Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাশী); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
-বন্ত
(p. 575) -banta বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থপ্রকাশক প্রত্যয়বিশেষ (প্রাণবন্ত, লক্ষ্মীবন্ত)। [সং. মত্ + বত্ প্রত্যয়ের অনুকরণে গঠিত]। 82)
অগাধ
(p. 6) agādha বিণ. 1 তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); 2 অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 3 বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); 4 অনন্তবিস্তার ('অগাধ আকাশে': রবীন্দ্র); 5 অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। অগাধীয় বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)। 25)
অগোপন
(p. 7) agōpana বি. গোপনতার অভাব। বিণ. প্রকাশ্য। [সং. ন+গোপন]। অগোপনীয় বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন। 5)
অঙ্কুরিত
(p. 8) aṅkurita বিণ. মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত। অঙ্কুরোদয়, অঙ্কুরোদ্-গম বি. বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ। 33)
অঙ্ঘ্রি
(p. 8) aṅghri বি. 1 চরণ, পদ, পা ('কমলাঙ্ঘ্রিতল': কাশী.); 2 শিকড়; 3 এক-চতুর্থাংশ, সিকিভাগ। [সং. √ অঙ্ঘ্+রি]। ̃ প বি. যে পা অর্থাত্ শিকড়ের সাহায্যে পান করে; বৃক্ষ, গাছ। 52)
অজ-বীথি
(p. 8) aja-bīthi বি. ছায়াপথ, দেবযান; আকাশের উত্তর-দক্ষিণে বিস্তৃত নক্ষত্রবীথি, milky way, galaxy. [সং. অজ1+বীথি]। 100)
অজ্ঞাত
(p. 8) ajñāta বিণ. 1 যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে); 2 অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]। ̃ কুল-শীল বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন। ̃ .নামা (-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই। ̃ .পরিচয় বিণ. পরিচয় জানা নেই এমন (অজ্ঞাতপরিচয় যুবক)। ̃ .পূর্ব বিণ. যা আগে জানা যায়নি বা জানা ছিল না। ̃ .বাস বি. গোপনে বা অন্যের অগোচরে বাস; গোপন অবস্হান (পাণ্ডবগণের অজ্ঞাতবাস) অজ্ঞাত রাশি বি. (গণি.) অজানা রাশি, unknown quantity (বি. প.)। ̃ .সারে, অজ্ঞাতে ক্রি-বিণ. 1 অজান্তে, অগোচরে; 2 গোপনে। 131)
অত্বর
(p. 14) atbara বিণ. ধীর, মন্হর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। [সং. ন+ত্বরা]। অত্বরা বি. ত্বরার অভাব, মন্হরতা। 37)
অত্যুদ্-ব্যক্তি
(p. 14) atyud-byakti বি. শব্দ ইত্যাদি অত্যধিক ঝোঁক দিয়ে উচ্চারণ বা প্রকাশ, overemphasis. [সং. অতি+উদ্+ব্যক্তি (বি+√ অঞ্জ্+তি)]। অত্যুদ্-ব্যক্ত বিণ. খুব বেশি ঝোঁক দিয়ে প্রকাশিত বা উচ্চারিত। 60)
অনাবিষ্কৃত
(p. 24) anābiṣkṛta বিণ. 1 আবিষ্কৃত বা প্রকাশিত হয়নি এমন (পুঁথিটি এতদিন অনাবিষ্কৃত ছিল); 2 অজ্ঞাত। [সং. ন + আবিষ্কৃত]। 28)
অনু-বল
(p. 29) anu-bala বি. 1 সহায় ('কেবা মোর হবে অনুবল': ক. ক.); 2 ক্ষমতা, প্রভাব ('ব্যাসের তপের অনুবলে': ভা. চ.); 3 প্রসাদ, অনুগ্রহ ('ধর্ম অনুবলে তাহা হইল পূরণ': কাশী.); 4 সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য। বিণ. শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী। [সং. অনু (অনুগত) + বল]। 19)
অনুচ্চার
(p. 25) anuccāra বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। ̃ ণীয়, অনুচ্চার্য বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য। অনুচ্চারিত বিণ. উচ্চারণ করা হয়নি এমন; অকথিত। 88)
অনুদিত1
(p. 28) anudita1 বিণ. উদিত হয়নি এমন; অপ্রকাশিত। [সং. ন (অন্) + উদিত = উদ্ + √ ই + ত]। 6)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অন্তরিক্ষ, অন্তরীক্ষ
(p. 32) antarikṣa, antarīkṣa বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল। 38)
অন্তর্গূঢ়
(p. 32) antargūḍh় বিণ. ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ় রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ় বেদনা)। [সং. অন্তর্ + গূঢ়]। 44)
অপ্রকট
(p. 40) aprakaṭa বিণ. গোপন, অপ্রকাশিত; অন্তর্হিত, তিরোহিত। [সং. ন + প্রকট]। অপ্রকট হওয়া ক্রি. বি. (ধার্মিক পুরুষ বা মহাপুরুষদের সম্বন্ধে) দেহত্যাগ করা, মারা যাওয়া। অপ্রকটিত বিণ. অপ্রকাশিত, গোপন; গুপ্ত। 50)
অপ্রকাশ
(p. 40) aprakāśa বি. গোপন; প্রকাশ বা ব্যক্ত না হওয়া। বিণ. অপ্রকাশিত; গুপ্ত। অপ্রকাশিত বিণ. প্রকাশিত বা ব্যক্ত হয়নি এমন; গুপ্ত। অপ্রকাশ্য বিণ. প্রকাশ করা যায় না বা উচিত নয় এমন; গোপনীয়। [সং. ন + প্রকাশ]। 51)
অপ্রচার
(p. 40) apracāra বি. প্রচারের অভাব; লোকসমক্ষে প্রকাশের অভাব। [সং. ন + প্রচার]। অপ্রচারিত বিণ. প্রচার করা হয়নি এমন। 58)
অব-কাশ
(p. 43) aba-kāśa বি. বিরাম; ফুরসত, অবসর; ফাঁক; ছুটি; সুযোগ (সন্দেহের অবকাশ, লেখার অবকাশ হয়নি)। [সং. অব + √ কাশ্ + অ]। 23)
অব্যক্ত
(p. 50) abyakta বিণ. 1 প্রকাশ করা হয়নি বা প্রকাশিত হয়নি এমন (অব্যক্ত বেদনা); 2 অস্পষ্ট; 3 অজ্ঞাত; 4 সূক্ষ্ম। বি. (দর্শ.) পরমাত্মা, পরব্রহ্ম; সাংখ্যের মূল প্রকৃতি। [সং. ন + ব্যক্ত]। 22)
অভি-নন্দন
(p. 50) abhi-nandana বি. আনন্দ প্রকাশের দ্বারা বা প্রশংসাবাদের দ্বারা সম্মান জানানো; সংবর্ধনা; আনন্দের সঙ্গে গৌরবের স্বীকৃতি জানানো। [সং. অভি + √ নন্দ্ + অন]। ̃ পত্র বি. সম্মানজ্ঞাপনের জন্য রচিত পত্র, মানপত্র। অভি-নন্দিত বিণ. বন্দিত, প্রশংসার দ্বারা সম্মানিত। 89)
অভি-নয়
(p. 50) abhi-naẏa বি. 1 নাটকের প্রদর্শন; 2 নাটকাদির কোনো চরিত্রে রূপদান; 3 ছলনা, ভান, কৃত্রিম ভাবপ্রকাশ। [সং. অভি + √ নী + অ]। অভি-নীত বিণ. অভিনয় করা হয়েছে এমন। অভি-নেতা (-তৃ) বিণ. বি. অভিনয়কারী। অভি-নেত্রী বিণ. বি. স্ত্রী. অভিনয়কারিনী। অভি-নেয় বিণ. অভিনয়যোগ্য; অভিনয় করা হবে এমন। 91)
অভি-ব্যক্তি
(p. 50) abhi-byakti বি. 1 প্রকাশ, expression (দুঃখের অভিব্যক্তি, ভাবের অভিব্যক্তি); 2 ক্রমবিকাশ; জীবের ক্রমবিকাশের ফলে নতুন জাতির জীবের উত্পত্তি, evolution (বি. প.)। [সং. অভি + বি + √ অঞ্জ্ + তি]। অভি-ব্যক্ত বিণ. প্রকাশিত; বিকাশ লাভ করেছে এমন। ̃ .বাদ বি. জীবের ক্রমবিকাশসম্বন্ধীয় মতবাদ, theory of evolution. 102)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076932
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769816
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367370
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721472
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698603
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595029
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546637
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542503

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন