ বিদ্যা বি. প্রাচীনকালের মুদ্রা লিপি গ্রন্হ অট্টালিকার ভগ্নাবশেষ ইত্যাদি বিচারের দ্বারা সেকালের ইতিহাস উদ্ধার বা আবিষ্কার, পুরাতত্ত্ব। ̃ তত্ত্ব-বিদ, ̃ তত্ত্ব-বিত্, ̃ তাত্ত্বিক বি. প্রত্নতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তি। 17)
প্রাগিতি-হাস
(p. 554) prāgiti-hāsa বি. ইতিহাসপূর্ব যুগ বা তার কাহিনি। [সং. প্রাক্ + ইতিহাস]। 7)
প্রাগৈতি-হাসিক
(p. 554) prāgaiti-hāsika (সংস্কৃতমতে অশুদ্ধ) বিণ. যে যুগ থেকে ইতিহাস নির্দিষ্টভাবে জানা যায় তার পূর্ববর্তী যুগের, pre-historic. [সং. (?) প্রাক্ + ঐতিহাসিক]। 9)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বংশানু-চরিত
(p. 572) baṃśānu-carita বি. বংশের পুরুষানুক্রমিক ইতিহাস। [সং. বংশ + অনুচরিত]। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074106
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768669
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366059
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698053
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545162
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন