Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

করতলে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্জলি
(p. 8) añjali বি. 1 যুক্তকর, আঁজল আঁজলা; 2 (দেবতার উদ্দেশে) যুক্তকরে প্রদত্ত পুষ্পাদি; 3 পূজা; ভজনা ('দেবগণ যারে করেন অঞ্জলি': ক. ক.); 4 আঁজলের পরিমাণ অর্থাত্ এক আঁজলায় যতটা ধরে। [সং. √ অঞ্জ্+অলি (অলিচ্)]। ̃ .পুট বি. দুই করতলের দ্বারা রচিত গণ্ডুষাকার গহ্বর। ̃ .বদ্ধ বিণ. যুক্তকর। 141)
কড়তা, করতা
(p. 158) kaḍ়tā, karatā বি. জিনিসপত্র বিক্রয়ের সময় পাত্রের ওজন (তেলের বোতলের করতা বাদ দিয়েছ তো?), tare [দেশি]। 23)
কবজি, কব্জি
(p. 164) kabaji, kabji বি. মণিবন্ধ, পুরোবাহু ও করতলের সন্ধিস্হল, wrist (কবজিতে ঘড়ি বাঁধা)। [আ. কব্জা + বাং. ই]। ̃ ঘড়ি বি. হাতঘড়ি, wrist-watch. 10)
কর-তাল
(p. 167) kara-tāla বি. 1 হাততালি; 2 দুই করতলে ধরে বাজাবার যন্ত্রবিশেষ; 3 কাঁসার বাদ্যযন্ত্রবিশেষ, cymbal; মন্দিরা। [সং. কর3 + তাল]। 10)
কর-তালি
(p. 167) kara-tāli বি. 1 দুই করতলের অভিঘাতজনিত ধ্বনি, হাততালি; 2 প্রশংসা, বাহবা (গান গেয়ে প্রচুর করতালি পেল)। [সং. কর3 বাং. তালি]। 11)
করত,
(p. 167) karata, (বর্জি.) করতঃ ক্রি. অব্য. 1 (বৈ. সা) করে; 2 করে, পূর্বক, করণান্তর। [বাং. √ কর্]। 9)
করভ1
(p. 167) karabha1 বি. মণিবন্ধ বা কবজি থেকে কড়ে আঙুলের মূল পর্যন্ত করতল বা হাতের বাইরের অংশ। [সং. কর + √ ভা + অ]। 18)
করাঘাত
(p. 167) karāghāta বি. চড়, চপেটাঘাত, চাপড়; হাত বা করতল দিয়ে আঘাত (কপালে করাঘাত)। [সং. কর3 + আঘাত]। 27)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কৃতাঞ্জলি
(p. 204) kṛtāñjali বিণ. দুই হাত জোড় করেছে এমন, যুক্তকর (কৃতাঞ্জলি হয়ে বললেন) [সং. কৃত + অঞ্জলি] ̃. পুটে ক্রি-বিণ. দুই হাত জোড় করে; দুই করতলকে পুট বা ঠোঙ্গার মতো জোড় করে। 2)
খচ-মচ, খচো-মচো
(p. 221) khaca-maca, khacō-macō অব্য. বি. 1 করতাল খঞ্জনি ইত্যাদি বাজাবার কর্কশ শব্দ; 2 কাগজ ইত্যাদি নাড়াচাড়া করার বা দলা পাকাবার শব্দ (প্যাকিং বাক্সের মধ্যে বিড়ালটা খচমচ করছে)। বি. গোলমেলে ব্যাপার; গণ্ডগোল ('রাজসেবা কত খচমচ': ভা. চ.; সবসময় ওখানে খচমচ লেগেই আছে)। 13)
খঞ্জনি
(p. 221) khañjani বি. চামড়া দিয়ে একমুখ-ঢাকা এবং করতাল-লাগানো ছোট গোলাকার বাদ্যযন্ত্রবিশেষ। [দেশি]। 25)
খত্তাল
(p. 221) khattāla বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. করতাল]। 65)
চপেট, চপেটা, চপেটিকা
(p. 279) capēṭa, capēṭā, capēṭikā বি. চড়, থাপ্পড়। [সং. √চপ্ + অ = চপ + √ইট্ + অ, ক + আ]। চপেটাঘাত বি. চড়, করতলের আঘাত, করতলের প্রহার। 2)
চেটো
(p. 294) cēṭō বি. করতল বা পদতল (হাতের চেটো)। [বাং. চপেট সং. চপট]। 58)
জোড়
(p. 330) jōḍ় বি. 1 মিলন, সংযোগ (কাঠের জোড়ের মুখ); 2 যুগল (তারা জোড়ে এসেছিল, মানিকজোড়); 3 বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্মের ধুতি ও চাদর (চেলির জোড় পরেছে); 4 যন্ত্রসংগিতের দ্রুত বাদনরীতির অঙ্গবিশেষ। বিণ. যুক্ত; মিলিত (জোড়হাতে)। [প্রাকৃ. জোডিঅ সং. √ জুড়্ (বন্ধনে)]। ̃ কলম বি. বড় গাছের ডালের সঙ্গে চারাগাছ জুড়ে দিয়ে উত্পাদিত কলম। জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)। ̃ সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা। ̃ হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ। জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া। 5)
ঝল্লক
(p. 334) jhallaka বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর, ঝাঁঝ, করতাল। [সং. ঝল্ল + ক (স্বার্থে)]। 48)
ঝল্লরী
(p. 334) jhallarī বি. ঝল্লক, কাঁসর, করতাল। [সং. ঝল্ল + √ রা + অ + ঈ]। 49)
তল
(p. 371) tala বি. 1 নিম্নদেশ, অধোভাগ, নীচের অঞ্চল (চরণতল); 2 মূলদেশ (বৃক্ষতল); 3 জলাশয় ইত্যাদির জলের নিম্নস্হ ভূমি (সাগরতল); 4 উপরিভাগ, পৃষ্ঠ (ভূতল, দর্পণতল); 5 ক্ষেত্র (সমতল); 6 করতল, হাতের চেটো (তলপ্রহার); 7 অট্টালিকা বা দালানের পরিচ্ছেদ বা তলা (দ্বিতল, ত্রিতল)। [সং. √ তল্ + অ]। ̃ দেশ বি. নিম্ন অঞ্চল (পাহাড়ের তলদেশ)। ̃ পেট বি. পেটের নিম্নভাগ; নাভির নীচে পেটের অংশ। ̃ প্রহার বি. চড়, হাতের চেটো দিয়ে আঘাত। ̃ যুদ্ধ বি. 1 মল্লযুদ্ধ; 2 চড় মেরে পরস্পরের মারামারি। তলে তলে ক্রি-বিণ. ভিতরে ভিতরে, গোপনে (তলে তলে এত সব করেছেআমরা তো জানতেই পারিনি)। 11)
তলাভি-ঘাত
(p. 371) talābhi-ghāta বি. চপেটাঘাত, চড়, তল বা করতলের আঘাত। [সং. তল + অভিঘাত]। 26)
তাই1
(p. 372) tāi1 বি. করতালি, হাততালি ('তাই তাই তাই, মামার বাড়ি যাই': ছড়া)। [সং. তালি]। 26)
তান-করতব, তান-কর্তব
(p. 375) tāna-karataba, tāna-kartaba বি. তানের কৌশল, তানের নানান কারিকুরি। [সং. তান + হি. কর্তব্]। 19)
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
তেলো2
(p. 375) tēlō2 বি. 1 করতল, হাতের চেটো; 2 পদতল, পায়ের চেটো। [বাং. তল + উয়া ও]। 321)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074559
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768823
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366267
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594716
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545359
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542321

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন