Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কসম্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-জাত
(p. 50) abhi-jāta বিণ. উঁচু বংশে জন্ম এমন, সদ্ বংশ (অভিজাত সম্প্রদায়, অভিজাত পরিবার); খানদানি (অভিজাত পল্লি); ধনী। [সং. অভি + জাত]। ̃ .তন্ত্র বি. উচ্চবংশীয় ধনিকসম্প্রদায় দ্বারা দেশ বা রাজ্যশাসন, aristocracy. 81)
আঙ্কিক
(p. 82) āṅkika বিণ. অঙ্কসম্বন্ধীয়। বি. অঙ্কে পারদর্শী এমন ব্যক্তি। [সং. অঙ্ক + ইক]। 79)
ইমান
(p. 114) imāna বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ̃ দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। ̃ দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা। 51)
ঐহলৌকিক
(p. 151) aihalaukika বিণ. ইহলোকসম্বন্ধীয়। [সং. ইহলোক + ইক]। তু. বিপ. পারলৌকিক। 4)
ঐহিক
(p. 151) aihika বিণ. ইহলোকসম্বন্ধীয়; ইহকলোকের; এই জন্মের। [সং. ইহ + ইক]।
কসম
(p. 174) kasama বি. শপথ, দিব্যি (কসম খেয়ে বলছি, আমি এ কাজ করিনি)। [আ. কসম্]। কসম খাওয়া ক্রি. বি. শপথ করা, দিব্যি গালা। 10)
ক্রোক
(p. 215) krōka বি. (সচ. সরকারি আদেশে বা কর্তৃত্ববলে) সম্পত্তি আটক। [আ. কূর্ক]। ক্রোকি বিণ. ক্রোকসম্বন্ধীয়। 27)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
তুরকি
(p. 375) turaki বি. বিণ. তুরস্কের লোক বা জাতি; তুরস্কের ভাষা বা লোক সম্বন্ধীয়; তুরস্কসম্বন্ধীয় (তুরকিদের ভাষা, তুরকি রীতি)। [ফা. তুর্কি]। তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা। 202)
ত্বাচ
(p. 387) tbāca বিণ. 1 ত্বকসম্বন্ধীয়; 2 ত্বকের স্পর্শ দিয়ে বোঝা যায় এমন। [সং. ত্বচ্ + অ]। 67)
নাটক
(p. 452) nāṭaka বি. অভিনয়যোগ্য রচনা; সংলাপের আকারে রচিত সাহিত্য। [সং. √ নট্ + অক]। নাটকীয় বিণ. 1 নাটকসম্বন্ধীয়; 2 আকস্মিক, অস্বাভাবিক ও অপ্রত্যাশিত (নাটকীয় ঘটনা, নাটকীয় আবির্ভাব); 3 কৃত্রিম হাবভাবপূর্ণ (নাটকীয় চালচলন; নাটকীয় ভঙ্গি)। নাটকীয়তা বি. নাটকীয় আচরণের দ্বারা চমকসৃষ্টি। 56)
নাটুকে
(p. 452) nāṭukē বিণ. 1 নাটকরচয়িতা (নাটুকে রামনারায়ণ); 2 নাটকীয়, নাটকসম্বন্ধীয়; 3 অস্বাভাবিক, কৃত্রিম বা অভিনেতাসুলভ হাবভাবপূর্ণ (নাটুকে চালচলন)। [সং. নাটক + বাং. ইয়া এ]। ̃ পনা বি. অভিনেতাসুলভ কৃত্রিম হাবভাব।
নারক
(p. 454) nāraka বিণ. 1 নরকসম্বন্ধীয় (নারক জীবন); 2 নরকস্থ (নারক কীট)। বি. 1 নরক; 2 দুঃখভোগের স্হান। [সং. নরক + অ]। বিণ. স্ত্রী. নারকী। 62)
বন্ধক
(p. 575) bandhaka বি. 1 গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা; 2 জামিনস্বরূপ গচ্ছিত রাখা দ্রব্য। [সং. √ বন্ধ্ + অক]। ̃ নামা বি. বন্ধকপত্র, বন্ধকসংক্রান্ত নথি। বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)। [সং. বন্ধক + বাং. ই]। 99)
বিবেক
(p. 621) bibēka বি. 1 ধর্ম ও অধর্মের, পাপ ও পুণ্যের কিংবা উচিত ও অনুচিতের পার্থক্য নির্ণয়ে মানুষের অন্তর্নিহিত শক্তি বা বিচারবোধ; 2 পাপ-পুণ্য বা উচিত-অনুচিত সম্পর্কে অন্তর্দৃষ্টি; 3 সদসত্-বিচার; 4 বৈরাগ্য; 5 (সচ. যাত্রা বা পালা গানে) মানুষের বিচারবুদ্ধি জাগ্রতকারী বা সচেতনকারী গায়কবিশেষ। [সং. বি + √ বিচ্ + অ]। ̃ বান বিণ. পাপ-পুণ্য বা ন্যায়-অন্যায় সম্পর্কে অন্তর্দৃষ্টিসম্পন্ন। ̃ বুদ্ধি বি. বিবেক অনুযায়ী বুদ্ধি (নিম্নশ্রেণির প্রাণীদের বিবেকবুদ্ধি নেই)। ̃ হীন বিণ. বিবেক নেই এমন। বিবেকী (-কিন্) বিণ. বিবেকসম্পন্ন (বিবেকী শিল্পী)। 19)
সম্পাত
(p. 815) sampāta বি. 1 পতন (অশনিসম্পাত, ধারাসম্পাতে বৃষ্টি); 2 প্রবেশ (আলোকসম্পাত)। [সং. সম্ + √ পত্ + অ]। 7)
সম্প্রদায়
(p. 815) sampradāẏa বি. 1 দল, সমাজ, গোষ্ঠী, সংঘ (হিন্দুসম্প্রদায়, শিক্ষকসম্প্রদায়); 2 গুরুপরম্পরায় প্রাপ্ত উপদেশ বা নির্দেশ (সম্প্রদায়বিরুদ্ধ ব্যাখ্যা)। [সং. সম্ + প্র + √ দা + অ]। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভূক্ত। 19)
সাংসারিক
(p. 822) sāṃsārika বিণ. 1 ইহলোকসম্বন্ধীয়; 2 জীবনযাত্রার উপযোগী (সাংসারিক বুদ্ধি); 3 পারিবারিক; 4 সংসারাসক্ত; 5 গার্হস্হ্য জীবন যাপনকারী। [সং. সংসার + ইক]। 28)
হাকিম
(p. 862) hākima বি. 1 বিচারপতি; 2 শাসনকর্তা; 3 (মূলত) ইউনানি চিকিত্সক, বৈদ্য। [আ. হকীম]। হাকিম নড়ো তো হুকুম নড়ে না হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুমের পরিবর্তন অসম্ভব, তা পালন করতেই হবে। হাকিমি বি. বিচারকের বৃত্তি বা পদ; ইউনানি চিকিত্সা। বিণ. বিচার বা বিচারকসম্বন্ধীয়; চিকিত্সা বা চিকিত্সকসম্বন্ধীয। 62)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2077391
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770007
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367570
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721557
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698715
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595077
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546881
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542551

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন