Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কম্প]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকম্প, অকম্পিত, অকম্প্র
(p. 2) akampa, akampita, akampra বিণ. 1 কম্পনহীন, স্হির, নিশ্চল (অকম্প প্রদীপশিখা); 2 অবিচলিত (অকম্পিত হৃদয়ে)। [সং, ন+কম্প, ন+কম্পিত, ন+কম্প্র]। 10)
অনু-কম্পা
(p. 25) anu-kampā বি. 1 সহানুভূতি; 2 দয়া, অনুগ্রহ। [সং. অনু + √ কম্প্ + ও + আ]। 68)
অভি-কম্পন
(p. 50) abhi-kampana বি. 1 প্রবল কম্পন; 2 কম্পন। [সং. অভি + কম্পন]। 67)
আকম্প, আকম্পন
(p. 80) ākampa, ākampana বি. সামান্য কম্পন, অল্প কম্পন। [সং. আ + কম্প, কম্পন]। 31)
আকম্পিত, আকম্প্র
(p. 80) ākampita, ākampra বিণ. অল্প একটু কম্পিত, ঈষত্ কম্পিত; ঈষত্ কম্পমান, একটু একটু কাঁপছে এমন। [সং. আ. + কম্পিত, কম্প্র]। 32)
আধি-দৈবিক
(p. 89) ādhi-daibika বিণ. 1 দেবতা থেকে সৃষ্ট, দৈবজাত; 2 ভূমিকম্প বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধীয়। [সং অধিদেব + ইক]। 102)
আধুত, আধূত
(p. 89) ādhuta, ādhūta বিণ. ঈষত্ কম্পিত (আধুত বৃক্ষলতা)। [সং. আ + √ধু + ত]। 108)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
ও2
(p. 152) ō2 সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)। 3)
কম্প, কম্পন
(p. 164) kampa, kampana বি. কাঁপুনি; শিহরন; স্পন্দন। [সং. √ কম্প্ + অ, অন], কম্প-মান বিণ. কাঁপছে এমন (কম্পমান প্রদীপশিখা)। 62)
কম্পাউণ্ডার
(p. 164) kampāuṇḍāra বি. ভাক্তারের অর্থাত্ চিকিত্সকের নির্দেশ অনুযায়ী যে ওষুধ প্রস্তুত করে; ডাক্তারখানার যে কর্মচারী ওষুধ প্রস্তুত করে। [ইং. compounder শব্দের অর্থান্তরে]। কম্পাউণ্ডারি বি. কম্পাউণ্ডারের কাজ (কম্পাউণ্ডারি শিখেছে)। 63)
কম্পান্বিত
(p. 164) kampānbita বিণ. 1 কাঁপছে এমন, কম্পিত; 2 বিচলিত। [সং. কম্প + অন্বিত]। বিণ. (স্ত্রী.) কম্পান্বিতা। 64)
কম্পাস
(p. 164) kampāsa বি. 1 দিঙ্নির্ণয় যন্ত্র, দিক নির্ণয়ের যন্ত্রবিশেষ; 2 বৃত্ত অঙ্কনের যন্ত্রবিশেষ। [ইং. compass]।
কম্পিত
(p. 166) kampita বি. 1 বিণ. কাঁপছে এমন; স্পন্দিত, শিহরিত (কম্পিত হৃদয়ে); 2 বিচলিত। [সং. √ কম্প্ + ত]। বিণ. (স্ত্রী.) কম্পিতা। 2)
কম্পোজ
(p. 166) kampōja বি. মুদ্রণের জন্য অর্থাত্ ছাপানোর জন্য টাইপ সাজানো। [ইং. compose]। কম্পোজিটর, কম্পোজিটার বি. য়ে কম্পোজ করে। [ইং. compositor]। 3)
কম্প্র
(p. 166) kampra বিণ. কম্পিত, কাঁপছে এমন ('কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে': রবীন্দ্র)। [সং. √ কম্প্ + র]। 4)
কাঁপ, কাঁপন, কাঁপুনি
(p. 177) kām̐pa, kām̐pana, kām̐puni বি. 1 কম্পন; কেঁপে ওঠা; 2 স্পন্দন। [সং. কম্প]। 2)
কাঁপা
(p. 177) kām̐pā ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ̃ নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 5)
কারুণ্য
(p. 185) kāruṇya বি. করুণার ভাব, দয়াগুণ; অনুকম্পা (তাঁর অন্তর কারুণ্যে পূর্ণ)। [সং. করুণা + য (স্বার্থে)]। 33)
কৃপা
(p. 204) kṛpā বি. 1 দয়া, করুণা (কৃপাময়); 2 অনুকম্পা (কৃপার পাত্র); 3 প্রসন্নতা, অনুগ্রহ (কৃপাদৃষ্টি)। [সং. √কৃপ্ + অ + আ]। ̃. দৃষ্টি বি. অনুগ্রহ। ̃ ব.লোকন বি. দয়াপূর্ণ দৃষ্টি, সদয় দৃষ্টি। ̃. ময় বিণ. দয়ালু, করুণাময়। ̃. লু বিণ. দয়ালু। ̃. সিন্ধু বিণ. বি. দয়ার সাগর। 27)
গমক
(p. 241) gamaka বি. সংগীতের অলংকারবিশেষ; সংগীতের স্বরকম্পনবিশেষ। [সং. √গম্ + ণিচ্ + অক]। 22)
চকিত
(p. 274) cakita বিণ. 1 চমকিত (ভয়চকিত দৃষ্টি); 2 ভয়চঞ্চল, এস্ত, কম্পিত (চকিত দৃষ্টি)। বি. নিমেষ, অত্যল্প কাল (চকিতে অদৃশ্য হল, চকিতের দেখা)। [সং. √চক্ (প্রতিঘাত, প্রতিক্রিয়া) + ত]। স্ত্রী. চকিতা (চকিতা হরিণী)। 14)
চঞ্চল
(p. 275) cañcala বিণ. 1 অস্হির, চপল, ছটফটে (চঞ্চল বালক); 2 ব্যাকুল (মন চঞ্চল হয়েছে); 3 নড়ছে এমন, কম্পিত (চঞ্চল বৃক্ষশাখা); 4 বিচলিত। [সং. √চল্ + যঙ্লুক্ + অ]। চঞ্চলা বিণ. (স্ত্রী.) চঞ্চল-এর অর্থে। বি. 1 লক্ষ্মীদেবী; 2 বিদ্যুত্। ক্রি. (কাব্যে) চঞ্চল হওয়া বা চঞ্চলতা প্রকাশ করা। বি. ̃ তা। চঞ্চলিয়া বিণ. (বৈ. সা.) চঞ্চলতাযুক্ত, চঞ্চল। বি. চঞ্চল ব্যক্তি প্রাণী বা বস্তু ('যত চপলতা করে চঞ্চলিয়া')। চঞ্চলিত বিণ. চাঞ্চল্যযুক্ত; বিচলিত; আন্দোলিত। ̃ চিত্ত, ̃ মতি বিণ. অস্হির মন যার। ̃ দৃষ্টি, ̃ নয়ন বিণ. যার দৃষ্টি বা চাহনি চঞ্চল। 14)
ঝিন-ঝিন
(p. 338) jhina-jhina বি. রক্তচলাচল বন্ধ হওয়ার জন্য শরীরের কোনো স্হানে অসাড়তা বা ঈষত্ যন্ত্রণা ও কম্পনের অনভূতি (হাত-পা ঝিনঝিন করা)। [ধ্বন্যা.]। 7)
টলা
(p. 341) ṭalā ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্হানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্হানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। বিণ. উক্ত সব অর্থে। 55)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2102242
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1780013
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1377838
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 725601
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 703940
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 598414
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 559429
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544508

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন